এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ : সামরিক শাসন ও ঘটনাপ্রবাহ (১৯৭৫-১৯৯০) অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
১. খোন্দকার মোশতাক কয়দিন ক্ষমতায় ছিলেন?
ক. প্রায় এক মাস
খ. প্রায় দুই মাস
● প্রায় তিন মাস
ঘ. প্রায় চার মাস
২. বঙ্গবন্ধুর সাথে জঘন্য বিশ্বাসঘাতকতা করেছিলেন কে?
● খোন্দকার মোশতাক
খ. তাজউদ্দিন আহমেদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. এম. মনসুর আলী
৩. মোশতাক কীভাবে আওয়ামী লীগ নেতাদের নিয়ে মন্ত্রীসভা গঠন করেন?
ক. অস্ত্রমুখে
● নানারকম ভয়ভীতি দেখিয়ে
গ. নিজের মতো করে
ঘ. গণতান্ত্রিক ভাবে
৪. প্রধানমন্ত্রী মনসুর আলী গ্রেফতার হন কখন?
ক. ১৫ আগস্ট
● ১৭ আগস্ট
গ. ১৬ আগস্ট
ঘ. ১৮ আগস্ট
৫. জাতীয় চার নেতাকে হত্যা করা হয় কখন?
ক. ১ নভেম্বর
খ. ২ নভেম্বর
● ৩ নভেম্বর
ঘ. ৪ নভেম্বর
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৬. বাংলাদেশ জিন্দাবাদ ‘শ্লোগানটি চালু করেন কে?
ক. এম. মনসুর আলী
খ. তাজউদ্দিন আহমেদ
গ. শেখ মুজিবুর রহমান
● খোন্দকার মোশতাক
৭. মোশতাক সরকারকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ভারত
● পাকিস্তান
গ. নেপাল
ঘ. ভূটান
৮. বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডে আনন্দের সীমা ছিল না কার?
ক. খোন্দকার মোশতাকের
খ. জিয়াউর রহমানের
গ. এইচ. এম. এরশাদের
● জুলফিকার আলী ভুট্টোর
৯. চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কখন?
ক. ১৫ আগস্ট ১৯৭৫
● ১৬ আগস্ট ১৯৭৫
গ. ৩০ আগস্ট ১৯৭৫
ঘ. ৩১ আগস্ট ১৯৭৫
১০. মোশতাকের সামরিক সরকারের পতন হয় কখন?
ক. ১ নভেম্বর ১৯৭৫
খ. ২ নভেম্বর ১৯৭৫
গ. ৪ নভেম্বর ১৯৭৫
● ৩ নভেম্বর ১৯৭৫
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
১১. ৩১ আগস্ট ১৯৭৫ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. ভারত
খ. ইরাক
গ. ইরান
● সৌদি আরব
১২. জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয় কখন?
ক. ১ নভেম্বর
খ. ২ নভেম্বর
● ৩ নভেম্বর
ঘ. ৪ নভেম্বর
১৩. খালেদ মোশাররফ মুক্তিযুদ্ধে কোন ফোর্সের কমান্ডার ছিলেন?
ক. বি এম ফোর্সের
● কে ফোর্সের
গ. জেড ফোর্সের
ঘ. এল ফোর্সের
১৪. খালেদ মোশাররফ কয়দিন ক্ষমতায় ছিলেন?
ক. তিনদিন
● চারদিন
গ. পাঁচদিন
ঘ. ছয়দিন
১৫. খালেদ মোশাররফ ক্ষমতাচ্যুত হন কখন?
ক. ৪ নভেম্বর
খ. ৫ নভেম্বর
গ. ৬ নভেম্বর
● ৭ নভেম্বর
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
১৬. জিয়াউর রহমান রাষ্ট্রপতির পদ দখল করেন কখন?
ক. ২০ এপ্রিল ১৯৭৭
● ২১ এপ্রিল ১৯৭৭
গ. ২২ এপ্রিল ১৯৭৭
ঘ. ২৩ এপ্রিল ১৯৭৭
১৭. জিয়াউর রহমান সাত্তারকে কোন পদে নিয়োগ দিয়েছিলেন?
ক. রাষ্ট্রপতি
● উপরাষ্ট্রপতি
গ. প্রধানমন্ত্রী
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
১৮. জিয়াউর রহমান গৃহবন্দী থাকা অবস্থায় তাকে মুক্ত করার জন্য কাকে অনুরোধ করেন?
