এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ : নাগরিক সমস্যা ও আমাদের করণীয় অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
১. নিচের কোনটি বাংলাদেশের নাগরিক জীবনের একটি অন্যতম প্রধান সমস্যা?
ক. খাদ্য
খ. বস্ত্র
● অধিক জনসংখ্যা
ঘ. শিক্ষা
২. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে কততম স্থানে অবস্থান করছে?
ক. ৭ম
● ৮ম
গ. ৯ম
ঘ. ১০ম
৩. বাংলাদেশের আয়তন কত?
● ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার
খ. ১,৪৮,৫৭০ বর্গকিলোমিটার
গ. ২,৪৭,৫৭০ বর্গকিলোমিটার
ঘ. ২,৪৮,৫৭০ বর্গকিলোমিটার
৪. বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত কোটি?
ক. ১৩
খ. ১২
গ. ১৪
● ১৫
৫. বর্তমান হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে আগামী প্রায় ৪৯ বছরে বাংলাদেশের জনসংখ্যা কয়গুণ হবে?
● দ্বিগুণ
খ. তিন গুণ
গ. চার গুণ
ঘ. পাঁচ গুণ
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৬. চীনে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
● ১৪০
খ. ৩৬২
গ. ১২০
ঘ. ২৪০
৭. আমাদের দেশে কারা সমাজকে ভয় করে বেশি?
● বাবা-মা
খ. রাজনীতিবিদ
গ. সমাজকর্মীরা
ঘ. শিক্ষকরা
৮. নিচের কোনটি আমাদের ধর্মীয় কর্তব্য?
● বিবাহ
খ. যৌতুক গ্রহণ
গ. যৌতুক প্রদান
ঘ. শিক্ষা গ্রহণ
৯. আমাদের দেশের অধিকাংশ মানুষ কী?
ক. ধনী
● গরিব
গ. বিত্তশালী
ঘ. সাধারণ
১০. বাংলাদেশ কোন মণ্ডলে অবস্থিত?
● গ্রীষ্ম
খ. বর্ষা
গ. শীত
ঘ. বসন্ত
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
১১. আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত কোনটি?
● বাল্যবিবাহ
খ. বিধবা বিবাহ
গ. গণবিবাহ
ঘ. বহুবিবাহ
১২. আমাদের দেশে কার মজুরি কম?
ক. চিকিৎসকের
খ. ড্রাইভারের
● শ্রমিকের
ঘ. দর্জির
১৩. পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়কে অধিক হারে কী নিয়োগ করতে হবে?
ক. নার্স
খ. চিকিৎসক
● মাঠকর্মী
ঘ. কনসালটেন্ট
১৪. সম্পদের তুলনায় অধিক জনসংখ্যা একটি পরিবারের জন্য কী?
● অভিশাপ
খ. আশীর্বাদ
গ. কল্যাণকর
ঘ. আনন্দদায়ক
১৫. নিচের কোনটি জাতির জন্য বোঝাস্বরূপ?
ক. প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ
ঘ. প্রয়োজনের চেয়ে কম সম্পদ
● সম্পদের তুলনায় অধিক জনসংখ্যা
ঘ. দক্ষ জনসংখ্যা
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
১৬. মাথাপিছু দৈনিক কত কিলো ক্যালরি খাদ্য গ্রহণ করা প্রয়োজন?
ক. ২০০০
খ. ২১২০
● ২১২২
ঘ. ২,১০০
১৭. পুরুষের তুলনায় পুষ্টিকর খাদ্যের বেশি প্রয়োজন কাদের?
ক. নারীদের
● নারী-শিশুদের
গ. প্রতিবন্ধীদের
ঘ. বয়স্ক নারীদের
১৮. খাদ্যনিরাপত্তা অর্জনে কী দরকার হয়?
● একটি সঠিক খাদ্যনীতি
খ. খাদ্য সংরক্ষণ
গ. চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদন
ঘ. সঠিক খাদ্য সরবরাহ পদ্ধতি
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
১৯. সামাজিক নিরাপত্তা কর্মসূচির মোট ব্যয়ের কত শতাংশ ব্যয় হয় খাদ্য বিতরণ কর্মসূচির উপর?
