নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ : বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

১. স্থানীয় প্রশাসন সরকারের কী হিসেবে কাজ করে?
ক. সহকর্মী
● সহযোগী
গ. প্রতিনিধি
ঘ. প্রতিযোগী

২. কেন স্থানীয় শাসন সংস্থার সৃষ্টি হয়েছে?
ক. সরকারের সুবিধার্থে
খ. রাজনীতির সুবিধার্থে
গ. শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধার্থে
● প্রশাসনিক কাজের সুবিধার্থে

৩. স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে কী প্রদান করে?
ক. দান
● সেবা
গ. স্বচ্ছতা
ঘ. কর্মী

৪. বর্তমানে স্থানীয় সরকার কাঠামো কত স্তরবিশিষ্ট?
ক. ১ স্তর
খ. ২ স্তর
● ৩ স্তর
ঘ. ৪ স্তর

৫. কয়টি শহরে সিটি কর্পোরেশন গড়ে উঠেছে?
ক. ৫ টি
খ. ১১টি
● ১৫ টি
ঘ. ২০ টি

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৬. বাংলাদেশে কতটি পার্বত্য জেলা রয়েছে?
ক. ২টি
খ. ৬টি
● ৩টি
ঘ. ৪টি

৭. স্থানীয় পর্যায়ের সর্বনিম্ন পর্যায়ের ইউনিট কোনটি?
ক. গ্রাম পরিষদ
● ইউনিয়ন পরিষদ
গ. থানা পরিষদ
ঘ. জেলা পরিষদ

৮. কত সালে বাংলাদেশের স্বাধীনতা লাভ হয়?
ক. ১৯৬৯ সালে
● ১৯৭১ সালে
গ. ১৯৭২ সালে
ঘ. ১৯৭৩ সালে

৯. ইউনিয়ন পরিষদে কতজন বেতনভুক্ত সচিব থাকে?
● একজন
খ. দুজন
গ. তিনজন
ঘ. চারজন

১০. ইউনিয়ন পরিষদে কয়জন চেয়ারম্যান থাকে?
● ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

১১. একটি ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ডে বিভক্ত?
ক. ৫টি
● ৯টি
গ. ১১টি
ঘ. ৭টি

১২. ইউনিয়ন পরিষদে কতজন নির্বাচিত সাধারণ সদস্য থাকে?
ক. ৫ জন
খ. ৭ জন
● ৯ জন
ঘ. ১২ জন

১৩. ইউনিয়ন পরিষদে কতজন মহিলা সদস্য থাকে?
ক. ২ জন
● ৩ জন
গ. ৪ জন
ঘ. ৫ জন

১৪. ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর?
ক. ২ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
● ৫ বছর

১৫. উপজেলা একটি গুরুত্বপূর্ণ কী স্তর?
ক. প্রাতিষ্ঠানিক
● প্ৰশাসনিক
গ. রাজনৈতিক
ঘ. সামাজিক

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

১৬. উপজেলায় ভাইস চেয়ারম্যান কতজন?
ক. ১ জন
● ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন

১৭. উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান কতজন?
● ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন

১৮. কে উপজেলা পরিষদের সচিবের দায়িত্ব পালন করেন? ক. সহকারী থানা নির্বাহী অফিসার
● উপজেলা নির্বাহী অফিসার
গ. সহকারী পুলিশ সুপার
ঘ. পুলিশ সুপার

১৯. উপজেলা পরিষদের কার্যকাল কত বছর?
ক. ২ বছর
খ. ৩ বছর
● ৫ বছর
ঘ. ৬ বছর

২০. স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর কী?
ক. গ্রাম পরিষদ
খ. ইউনিয়ন পরিষদ
গ. থানা পরিষদ
● জেলা পরিষদ

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

২১. জেলা পরিষদের সভাপতি কোন মর্যাদা পান?
ক. চেয়ারম্যানের মর্যাদা
● প্রতিমন্ত্রীর মর্যাদা
গ. মন্ত্রীর মর্যাদা
ঘ. রাষ্ট্রপতির মর্যাদা

২২. কাকে জেলা পরিষদের নির্বাহী করা হয়?
● জেলা প্রশাসককে
খ. শিক্ষা অফিসারকে
গ. নির্বাহী আফসারকে
ঘ. পুলিশ সুপারকে

২৩. জেলা পরিষদের মেয়াদ কত বছর?
ক. ২ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
● ৫ বছর

২৪. কত সালে জাতীয় সংসদে জেলা পরিষদ আইন পাস হয়?
ক. ১৯৯৯ সালে
● ২০০০ সালে
গ. ২০০১ সালে
ঘ. ২০০২ সালে

২৫. জেলা পরিষদকে কতটি বাধ্যতামূলক দায়িত্ব নিতে হয়?
ক. ৮টি
খ. ১০টি
● ১২টি
ঘ. ১৫টি

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

২৬. জেলা পরিষদ কত বছর মেয়াদি পরিকল্পনা তৈরি করে?
ক. ২ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
● ৫ বছর