ক. বিচারপতি সায়েমকে
খ. খন্দকার মোশতাককে
গ. সাত্তারকে
● কর্ণেল তাহেরকে
১৯. জিয়াউর রহমান কোন ধরনের ছিলেন?
ক. স্বল্পভিলাষী
● উচ্চাভিলাষী
গ. অভিলাষী
ঘ. সুচতুর
২০. ১৯৭২ সালে জুন মাসে জিয়াউর রহমানকে সেনাবাহিনীর কোন পদে নিয়োগ দেওয়া হয়?
ক. জেনারেল
খ. কর্নেল
গ. মেজর জেনারেল
● ডেপুটি চিফ-অব-স্টাফ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
২১. মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ উপাধি হিসেবে কোনটি জিয়াউর রহমানের জন্য অধিক যুক্তিযুক্ত?
ক. বীরশ্রেষ্ঠ
● বীর উত্তম
গ. বীর বিক্রম
ঘ. বীর প্রতীক
২২. কত বছর বয়সে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হন?
● ৩০ বছর বয়সে
খ. ৩৫ বছর বয়সে
গ. ৪০ বছর বয়সে
ঘ. ৪৫ বছর বয়সে
২৩. কিসের অভিযোগে কর্ণেল তাহেরকে গ্রেফতার করা হয়?
ক. চুরির
খ. ডাকাতির
গ. দুর্নীতির
● রাষ্ট্রদ্রোহিতার
২৪. তাহেরের বিচার শুরুর সময়কাল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. ২০ জুন ১৯৭৬
● ২১ জুন ১৯৭৬
গ. ২২ জুন ১৯৭৬
ঘ. ২৩ জুন ১৯৭৬
২৫. সামরিক ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন কে?
ক. কর্ণেল তাহের
খ. বিচারপতি সায়েম
● কর্ণেল ইউসুফ হায়দার
ঘ. কর্ণের আলী হায়দার
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
২৬. প্রহসনের বিচারের রায় অনুযায়ী তাহেরের ফাঁসি কার্যকর হয় কখন?
ক. ২০ জুলাই ১৯৭৬
খ. ২২ জুলাই ১৯৭৬
● ২১ জুলাই ১৯৭৬
ঘ. ২৩ জুলাই ১৯৭৬
২৭. তাহেরের ফাঁসির পর কর্ণেল ইউসূফ পদোন্নতি পেয়ে কী হন?
ক. মেজর
খ. মেজর জেনারেল
গ. জেনারেল
● বিগ্রেডিয়ার
২৮. তাহেরকে ফাঁসি দেওয়ার যথার্থ কারণ কোনটি?
ক. দুর্নীতি
খ. জিয়াজির রহমানকে সহযোগিতা
● ৭ নভেম্বর অভ্যুত্থানের অপরাধে
ঘ. যুদ্ধপরাধ
২৯. জিয়াউর রহমানের ক্ষমতার উৎস হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
● সেনাবাহিনী
খ. নৌবাহিনী
গ. বিমানবাহিনী
ঘ. গোয়েন্দাবাহিনী
৩০. কার ক্ষমতা গ্রহণের কোনো আইনগত বৈধতা ছিল না?
ক. বঙ্গবন্ধুর
খ. খন্দকার মোশতাকের
গ. শেখ হাসিনার
● জিয়াউর রহমানের
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৩১. ১৯৭৪ – ৭৫ সালে প্রতিরক্ষা বাজেট ছিল কত?
● ৭৫ কোটি টাকা
খ. ৭৬ কোটি টাকা
গ. ৭৭ কোটি টাকা
ঘ. ৭৮ কোটি টাকা
৩২. জিয়া এদেশের নাগরিকদের পরিচয় দিলেন কি হিসেবে?
ক. বাঙালী
খ. স্বাধীন জাতি
● বাংলাদেশী
ঘ. মুক্তিজাতি
৩৩. জিয়ার সংবিধান সংশোধনের প্রধান উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি অধিক যৌক্তিক?
ক. আওয়ামী লীগের সমর্থন লাভ
● আওয়ামী লীগ বিরোধীদের সমর্থন লাভ
গ. জাতীয় পার্টির সমর্থন লাভ
ঘ. জনগণের সমর্থন লাভ
৩৪. সামরিক সরকার ‘রাজনৈতিক দলবিধি’ জারি করে কখন?