ক. ৮৫ শতাংশ
খ. ৯০ শতাংশ
● ৯৫ শতাংশ
ঘ. ৯৮ শতাংশ
২০. ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করত কত শতাংশ মানুষ?
ক. ৪০ শতাংশ
খ. ৪৩ শতাংশ
● ৪৪ শতাংশ
ঘ. ৪৭ শতাংশ
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
২১. খাদ্য নিরাপত্তা বলতে কয়টি বিষয়কে বোঝানো হয়?
ক. দুইটি
● তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
২২. বর্তমানে বাংলাদেশের কত শতাংশ জনসংখ্যা খাদ্যভিত্তিক দারিদ্র্যের শিকার?
ক. প্রায় ২৫ শতাংশ
● প্রায় ৫০ শতাংশ
গ. প্রায় ৬৫ শতাংশ
ঘ. প্রায় ৭৫ শতাংশ
২৩. সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয় কিসের দ্বারা?
● অপরাধচক্রের দ্বারা
খ. ট্রাইব্যুনাল দ্বারা
গ. অসাধু ব্যক্তিদের দ্বারা
ঘ. রাজনীতিবিদদের দ্বারা
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
২৪. অপরাধীচক্র সংগঠিতভাবে কী চালায়?
ক. ব্যবসাপ্রতিষ্ঠান
● সন্ত্রাস
গ. রাজনৈতিক দল
ঘ. আল্লাহর শাসন
২৫. আদর্শভিত্তিক সন্ত্রাসের সাম্প্রতিক নমুনা কী ?
● ধর্মীয় জঙ্গিবাদ
খ. ধর্মের অপব্যাখ্যা
গ. মাওবাদী রাজনীতি
ঘ. সংসদ নির্বাচন
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
২৬. কয়টি কারণে সন্ত্রাস সংঘটিত হয়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২৭. বেকারত্ব আমাদের দেশে একটি কী?
ক. কাম্য বিষয়
● সামাজিক ব্যাধি
গ. অর্থনৈতিক ব্যাধি
ঘ. আশীর্বাদ
২৮. অপরাধীকে খুঁজে বের করে শাস্তি প্রদানের ব্যবস্থা করা কার দায়িত্ব?
ক. রাজনীতিবিদদের
খ. সুনাগরিকের
● পুলিশ ও প্রশাসনের
ঘ. প্রধানমন্ত্রীর
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
২৯. বাংলাদেশে ১,৪০০ মানুষের জন্য কতজন পুলিশ কর্মকর্তা রয়েছে?
● একজন
খ. দুজন
গ. তিনজন
ঘ. ক. চারজন
৩০. সন্ত্রাস দমনের মহৌষধ কোনটি?
● জনগণের সচেতন প্রতিরোধ
খ. শক্তিশালী র্যাব বাহিনী গঠন
গ. আইনব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার
ঘ. দুর্বলতা হ্রাস
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৩১. নিচের কোন বিষয়টিকে ঘিরেই মানুষ বেড়ে উঠেছে? ● পরিবেশ
খ. পরিবার
গ. সমাজ
ঘ. রাষ্ট্র
৩২. ধলেশ্বরী নদী কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
● মুন্সীগঞ্জে
গ. ঢাকায়
ঘ. কুমিল্লা
৩৩. এ দেশের বনাঞ্চলের পরিধি ২০ শতাংশ থেকে হ্রাস পেয়ে কত শতাংশ পৌঁছেছে?
ক. ৪ শতাংশে
● ৬ শতাংশে
গ. ৮ শতাংশে
ঘ. ১০ শতাংশে
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৩৪. সরকার কোন ধরনের ব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে?
ক. চামড়ার ব্যাগ
খ. কাগজের ব্যাগ
● পলিথিন ব্যাগ
ঘ. পাটের ব্যাগ
৩৫. কোন আন্দেলনের চাপে সরকার পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে?
ক. রাজনৈতিক আন্দোলন
খ. ধর্মীয় আন্দোলন
গ. সামাজিক আন্দোলন
● পরিবেশ আন্দোলন
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৩৬. বাংলাদেশের অধিকাংশ লোকই কোথায় বাস করে? ক. শহর
● গ্রামে
গ. বিদেশে
ঘ. পরিবারে
৩৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কত সালে ‘সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলন’ শুরু করে?