২৭. জেলা পরিষদের আয়ের উৎস কয়টি?
● ৮টি
খ. ১০টি
গ. ১২টি
ঘ. ১৪টি

২৮. বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৯টি
● ১২টি

২৯. সিটি কর্পোরেশন কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. প্রাতিষ্ঠানিক
খ. অপ্রাতিষ্ঠানিক
● স্বায়ত্তশাসিত
ঘ. আন্তর্জাতিক

৩০. প্রত্যেক ওয়ার্ড থেকে কতজন কাউন্সিলর নির্বাচিত হন?
● ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৩১. বাংলাদেশে বিভাগীয় শহর কয়টি?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৭টি
● ৮টি

৩২. কত সালের আইন দ্বারা পৌরসভা গঠন করা হয়?
ক. ২০০২ সালের
খ. ২০০৫ সালের
● ২০০৯ সালের
ঘ. ২০১০ সালের

৩৩. বাংলাদেশে কতটি পার্বত্য জেলা রয়েছে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৩৪. কতজন চেয়ারম্যান নিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠিত?
● ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন

৩৫. মোট কতজন সদস্য নিয়ে আঞ্চলিক পরিষদ গঠিত?
ক. ২০ জন
খ. ২২ জন
● ২৫ জন
ঘ. ২৪ জন

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৩৬. আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান কোন মর্যাদার অধিকারী?
ক. প্রতিরক্ষার
খ. স্বরাষ্ট্রমন্ত্রীর
● প্রতিমন্ত্রীর
ঘ. রাষ্ট্রপতির

৩৭. ১২ জন উপজাতীয় সদস্যের মধ্যে কতজন চাকমা উপজাতি সদস্য থাকবে?
ক. ২ জন
● ৫ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন

৩৮. আঞ্চলিক পরিষদে কতজন অউপজাতীয় সদস্য থাকে?
● ৬ জন
খ. ৪ জন
গ. ৩ জন
ঘ. ২ জন

৩৯. আঞ্চলিক পরিষদের মেয়াদ কত বছর?
ক. ৩ বছর
● ৫ বছর
গ. ৪ বছর
ঘ. ৬ বছর

৪০. স্থানীয় সরকারের যোগাযোগ কোন আমল থেকে কার্যকর?
ক. প্রাচীন
খ. মুঘল
● ব্রিটিশ
ঘ. পর্তুগিজ

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৪১. নাগরিকসেবার জন্য সরকার কোন পদ্ধতি প্রয়োগ করে?
ক. ইন্টারনেট পদ্ধতি
খ. টুইটার পদ্ধতি
গ. ই-মোবাইল পদ্ধতি
● ই-গভর্ন্যান্স পদ্ধতি

৪২. বাংলাদেশে ইউনিয়ন পরিষদে সর্বমোট কতটি নারী সদস্যপদ সৃষ্টি করা হয়?
ক. ১২,৪৫২টি
● ১৩,৪৫২টি
গ. ১৫,৪৫২টি
ঘ. ১৪,৪৫২টি

৪৩. প্রতিটি ইউনিয়ন পরিষদে কতটি সংরক্ষিত নারী আসন?
ক. ১টি
খ. ২টি
● ৩টি
ঘ. ৪টি

৪৪. পার্বত্য অঞ্চলে কতটি উপজাতির নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে?
ক. ৯টি
খ. ১০টি
গ. ১১টি
● ১৩টি

৪৫. সংবিধানের কত নং অনুচ্ছেদে পাহাড়ি জনগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয় প্রদান করা হয়?
ক. দ্বাদশ সংশোধনীতে
খ. ত্রয়োদশ সংশোধনীতে
গ. একাদশ সংশোধনীতে
● পঞ্চদশ সংশোধনীতে

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৪৬. স্থানীয় সরকার বলতে কী বোঝায়?
● ক্ষুদ্র পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থা
খ. বৃহৎ পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থা
গ. কেন্দ্রীয় সরকারের নির্দেশ বাস্তবায়ন
ঘ. গ্রাম পর্যায়ের নির্দেশ বাস্তবায়ন

৪৭. আমাদের দেশে স্থানীয় সরকারের শাসন কাঠামো রূপ লাভ করে কীভাবে?
● আইনি সংস্কারের মাধ্যমে
খ. আইন তৈরির মাধ্যমে
গ. আইন প্রয়োগের মাধ্যমে
ঘ. আইন বিশ্লেষণের মাধ্যমে

৪৮. কীভাবে স্থানীয় শাসনব্যবস্থা গঠিত হয়?
ক. কেন্দ্রীয় নির্দেশে
● আমলাতান্ত্রিকভাবে
গ. সরকারের মাধ্যমে
ঘ. স্বায়ত্তশাসিতভাবে

৪৯. ১০-১৫টি গ্রাম নিয়ে গঠিত হয়?
● ইউনিয়ন পরিষদ
খ. গ্রাম পরিষদ
গ. জেলা পরিষদ
ঘ. ওয়ার্ড পরিষদ