ক. ২৬ জুলাই ১৯৭৬
● ২৮ জুলাই ১৯৭৬
গ. ২৭ জুলাই ১৯৭৬
ঘ. ২২ জুলাই ১৯৭৬
৩৫. সামরিক সরকার ‘রাজনৈতিক দলবিধি জবি করে কেন?
ক. জনসমর্থন আদায়ের জন্য
খ. নতুন দল গঠনের জন্য
গ. দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য
● রাজনৈতিক অসন্তোষ হ্রাসের জন্য
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৩৬. সামরিক সরকার ক্যাটি দলকে রাজনৈতিক তৎপরতা চালানোর অনুমতি দেয়?
ক. ২১টি
খ. ২২টি
● ২৩টি
ঘ. ২৪টি
৩৭. জিয়াউর কখন গণভোট আয়োজনের ঘোষণা দেন?
ক. ২৭ মে ১৯৭৭
খ. ২৮ মে ১৯৭৭
গ. ২৯ মে ১৯৭৭
● ৩০ মে ১৯৭৭
৩৮. জিয়ার গণভোটে সরকারি বিজ্ঞপ্তিতে শতকরা কয়ভাগ ভোটদাতা ভোট দিয়েছেন বলে উল্লেখ করা হয়?
ক. ৮৮.৩
খ. ৮৮.২
গ. ৮৮.৪
● ৮৮.৫
৩৯. ১৯৭৮ সালে নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কয়জন?
● দুইজন
খ. তিনজন
গ. চারজন
ঘ. পাঁচজন
৪০. ১৯৭৮ সালের নির্বাচনে জিয়া কোন দলের প্রার্থী ছিলেন?
ক. আওয়ামী লীপের
● জাতীয়তাবাদী ফ্রন্টের
গ. গণতান্ত্রিক ঐক্যজোটের
ঘ. জামায়াতে ইসলামীর
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৪১. ১৯৭৮ সালের নির্বাচনে জিয়া শতকরা কত ভাগ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন?
ক. ৭৬.৬১ ভাগ
খ. ৭৬.৬২ ভাগ
● ৭৬.৬৩ ভাগ
ঘ. ৭৬.৬৪ ভাগ
৪২. বি.এন.পি. গঠিত হয় কখন?
● ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর
খ. ১৯৭৮ সালের ২ সেপ্টেম্বর
গ. ১৯৭৮ সালের ৩ সেপ্টেম্বর
ঘ. ১৯৭৮ সালের ৪ সেপ্টেম্বর
৪৩. জিয়াউর রহমান বি.এন.পির প্রতিষ্ঠাকালীন কী ছিলেন?
● চেয়ারম্যান
খ. সাধারণ সম্পাদক
গ. যুগ্ম সম্পাদক
ঘ. অর্থ সম্পাদক
৪৪. জিয়া স্বাধীনতা বিরোধী শাহ আজিজকে কোন পদে নিয়োগ করেন?
ক. রাষ্ট্রপতি
● প্রধানমন্ত্রী
গ. অর্থমন্ত্রী
ঘ. চেয়ারম্যান
৪৫. জিয়াউর রহমানের ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
ক. ১৬ ফেব্রুয়ারি ১৯৭৮
খ. ১৭ ফেব্রুয়ারি ১৯৭৮
● ১৮ ফেব্রুয়ারি ১৯৭৮
ঘ. ১৯ ফেব্রুয়ারি ১৯৭৮
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৪৬. ১৯৭৮ সালের নির্বাচনে বি.এন.পি কয়টি আসন লাভ করে?
ক. ২০৬টি
● ২০৭টি
গ. ২০৮টি
ঘ. ২০৯টি
৪৭. ১৯৭৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ (মালেক) কয়টি আসন লাভ করে?
ক. ৩৬টি
খ. ৩৭টি
গ. ৩৮টি
● ৩৯টি
৪৮. বাংলাদেশ সংবিধান পঞ্চম সংশোধনী আইন জাতীয় সংসদে গৃহীত হয় কখন?
ক. ৬ এপ্রিল ১৯৭৯
● ৫ এপ্রিল ১৯৭৯
গ. ৭ এপ্রিল ১৯৭৯
ঘ. ৮ এপ্রিল ১৯৭৯
৪৯. জিয়া সামরিক আইন প্রত্যাহার করেন কখন?