ক. ১৯৯৫
● ১৯৯৭
গ. ২০০১
ঘ. ২০০৭
৩৮. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কত সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে?
● ২০১৪
খ. ২০১৮
গ. ২০১০
ঘ. ২০২০
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৩৯. বাংলাদেশে নারীদের সাক্ষরতার হার কত?
ক. ৫৭.৫৩%
● ৬০.১৫%
গ. ৫৪.৮৪%
ঘ. ৬০.০৫%
৪০. বাংলাদেশে পুরুষদের সাক্ষরতার হার কত?
ক. ৫৭.৫৩%
খ. ৬০.১৫%
● ৫৪.৮৪%
ঘ. ৬০.০৫%
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৪১. নিচের কোনটি জাতীয় সমস্যা?
ক. প্রাকৃতিক দুর্যোগ
● নিরক্ষরতা
গ. কম মাথাপিছু আয়
ঘ. পরিবেশদূষণ
৪২. আমাদের দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা কী?
ক. বেকার
● নিরক্ষর
গ. শিক্ষিত
ঘ. প্রতিবন্ধী
৪৩. শিক্ষার্থী ঝরে পড়া বন্ধ করতে হলে কী করা প্রয়োজন?
ক. তথ্য সংগ্রহণ করা
খ. কর্মমুখী শিক্ষা প্রদান
● আর্থিক সহায়তা প্রদান
ঘ. সঠিক শিক্ষা প্রদান
৪৪. নারীর স্থান কোথায়?
● সমাজে সর্বত্র।
খ. সংসারের চৌহদ্দির মধ্যে
গ. সমাজে বিশেষ জায়গায়
ঘ. সংসারের বাইরে
৪৫. বিচারকাজ একটি কেমন প্রক্রিয়া?
● ব্যয়বহুল
খ. বিলাসবহুল
গ. শক্তিশালী
ঘ. বাধ্যতামূলক
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৪৬. শহর ও গ্রামে নাগরিক জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে কেন?
● অধিক জনসংখ্যার কারণে
খ. বিদ্যুৎ সংকটের কারণে
গ. পানি ও গ্যাসের স্বল্পতার কারণে
ঘ. বেকারদের সংখ্যা বৃদ্ধির কারণে
৪৭. গ্রামের বেকার মানুষ শহরে পাড়ি দিচ্ছে কেন?
ক. পানির অপর্যাপ্ত সরবরাহের কারণে
খ. প্রতিনিয়ত বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে
গ. আবাদি জমিতে বসতি গড়ে ওঠার কারণে
● শহরে অধিক কর্মসংস্থানের সুযোগ থাকায়
৪৮. এ দেশের খাল-বিল ভরাট হয়ে যাচ্ছে কেন?
● অতিরিক্ত জনসংখ্যার কারণে
খ. খাল-বিল পুনরায় খনন না হওয়ায়
গ. সম্পদের পরিমাণ কম হওয়ায়
ঘ. শহরের জনসংখ্যা বৃদ্ধি হওয়ায়
৪৯. আমাদের দেশের বাবা-মায়েরা কীভাবে বিপদ-আপদ এড়াতে চেষ্টা করেন?
ক. আবাসিক বিদ্যালয়ে ভর্তি করে
● দ্রুত ছেলেমেয়েদের বিয়ে দিয়ে
গ. বাড়িতে ছেলেমেয়েদের বন্দী করে
ঘ. ছেলেমেয়েদের বিদ্যালয়ে না পাঠিয়ে
৫০. আমাদের দেশে শ্রমিকের মজুরি কম কেন?
● শ্রমিকের আধিক্য বিদ্যমান হওয়ায়
খ. অধিকাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করায় গ. শ্রমিকরা বেশির ভাগই অশিক্ষিত হওয়ায়
ঘ. শ্রমিকরা দক্ষ না হওয়ায়
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৫১. কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে?