ক. ৬ এপ্রিল ১৯৭৯
খ. ৭ এপ্রিল ১৯৭৯
গ. ৮ এপ্রিল ১৯৭৯
● ৯ এপ্রিল ১৯৭৯
৫০. ইনডেমনিটির আভিধানিক অর্থের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
● নিরাপত্তা বিধান করা
খ. আদেশ জারি করা
গ. ক্ষমতা দখল করা
ঘ. অভিযুক্তদের বিচার করা
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৫১. ইনডেমনিটি আইনের প্রবর্তক হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
● জিয়াউর রহমান
খ. শেখ হাসিনা
গ. খালেদা জিয়া
ঘ. বঙ্গবন্ধু
৫২. ইনডেমনিটি আইন বাতিল হয় কখন?
ক. ১০ নভেম্বর ১৯৯৬
খ. ১১ নভেম্বর ১৯৯৬
● ১২ নভেম্বর ১৯৯৬
ঘ. ১৩ নভেম্বর ১৯৯৬
৫৩. জিয়াউর রহমান ১৯৭৭ সালের ৩০ এপ্রিল কয় দফা কর্মসূচি ঘোষণা করেন?
ক. ১৭ দফা
খ. ১৮ দফা
● ১৯ দফা
ঘ. ১৬ দফা
৫৪. জিয়ার আমলে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কোনটি?
ক. শিক্ষা কর্মসূচি
খ. খাদ্য কর্মসূচি
গ. স্বাস্থ্য কর্মসূচি
● খাল খনন কর্মসূচি
৫৫. কখন থেকে খালকাটা কর্মসূচি শুরু হয়?
ক. ২ ডিসেম্বর ১৯৭৯
● ১ ডিসেম্বর ১৯৭৯
গ. ৩ ডিসেম্বর ১৯৭
ঘ. ৪ ডিসেম্বর ১৯৭৯
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৫৬. ১৯৮০ সালের ৩০ এপ্রিল কোথায় সর্বপ্রথম গ্রাম সরকার প্রতিষ্ঠা করা হয়?
ক. খাড়া ভাইয়ায়
খ. শিকারপুরে
গ. লালারখীল
● জিরাবোতে
৫৭. গ্রাম সরকার গ্রামের উন্নয়নে অবদান রাখতে না পারার যৌক্তিক কারণ কোনটি?
ক. সার্বিক ক্ষমতা না থাকা
খ. জন সমর্থন না থাকা
গ. আইনগত ক্ষমতা না থাকা
● আর্থিক ক্ষমতা না থাকা
৫৮. জিয়ার সরকার গণশিক্ষা কর্মসূচি গ্রহণ করেন কখন?
ক. ২০ ফেব্রুয়ারি ১৯৮০
● ২১ ফেব্রুয়ারি ১৯৮০
গ. ২২ ফেব্রুয়ারি ১৯৮০
ঘ. ২৩ ফেব্রুয়ারি ১৯৮০
৫৯. জিয়ার গণশিক্ষা কার্যক্রম সফল হতে না পারার কারণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
● যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের অভাব
খ. অর্থনৈতিক মন্দার কারণে
গ. জনসমর্থনের অভাবে
ঘ. রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে
৬০. কিসের সঙ্গে মিল রেখে প্রেসিডেন্ট জিয়া পররাষ্ট্রনীতি প্রণয়ন করেন?
● অভ্যন্তরীণ নীতির সঙ্গে
খ. আন্তর্জাতিক নীতির সঙ্গে
গ. নিজস্ব নীতির সঙ্গে
ঘ. বৈদেশিক নীতির সঙ্গে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৬১. কার সময়ে বাংলাদেশ-চীন সম্পর্কে যথেষ্ট উন্নতি হয়?
ক. বঙ্গবন্ধুর সময়ে
● জিয়ার সময়ে
গ. শেখ হাসিনার সময়ে
ঘ. এরশাদের সময়ে
৬২. চীনের সাথে প্রথম বাণিজ্যিক চুক্তি সম্পাদিত হয় কখন?
ক. ১৯৭৫ সালের মার্চ মাসে
খ. ১৯৭৫ সালের এপ্রিল মাসে
● ১৯৭৫ সালের মে মাসে
ঘ. ১৯৭৫ সালের জুন মাসে
৬৩. পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন?
ক. বঙ্গবন্ধু
● জিয়া
গ. শেখ হাসিনা
ঘ. এরশাদ
৬৪. পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কীভাবে?
ক. বাণিজ্য যুক্তির মাধ্যমে
খ. বৈদেশিক চুক্তির মাধ্যমে
গ. ঋণদানের মাধ্যমে
● রাষ্ট্রদূত বিনিময়ের মাধ্যমে
৬৫. সার্ক গঠিত হয় কখন?
ক. ১৯৮৩ সালে
● ১৯৮৫ সালে
গ. ১৯৮৪ সালে
ঘ. ১৯৮৬ সালে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৬৬. জিয়াউর রহমান কয় বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন?
ক. প্রায় পাঁচ বছর
● প্রায় সাড়ে পাঁচ বছর
গ. প্রায় সাড়ে ছয় বছর
ঘ. প্রায় ছয় বছর
৬৭. জিয়াকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে সামরিক বাহিনীর মধ্যে কয়টি অভ্যুত্থান হয়?
ক. প্রায় মোনটি
● প্রায় সতেরোটি
গ. প্রায় আঠারোটি
ঘ. প্রায় উনিশটির
৬৮. জিয়াউর রহমানকে কখন হত্যা করা হয়?
● ২৮ মে ১৯৮১
খ. ২৯ মে ১৯৮১
গ. ৩১ মে ১৯৮১
ঘ. ৩০ মে ১৯৮১
৬৯. জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. মোশতাক আহমেদ
● আবদুস সাত্তার
গ. জেনারেল এরশাদ
ঘ. সাহাবুদ্দীন
৭০. ১৯৮১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেন?
ক. কাজী জাফরকে
● আবদুস সাত্তারকে
গ. মওদুদ আহমেদকে
ঘ. নাজিউর রহমানকে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৭১. নির্বাচিত হয়ে সাত্তার কয় সদস্যের মন্ত্রিসভা গঠন করেন?
ক. চল্লিশ
● বিয়াল্লিশ
গ. একচল্লিশ
ঘ. তেতাল্লিশ
৭২. সাত্তার মন্ত্রিসভা বাতিল করেন কেন?
ক. ব্যক্তিগত কারণে
খ. রাজনৈতিক কারণে
গ. নানা কারণে
● দুর্নীতির কারণে
৭৩. জেনারেল এরশাদ সামরিক আইন জারি করেন কখন?
ক. ২১ মার্চ ১৯৮২
খ. ২২ মার্চ ১৯৮২
গ. ২৩ মার্চ ১৯৮২
● ২৪ মার্চ ১৯৮২
৭৪. এরশাদের শাসনকালের ক্ষেত্রে কোনটি সমর্থনযোগ্য?
● ১৯৮২ – ১৯৯০ খ্রিস্টাব্দে
খ. ১৯৮৩ – ১৯৯০ খ্রিস্টাব্দে
গ. ১৯৮৪ – ১৯৯০ খ্রিস্টাব্দে
ঘ. ১৯৮৫ – ১৯৯০ খ্রিস্টাব্দে
৭৫. এরশাদ ক্ষমতা দখল করেন কখন?
ক. ১৯৮১ সালে
খ. ১৯৮৩ সালে
● ১৯৮২ সালে
ঘ. ১৯৮৪ সালে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৭৬. এরশাদ ক্ষমতায় এসে কিসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেন?
● বেসামরিক প্রশাসনের উপর
খ. সামরিক প্রশাসনের উপ
গ. আইন প্রশাসনের উপর
ঘ. শিক্ষা প্রশাসনের উপর
৭৭. এরশাদ ১৯৮২ সালের ২৮ এপ্রিল কমিটি গঠন করেন কেন?
● প্রশাসনিক পুনর্গঠনের জন্য
খ. শিক্ষা প্রশাসন পুনর্গঠনের জন্য
গ. সেনাবাহিজনী পুনর্গঠনের জন্য
ঘ. সামরিক বাহিনী পুনর্গঠনের জন্য
৭৮. থানার পরিবর্তে উপজেলা নামকরণ করা হয় কখন?