● উচ্চ জন্মহার রোধ করে
খ. পর্যাপ্ত পরিমাণে ক্লিনিক গড়ে তুলে
গ. অধিক মাঠকর্মী নিয়োগের মাধ্যমে
ঘ. সরকারকে জনগণের সমস্যা সমাধানে উদ্যোগী করে
৫২. খাদ্যের নিরাপত্তাহীনতা দেখা দেয় কেন?
ক. স্বপ্ন উপাদানের জন্য
● মাথাপিছু আয় কমার জন্য
গ. জনসংখ্যা বৃদ্ধির জন্য
ঘ. মৃত্যুহার কমার জন্য
৫৩. মানুষ সঠিক স্বাস্থ্য উপযোগী খাদ্য বেছে নিতে পারে না কেন?
● পুষ্টি জ্ঞানের অভাবে
খ. মাথাপিছু আয় কম বলে
গ. খাদ্যনিরাপত্তাহীনতার জন্য
ঘ. দারিদ্রোর জন্য
৫৪. কীভাবে খাদ্যনিরাপত্তা বিধান করা যায়?
● দারিদ্র্য নিরসনের মাধ্যমে
খ. খাদ্যনীতির মাধ্যমে
গ. খাদ্য সংকট মোকাবিলা করে
ঘ. খাদ্য মজুদ রোধ করে
৫৫. খাদ্য উৎপাদন, লভ্যতা, ক্রয়ক্ষমতা বৃদ্ধি প্রয়োজন কেন?
ক. দারিদ্র্য নিরসনের জন্য
● খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে
গ. মানসম্মত উৎপাদন বৃদ্ধি করতে
ঘ. খাদ্য সহজলভ্য করতে
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৫৬. সরকার কীভাবে খাদ্যশস্যের ন্যূনতম সরবরাহ নিশ্চিত রাখে?
● জরুরি অবস্থায় শস্য মজুদ করে
খ. সামাজিক নিরাপত্তা বিধান করে
গ. খাদ্য সংকট মোকাবিলা করে
ঘ. খাদ্যনীতির মাধ্যমে
৫৭. সন্ত্রাসী কর্মকাণ্ড কীভাবে পরিচালিত?
ক. সমাজসেবীদের দ্বারা
● অপরাধচক্রের দ্বারা
গ. রাজনীতিবিদদের দ্বারা
ঘ. সহিংস কর্মপন্থা ব্যবহারের দ্বারা
৫৮. রাষ্ট্র অনেক সময় রাষ্ট্রীয় সীমানার ভেতরেই সংখ্যালঘু জাতিসত্তার উপর সহিংস আচরণ করে কেন?
● রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে
খ. সম্পদের অসম বণ্টনের জন্য
গ. সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য
ঘ. আল্লাহর শাসন কায়েম করার জন্য
৫৯. স্বাধিকার আদায়ের সহিংস আন্দোলনকে সরকার কীভাবে দমন করে?
ক. গৃহযুদ্ধের মাধ্যমে
খ. মুক্তিযুদ্ধের মাধ্যমে
গ. সামরিক শাসন অব্যাহত রেখে
● সহিংস পন্থায়
৬০. সহিংস পন্থায় সহিংস আচরণকে দমন সরকার বৈধ বলে মনে করে কেন?
● রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে
খ. বৈদেশিক সম্পর্ক স্থাপনের জন্য
গ. অপরাধকর্ম নির্মূলের জন্য
ঘ. বেকারত্ব দূর করার জন্য
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৬১. গোয়েন্দা সংস্থাগুলো দ্বারা সমকালীন সন্ত্রাসবাদ মোকাবিলা করা। সম্ভব নয় কেন?
● উন্নত প্রশিক্ষণ না পাওয়ার জন্য
খ. শারীরিক দুর্বলতার জন্য
গ. প্রশাসনিক দুর্বলতার জন্য
ঘ. অতিরিক্ত জনসংখ্যার জন্য
৬২. কীভাবে নাগরিকদের মধ্যে সামাজিক ও নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে?
ক. ভোট প্রদানের মাধ্যমে
খ. সচেতনতার মাধ্যমে
● সকলের জন্য শিক্ষার সুযোগের মাধ্যমে
ঘ. কর্মসংস্থান সৃষ্টির সুযোগের মাধ্যমে
৬৩. পরিবেশগত দুর্যোগ। প্রতিনিয়ত কীভাবে পরিবেশ দূষিত হচ্ছে?