ক. ১১ মার্চ ১৯৮৩
খ. ১২ মার্চ ১৯৮৩
গ. ১৩ মার্চ ১৯৮৩
● ১৪ মার্চ ১৯৮৩
৭৯. মহকুমাকে জেলায় উন্নত করার যৌক্তিক কারণ কোনটি?
ক. ক্ষমতার বিকেন্দ্রীকরণ
● প্রশাসনের বিকেন্দ্রীকরণ
গ. এলাকার উন্নয়ন
ঘ. নারীর ক্ষমতায়ন বৃদ্ধি
৮০. এরশাদ বাংলাদেশকে কয়টি জেলায় ভাগ করেন?
ক. ৬১টি
খ. ৬২টি
গ. ৬৩টি
● ৬৪টি
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৮১. এরশাদ কীভাবে জনদরদী নেতা হিসেবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছেন?
ক. সহযোগিতার মাধ্যমে
খ. সেবা করার মাধ্যমে
গ. উন্নয়ন কাজের মাধ্যমে
● নানাভাবে
৮২. এরশাদ ১৯৮৩ সালে কয়দফা কর্মসূচি ঘোষণা করেন?
ক. ১৬ দফা
খ. ১৭ দফা
● ১৮ দফা
ঘ. ১৯ দফা
৮৩. ১৯৮০-৮১ সালে উন্নয়ন বাজেটের কয়শতাংশ ছিল বিদেশী সাহায্য নির্ভর?
● ৬৫ শতাংশ
খ. ৬৬ শতাংশ
গ. ৬৭ শতাংশ
ঘ. ৬৮ শতাংশ
৮৪. কোন ক্ষেত্রে এরশাদ নতুন কিছু করেন নি?
ক. শিক্ষা ক্ষেত্রে
খ. চিকিৎসাক্ষেত্রে
গ. বাণিজ্য ক্ষেত্রে
● বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে
৮৫. এরশাদ কার পথ অনুসরণ করেন?
ক. বঙ্গবন্ধুর
● জিয়ার
গ. মোশতাকের
ঘ. তাহেরের
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৮৬. সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
● ঢাকায়
খ. নয়াদিল্লিতে
গ. ইসলামাবাদে
ঘ. কাঠমুন্ডুতে
৮৭. এরশাদের আমলে গণভোট কখন অনুষ্ঠিত হয়?
ক. ২০ মার্চ ১৯৮৫
● ২১ মার্চ ১৯৮৫
গ. ২২ মার্চ ১৯৮৫
ঘ. ২৩ মার্চ ১৯৮৫
৮৮. এরশাদ একটি রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অনুভব করেন কেন?
ক. দেশ পরিচালনার জন্য
খ. গণতন্ত্রের জন্য
গ. দেশের উন্নয়নের জন্য
● ক্ষমতা দখলকে পাকাপোক্ত করার জন্য
৮৯. ১৯৮৪ সালে এরশাদের গঠনকৃত দল হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. জাতীয় পার্টি
খ. জনতা পার্টি
গ. গণ দল
● জন দল
৯০. জাতীয় ফ্রন্ট গঠিত হয় কখন?
ক. ১৫ আগস্ট ১৯৮৫
● ১৬ আগস্ট ১৯৮৫
গ. ১৭ আগস্ট ১৯৮৫
ঘ. ১৮ আগস্ট ১৯৮৫
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৯১. এরশাদের রাজনৈতিক দল হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. আওয়ামী লীগ
খ. বি.এন.পি
গ. জামায়াতে ইসলামী
● জাতীয় পার্টি
৯২. ১৯৮৬ সালের ৭ যে কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. প্রথম
খ. দ্বিতীয়
● তৃতীয়
ঘ. চতুর্থ
৯৩. ১৯৮৬ সালের নির্বাচনে কয়টি দল অংশগ্রহণ করে?
● ২৬টি
খ. ২৭টি
গ. ২৮টি
ঘ. ২৯টি
৯৪. ১৯৮৬ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে?
ক. আওয়ামী লীগ
● জাতীয় পার্টি
গ. বিএনপি
ঘ. জামায়াতে ইসলামী
৯৫. জেনারেল এরশাদ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম বলে ঘোষণা করেন?
ক. ৫ম
খ. ৬ষ্ঠ
গ. ৭ম
● ৮ম
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
৯৬. সংবিধানের ৮ম সংশোধনী আনার যথার্থ কারণ নিচের কোনটি?
ক. আল্লাহর সন্তুষ্টি অর্জন
খ. দেশের উন্নয়ন
গ. ব্যক্তিস্বার্থ হাসিল
● রাজনৈতিক উদ্দেশ্য সাধন
৯৭. এরশাদ বিরোধী আন্দোলনকারী হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
● ছাত্ররা
খ. কৃষকরা
গ. শিক্ষকরা
ঘ. রাজনীতিবিদরা
৯৮. রাশেদ খান মেননের নেতৃত্বে কয় দলীয় জোট গড়ে উঠে?
ক. ৪ দলীয়
● ৫ দলীয়
গ. ৬ দলীয়
ঘ. ৭ দলীয়
৯৯. এরশাদ বিরোধী আন্দোলনকে বেগবান করার জন্য কয়টি সংগঠন মিলে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ক. ২০টি
খ. ২১টি
● ২২টি
ঘ. ২৩টি
১০০. চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা হয় কখন?
ক. ১ মার্চ ১৯৮৮
খ. ২ মার্চ ১৯৮৮
● ৩ মার্চ ১৯৮৮
ঘ. ৪ মার্চ ১৯৮৮
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
১০১. এরশাদ বিচারপতি শাহাবুদ্দীনের নিকট ক্ষমতা হস্তান্তর করে কখন?
ক. ৫ ডিসেম্বর ১৯৯০
● ৬ ডিসেম্বর ১৯৯০
গ. ৭ ডিসেম্বর ১৯৯০
ঘ. ৮ ডিসেম্বর ১৯৯০
১০২. নূর হোসেন কখন নিহত হয়?
● ১০ নভেম্বর ১৯৮৭
খ. ১১ নভেম্বর ১৯৮৭
গ. ১২ নভেম্বর ১৯৮৭
ঘ. ১৩ নভেম্বর ১৯৮৭
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
১০৩. কোনটি খোন্দকার মোশতাক আহমেদের ক্ষেত্রে প্রযোজ্য-
i. তিনি বঙ্গবন্ধুর আস্থা ও বিশ্বাসভাজনদের মধ্যে অন্যতম ছিলেন
ii. তিনি বঙ্গবন্ধুর সাথে জঘন্য বিশ্বাসঘাতকতা করেছেন
iii. তিনি এদেশের ইতিহাসে জন্ম দিয়েছেন কলঙ্কিত অধ্যায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৪. ১৯৭৫ সালের ১৫ আগস্টের ফলে দেশে-
i. রাজনৈতিক শূন্যতা দেখা দেয়
ii. শান্তি ফিরে আসে
iii. সেনাবাহিনীতে নৈরাজ্য দেখা দেয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৫. মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী নেতা হিসেবে কোনটি সমর্থনযোগ্য—
i. সৈয়স নজরুল ইসলাম
ii. তাজউদ্দিন আহমেদ
iii. এম. মনসুর আলী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
১০৬. ১৯৭৫ সালের উভয় হত্যাযজ্ঞের মূল উদ্দেশ্য ছিল-
i. বাংলাদেশের স্বাধীনতা ও সশস্ত্র মুক্তিযুদ্ধের অর্জনসমূহ ধ্বংস
ii. দেশকে নেতৃত্বশূন্য
iii. পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা করা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৭. জিয়াউর রহমানের ক্ষেত্রে প্রযোজ্য-
i. তিনি উচ্চাভিলাষী ছিলেন
ii. তিনি মুক্তিযোদ্ধা ছিলেন
iii. বঙ্গবন্ধু তাকে বীর উত্তম উপাধি দেন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৮. ১৯৭৮ সালের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বির ক্ষেত্রে যে নামটি অধিক যুক্তিযুক্ত-
i. বঙ্গবন্ধু
ii. জেনারেল জিয়া
iii. জেনারেল ওসমানী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৯. জিয়ার আমলে উপদেষ্টা/মন্ত্রীর একটা বড় অংশ ঘনিষ্ঠ সহযোগী ছিলেন-
i. আইয়ুব খানের
ii. ইয়াহিয়ার
iii. কর্নেল তাহেরের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১১০. ইনডেমনিটির আভিধানিক অর্থ হলো-
i. কাউকে নিরাপদ করা
ii. কাউকে ক্ষমতা দেয়া
iii. নিরাপত্তা বিধান করা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
১১১. জিয়াউর রহমানের উন্নয়ন কর্মসূচির মধ্যে ছিল-
i. খাল খনন কর্মসূচি
ii. গ্রাম সরকার গঠন
iii. গণশিক্ষা চালু
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১১২. কোনটির অভাবে জিয়ার সরকার গণশিক্ষা কার্যক্রম সম্পূর্ণ সফ করতে পারেনি—
i. জনগণের সম্পৃক্ততা
ii. যথাযথ পরিকল্পনা
iii. সমন্বয় ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
১১৩. গ্রাম সরকারের কাজ হলো-
i. স্থানীয় সমস্যার সমাধান
ii. শিক্ষাক্ষেত্রে উন্নয়ন
iii. গ্রামের উন্নয়নে সহায়তা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৪. জিয়ার আমলে পৃষ্ঠপোষকতা লাভ করে-
i. রপ্তানি নির্ভর অর্থনীতি
ii. আমদানি নির্ভর অর্থনীতি