● মানুষের প্রয়োজন পূরণের জন্য
খ. জলবায়ু পরিবর্তনের মাধ্যমে
গ. ঘনবসতির মাধ্যমে
ঘ. মানুষের কাজের মাধ্যমে
৬৪. নগরের শিল্পকারখানাগুলো কীভাবে গড়ে উঠেছে?
● জলাধারকে কেন্দ্র করে
খ. কাঁচামালকে কেন্দ্র করে
গ. নগরের জনসংখ্যাকে কেন্দ্র করে
ঘ. নগরে ঘনবসতিকে কেন্দ্র করে
৬৫. বুড়িগঙ্গা নদী জৈবিক দৃষ্টি থেকে মৃত কেন?
ক. জনসংখ্যা বৃদ্ধির কারণে
খ. প্রাকৃতিক দুর্যোগের কারণে
● দূষণের কারণে
ঘ. ঘনবসতির কারণে
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৬৬. পাহাড়ি অঞ্চলে জুম চাষ হুমকির সম্মুখীন হচ্ছে কেন?
● বন ও গুল্ম ধ্বংস করার জন্য
খ. পরিবেশ আন্দোলনের চাপে
গ. কাঠের ব্যবহার বৃদ্ধির জন্য
ঘ. শিল্প গড়ে তোলার জন্য
৬৭. কীভাবে প্লাস্টিকের ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে?
● বিভিন্ন পণ্যের মোড়ক হিসেবে
খ. গৃহস্থালির কাজে
গ. ব্যাগ হিসেবে
ঘ. বাজারের কাজে
৬৮. চিকিৎসা বর্জ্যের পরিমাণ দ্রুত হারে বাড়ছে কেন?
● মাত্র একবার ব্যবহারযোগ্য উপকরণ বাড়ার ফলে
খ. রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধির ফলে
গ. রোগীদের অসচেতনতার অভাবে
ঘ. রোগীদের অজ্ঞতার জন্য
৬৯. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কীভাবে ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূর করার সিদ্ধান্ত গ্রহণ করে?
ক. পরিবেশ আন্দোলনের চাপের মাধ্যমে
● সম্পূর্ণ সাক্ষরতা আন্দোলনের মাধ্যমে
গ. রাজনৈতিক দলের সহযোগিতার মাধ্যমে
ঘ. বাধ্যতামূলক শিক্ষাপদ্ধতির মাধ্যমে
৭০. দরিদ্র শ্রেণির মধ্যে নিরক্ষরতার হার খুবই বেশি কেন?
● নিম্ন অর্থনৈতিক অবস্থা
খ. অনুন্নত পারিবারিক পরিবেশ
গ. মেধার ঘাটতি
ঘ. অপুষ্টির শিকার বলে
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৭১. নিরক্ষর ব্যক্তি রাষ্ট্র ও সমাজের উপকারে আসে না কেন?
ক. দরিদ্র বলে
খ. নোংরা বলে
● লেখাপড়া না জানার কারণে
ঘ. দেশের নাগরিক নয় বলে
৭২. সঠিক তথ্য দেওয়ার জন্য নাগরিকদের কীভাবে এগিয়ে আসতে হবে?
● স্বতঃস্ফূর্তভাবে
খ. সরকারের ইচ্ছায়
গ. নিজের ইচ্ছার বাইরে
ঘ. বাধ্যতামূলকভাবে
৭৩. পুরুষরা নারীদের মানুষ হিসেবে মর্যাদা দিতে অবহেলা করেছে কেন?
● নিম্ন দৃষ্টিভঙ্গির কারণে
খ. পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে
গ. নারীর উপর পুরুষের আধিপত্যের কারণে
ঘ. নারীরা অবলা বলে
৭৪. ‘ক’ নামক দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭ ও বর্তমান জনসংখ্যা প্রায় ১৫ কোটি। উদ্দীপকে আলোচিত দেশটির সাথে সাদৃশ্য রয়েছে কোন দেশটির?
ক. চীন
খ. যুক্তরাজ্য
গ. ভারত
● বাংলাদেশ
৭৫. করিম রহমান বহুবিবাহ করেছেন। এটি সমর্থন করছে কোনটিকে?