iii. বিদেশী সাহায্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৫. জেনারেল জিয়ার সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতি হওয়ার কারণ-
i. পারস্পরিক সন্দেহ
ii. অবিশ্বাস
iii. অস্থা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
১১৬. জিয়ার সময়ে বাংলাদেশ ও চীনের সম্পর্কের ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য-
i. চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
ii. দু’দেশের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে
iii. দু’দেশের সম্পর্ক তিক্ত হয়ে পড়ে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৭. জেনারেল এরশাদ সরকারের ক্ষেত্রে প্রযোজ্য-
i. শত শত সেনা সদস্যদের মৃত্যুদণ্ড ও চাকুরিচ্যুত করা হয়
ii. ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করেন
iii. জাতীয় সংসদ বাতিল করেন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১১৮. জেনারেল এরশাদের প্রশাসনিক সংস্কার কোনটি-
i. থানা প্রশাসনকে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয়
ii. মহকুমাকে জেলায় উন্নীত করা হয়
iii. বিচার ব্যবস্থার সংস্কার করা হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১১৯ ও ১২০ নং প্রশ্নের উত্তর দাও : বাংলাদেশের সামরিক অফিসাররা সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে এক সময় সরকারি ক্ষমতা দখল করে নেয়। পরবর্তীতে বেসরকারিকরণ প্রক্রিয়ার মাধ্যমে সকল ক্ষমতার বৈধতা আনে এবং কেউ আবার ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে।
১১৯. উদ্দীপকটি যারা কোন সামরিক শাসকের কার্য ফুটে উঠেছে-
● খন্দকার মোশতাক
খ. জিয়াউর রহমান
গ. খালেদ মোশাররফ
ঘ. জেনারেল এরশাদ
১২০. উক্ত শাসকের ইনডেমনিটি অধ্যাদেশ জারি করার কারণ–
i. বঙ্গবন্ধু খুনিদের রক্ষা করা
ii. বঙ্গবন্ধুকে রক্ষা করা
iii. খন্দকার মোশতাককে রক্ষা করা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও : সেনাপ্রধান রাশেদ বলপূর্বক নির্বাচিত রাষ্ট্রপতি মুরাদকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রপ্রধান হয়ে সামরিক আইন জারি করেন। তিনি জাতীয় সংসদ বাতিল, প্রশাসনিক সংস্কার, উপজেলা ব্যবস্থা প্রবর্তন, মহকুমাকে জেলা ঘোষণা, গণভোট, রাজনৈতিক দল গঠনসহ বিভিন্ন কার্য সম্পাদন করেন।
১২১. উদ্দীপকে বাংলাদেশের কোন রাষ্ট্রপতির কৃতকর্ম ফুটে উঠেছে?
ক. ছাত্তার
খ. সায়েম
গ. জিয়াউর রহমান
● এরশাদ
১২২. উক্ত শাসক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যেসব কার্য সম্পাদন করেন তা হলো-
i. ভূমি, কৃষি ও ঔষধ নীতি
ii. প্রশাসনে সামরিক কর্মকর্তা নিয়োগ
iii. জনকল্যাণে ১৮ দফা কর্মসূচি ঘোষণা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা থেকে বহুনির্বাচনি
১ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
২য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৩য় অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৪র্থ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৫ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৬ষ্ঠ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৭ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৮ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
৯ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১০ম অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১১ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১২ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৩ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৫ অধ্যায় MCQ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ১৪ অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।