ক. বেকারত্ব হ্রাস
খ. আল্লাহর আদেশ পালন
গ. বহুবিধ সমস্যার সৃষ্টি
● দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৭৬. রাজিব বলল, জনসংখ্যা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সমস্যা থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন-
● আয় ও জনসংখ্যার পুনর্বণ্টন
খ. রাজনৈতিক উন্নয়ন
গ. জন্মশাসন প্রতিষ্ঠা
ঘ. বেকারত্ব হ্রাস
৭৭. বিপ্লব বিপুল জনসংখ্যাকে স্বল্প প্রযুক্তির শ্রমিক প্রশিক্ষণ দিয়ে উন্নত দেশে জনশক্তি রপ্তানির ব্যবস্থা নিতে বলেন। এ ব্যাপারে উদ্যোপী হতে হবে-
ক. তথ্য মন্ত্রণালয়কে
খ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে
● জনশক্তি মন্ত্রণালয়কে
ঘ. শ্রম মন্ত্রণালয়কে
৭৮. ‘ক’, ‘খ’ ও ‘গ’ কর্মসূচি খুব ভালোভাবে প্রকৃত দরিদ্রদের অবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে। উদ্দীপকে আলোচিত কর্মসূচির সাথে সাদৃশ্য রয়েছে-
● VGD, FFE ও VGF
খ. GAT, VGD VGF
গ. ILO, IMF, VGD
ঘ. VGF, OIC, VGD
৭৯. ‘ক’ দেশের সরকার স্বাধিকার আদায়ের সহিংস আন্দোলনকে সহিংস পন্থায় দমন করে। উদ্দীপকের দেশের সাথে সাদৃশ্য রয়েছে কোন দেশের?
ক. পাকিস্তান
খ. ভারত
● শ্রীলঙ্কা
ঘ. ভুটান
৮০. দূষণের কারণে ‘ক’ নামক নদী জৈবিক দৃষ্টিকোণ থেকে মৃত। উদ্দীপকের নদীটির সাথে সাদৃশ্য রয়েছে কোন নদীটির?
ক. ধলেশ্বরী
খ. তুরাগ
গ. শীতলক্ষ্যা
● বুড়িগঙ্গা
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৮১. সরকার “X”-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করার পরও বিভিন্ন পণ্যের মোড়ক হিসেবে এর ব্যবহার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকের বিষয়টি সমর্থন করছে কোন বিষয়টিকে?
ক. ইথিলিন
● পলিথিন
গ. পার্ট
ঘ. সুভা
৮২. ‘X’ একটি জনবহুল দেশ। এই দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নিরক্ষর। উদ্দীপকের দেশটির সাথে সাদৃশ্য রয়েছে কোন দেশের?
ক. চীন
খ. জাপান
● বাংলাদেশ
ঘ. নেপাল
৮৩. “ক” বললেন, সাক্ষরতা হচ্ছে পৃথিবীকে পড়া, শব্দকে পড়া নয়। উদ্দীপকের ব্যক্তিটির সাথে সাদৃশ্য রয়েছে নিচের কোন ব্যক্তির?
● পাওলো ফ্রেইরির
খ. অ্যারিস্টটল
গ. কার্ল মার্কস
ঘ. টলেমি
৮৪. বাংলাদেশের উষ্ণ জলবায়ু ছেলেমেয়েদের উপর কী প্রভাব ফেলেছে?
● অপেক্ষাকৃত কম বয়সে সাবালক হয়
খ. স্মৃতিশক্তি লোপ পায়
গ. স্বাস্থ্যহীনতা বৃদ্ধি পায়
ঘ. ইতিবাচক প্রভাব ফেলে
৮৫. ‘একটি সন্তান কাম্য, দুটি যথেষ্ট’- এই উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. পরিবার পরিকল্পনা
● জনসচেতনতা সৃষ্টি
গ. জনসংখ্যানীতি
ঘ. জন্মনিয়ন্ত্রণের কুফল
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৮৬. জনগণের স্বপ্ন আয় যত্ন উৎপাদনের উপর কীরূপ প্রভাব ফেলে?
ক. ইতিবাচক প্রভাব
খ. জ্ঞানের স্বল্পতা
● নেতিবাচক প্রভাব
ঘ. খাদ্যনিরাপত্তাহীনতা
৮৭. আদর্শভিত্তিক সন্ত্রাসীরা কোন উদ্দেশ্যে সন্ত্রাসের পথ বেছে নেয়?
● তাদের সুনির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে
খ. ধর্মভিত্তিক শাসন কায়েমের উদ্দেশ্যে
গ. রাজনীতিকে ভঙ্গুর করার উদ্দেশ্যে
ঘ. মাওবাদী রাজনীতি প্রচলনের উদ্দেশ্যে
৮৮. জনগণের সচেতন প্রতিরোধ সন্ত্রাস দমনের মহৌষধ- এ কথাটির তাৎপর্য কী?
● জনসচেতনতার মাধ্যমে বহুলাংশে সন্ত্রাস হ্রাস সম্ভব
খ. সন্ত্রাসীদের বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়া
গ. সন্ত্রাসী কর্মতৎপরতা হ্রাস
ঘ. শক্তিশালী প্রশাসনের প্রভাব
৮৯. মানুষের প্রয়োজনে কোনো না কোনোভাবে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে- এ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. দূষণ থেকে পরিত্রাণ
● পরিবেশদূষণের জন্য মানুষই দায়ী
গ. সংঘবদ্ধভাবে মোকাবিলা
ঘ. ঘনবসতির প্রভাব
৯০. জলবায়ু পরিবর্তন দেশের উপর কীরূপ প্রভাব ফেলে?
● দেশকে সামগ্রিকভাবে অস্থিতিশীল করে তোলে
খ. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমাগত কমতে থাকে
গ. বাস্তুহারা হওয়ার আশঙ্কা বৃদ্ধি
ঘ. প্রতিবেশী দেশকেও বিপর্যস্ত করে
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৯১. অক্ষরজ্ঞানসম্পন্ন মানুষ পেশাভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরিত হবে। এ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. শিক্ষা গ্রহণের সুফল
● কর্মমুখী শিক্ষার প্রয়োজনীয়তা
গ. নিরক্ষরতা দূরীকরণ
ঘ. অর্জিত শিক্ষা
৯২. বাংলাদেশ যেভাবে দেশের জনসংখ্যা সমস্যাকে সম্ভাবনায় পরিণত করতে পারে-
ⅰ. বিদেশে জনশক্তি রপ্তানি করে
ⅱ. বৈদেশিক মুদ্রা আয় করার মাধ্যমে
ⅲ. দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৩. এ দেশের জলবায়ু উষ্ণ যে কারণে-
ⅰ. গ্রীষ্মমণ্ডলে অবস্থিত বলে
ⅱ. অতিরিক্ত জনসংখ্যার জন্য
ⅲ. গ্রিনহাউস ইফেক্টের জন্য
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৪. এ দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হয় যে কারণে-
ⅰ. উষ্ণ জলবায়ুর প্রভাবে
ⅱ. অপেক্ষাকৃত কম বয়সে সাবালক হওয়ায়
ⅲ. কম বয়সে সন্তান ধারণক্ষমতার অধিকারী হওয়ায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৫. আমাদের দেশের মানুষ যে কারণে অধিক সন্তান জন্ম দিয়ে থাকে—
ⅰ. অশিক্ষা
ⅱ. অজ্ঞতা
ⅲ. কুসংস্কার
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
৯৬. বর্তমানে এ দেশে জন্মহার অপেক্ষা মৃত্যুহার কমে গেছে যে কারণে-
ⅰ. চিকিৎসাবিজ্ঞানের উন্নতির ফলে
ⅱ. স্বাস্থ্যরক্ষা সম্বন্ধে সচেতন হওয়ায়
ⅲ. হাসপাতাল বৃদ্ধির কারণে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৭. যেভাবে বৈদেশিক মুদ্রার আয় বাড়বে আর বেকারত্ব দূর হবে-
ⅰ. বিপুল জনসংখ্যাকে স্বল্প প্রযুক্তির প্রশিক্ষণের মাধ্যমে
ⅱ. কর্মক্ষম শ্রমিক প্রশিক্ষণের মাধ্যমে
ⅲ. উন্নত দেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৮. অর্থনৈতিক উন্নতি যেভাবে ত্বরান্বিত করতে হবে-
ⅰ. শিল্পের উন্নয়ন করে
ⅱ. উন্নত বাজার সৃষ্টি করার মাধ্যমে
ⅲ. উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৯. বাজার ও যোগাযোগব্যবস্থার উন্নতি করতে হবে যে জন্য-
ⅰ. ন্যায্যমূল্যে দ্রব্য বিক্রির জন্য
ⅱ. সহজে দ্রব্য বিক্রির জন্য
ⅲ. ব্যবসা করার জন্য
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০০. পরিবার পরিকল্পনা সম্পর্কে যেভাবে গণসচেতনতা সৃষ্টি করা-
ⅰ. ব্যাপক প্রচারণার মাধ্যমে
ⅱ. জনসংখ্যানীতি অনুসরণ করে
ⅲ. গণমাধ্যমকে ব্যবহার করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
১০১. বাংলাদেশে অনসংখ্যা নিয়ন্ত্রণ জরুরি যে কারণে-
ⅰ. সামাজিক উন্নয়নের জন্য
ⅱ. অর্থনৈতিক উন্নয়নের জন্য
ⅲ. রাজনৈতিক উন্নয়নের জন্য
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০২. খাদ্যনিরাপত্তা বলতে বোঝায়-
ⅰ. খাদ্যের প্রাপ্যতা
ⅱ. খাদ্য ক্রয় করার ক্ষমতা
ⅲ. খাদ্যের পুষ্টি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৩. সরকার যেভাবে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করতে পারে-
ⅰ. প্রচলিত আইন ব্যবহার করে
ⅱ. সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে
ⅲ. প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৪. কৃষক যেভাবে অধিকতর উৎপাদন বৃদ্ধির চেষ্টা করবে-
ⅰ. কৃষককে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে
ⅱ. সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে
ⅲ. সহজ শর্তে প্রাপ্ত ঋণ ব্যবহার করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৫. স্বাস্থ্যকর এবং উৎপাদনশীল জাতি যেভাবে উপহার দেওয়া সম্ভব-
ⅰ. খাদ্য সরবরাহ
ⅱ. ভোগ
ⅲ. খাদ্য মজুদ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও :
বিলকিছ বেগম অক্ষরজ্ঞানহীন। শ্বশুরবাড়িতে তিনি অবহেলিত ও নির্যাতিত। অক্ষরজ্ঞানহীন হওয়ায় তিনি তার অধিকার সম্পর্কে অবগত নন।
১০৬. বিলকিছ বেগমের নির্যাতন রোধ করার জন্য অত্যাবশ্যক উদ্যোগ-
ⅰ. আইনের কঠোর প্রয়োগ
ⅱ. নারীর সচেতনতা বৃদ্ধি
ⅲ. কর্মমুখী শিক্ষাগ্রহণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৭. অনুচ্ছেদের আলোচনায় যে বিষয়টির উল্লেখ করা হয়েছে-
ⅰ. নারীর মর্যাদা
ⅱ. পুরুষের দৃষ্টিভঙ্গি
ⅲ. সমাজের দৃষ্টিভঙ্গি
● ⅰ খ. ⅲ গ. ⅱ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও :
মিতালী দরিদ্র হওয়ায় চর্বি, তেল ও প্রোটিনযুক্ত খাদ্য সামান্যই গ্রহণ করে। মিতালীর ভাইকেই শুধু প্রোটিনযুক্ত খাবার খেতে দেওয়া হয়।
১০৮. মিতালীর ভাইয়ের তুলনায় মিতালীর বেশি প্রয়োজন রয়েছে –
● পুষ্টিকর খাদ্য গ্রহণ
খ. চিকিৎসা গ্রহণ
গ. বিদ্যালয়ে গমন
ঘ. সেবা
১০৯. অনুচ্ছেদের আলোচনায় যে বিষয়টি ফুটে উঠেছে-
ⅰ. সমতাহীনতা
ⅱ. খাদ্যভিত্তিক দারিদ্র্য
ⅲ. পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।