৫০. সাধারণ সদস্য কীভাবে নির্বাচিত হন?
ক. সরকারের প্রত্যক্ষ ভোটে
খ. সরকারের পরোক্ষ ভোটে
● জনগণের প্রত্যক্ষ ভোটে
ঘ. জনগণের পরোক্ষ ভোটে

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৫১. জনস্বাস্থ্য রক্ষা করা ইউনিয়ন পরিষদের-
ক. দান
খ. সেবা
গ. গঠন
● কাজ

৫২. কীভাবে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন?
● প্রত্যক্ষ ভোটে
খ. পরোক্ষ ভোটে
গ. সিলেকশনে
ঘ. নির্দলীয় ভোটে

৫৩. ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান কীভাবে উপজেলার সদস্য হবেনা?
ক. প্রত্যক্ষ ভোটে
খ. পরোক্ষ ভোটে
● পদাধিকারবলে
ঘ. রাজনৈতিক ক্ষমতায়

৫৪. কীভাবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন?
● জনগণের সরাসরি ভোটে
খ. জনগণের পরোক্ষ ভোটে
গ. নির্দলীয় ভোটের মাধ্যমে
ঘ. একচেটিয়া ভোটে

৫৫. জেলা পরিষদের পরামর্শকের ভূমিকা পালন করেন-
ক. চেয়ারম্যান
● সংসদ সদস্য
গ. প্রতিমন্ত্রী
ঘ. স্পিকার

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৫৬. জেলা পরিষদের ঐচ্ছিক কার্যাবলির দায়িত্ব-
ক. ৬০টি
খ. ৬৫টি
● ৬৮টি
ঘ. ৭৯টি

৫৭. জেলা পরিষদ কীভাবে পরিকল্পনা কমিশন গঠন করে?
ক. মন্ত্রণালয়ের মাধ্যমে
খ. জেলা প্রশাসকের মাধ্যমে
গ. সংসদ সদস্যের মাধ্যমে
● স্থানীয় সরকারের মাধ্যমে

৫৮. সিটি কর্পোরেশন গঠিত-
ক. কাউন্সিলরকে নিয়ে
খ. রাজধানী শহরকে নিয়ে
গ. প্রধান কেন্দ্রীয় প্রতিষ্ঠানকে নিয়ে
● প্রধান শহরকে নিয়ে

৫৯. কীভাবে মেয়র নির্বাচিত হন?
● সরাসরি ভোটে
খ. পরোক্ষ ভোটে
গ. নির্দলীয় ভোটে
ঘ. একচেটিয়া ভোটে

৬০. পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কীরূপ প্রতিষ্ঠান?
● সমন্বয়কারী প্রতিষ্ঠান
খ. আঞ্চলিক প্রতিষ্ঠান
গ. প্রাদেশিক প্রতিষ্ঠান
ঘ. রাজনৈতিক প্রতিষ্ঠান

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৬১. কোন লক্ষ্যে পার্বত্য জেলায় আঞ্চলিক পরিষদের কার্যক্রম শুরু হয়?
ক. শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে
● সমন্বয়সাধনের লক্ষ্যে
গ. নির্বাহী পরিচালনার লক্ষ্যে
ঘ. পার্বত্য জেলা প্রতিষ্ঠানের লক্ষ্যে

৬২. কীভাবে তিন পার্বত্য জেলার চেয়ারম্যানগণ আঞ্চলিক পরিষদের সদস্য হবেন?
ক. আঞ্চলিকবল
● পদাধিকারবলে
গ. প্রশাসনিক ক্ষমতায়
ঘ. শাসনতান্ত্রিক নিয়মে

৬৩. কীভাবে স্থানীয় সরকারে জনগণ রাষ্ট্রীয় শাসনকাজে অংশগ্রহণ করে?
● প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে
খ. পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে
গ. জেলা প্রশাসকের মাধ্যমে
ঘ. মন্ত্রিপরিষদের মাধ্যমে

৬৪. সংরক্ষিত নারী সদস্যরা কীভাবে নির্বাচিত হন?
ক. পরোক্ষ ভোটে ভোটে
● সরাসরি জনগণের ভোটে
গ. একচেটিয়া ভোটে
ঘ. সংসদ সদস্যের

৬৫. কেন উপজাতি নাগরিকরা স্থানীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত করে?
● নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে
খ. নৃগোষ্ঠীর সম্প্রসারণের লক্ষ্যে
গ. সংরক্ষিত আসন সৃষ্টির লক্ষ্যে
ঘ. শ্রেণিবৈষম্য বিলোপ করার লক্ষ্যে

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৬৬. পাহাড়ি জনগোষ্ঠীর পরিচয় কীরূপ?
ক. ব্যতিক্রম
খ. নির্ভরশীল
● স্বতন্ত্র
ঘ. সহজ

৬৭. আদনানদের দেশে স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। চুক্তিটি কোন দেশের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. পাকিস্তান
খ. অস্ট্রিয়া
● যুক্তরাষ্ট্র
ঘ. ভারত

৬৮. রাজনীতিবিদ মি. মামুন বলেন, স্থানীয় সরকার সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে। মি. মামুনের বক্তব্যের সাথে কোন দার্শনিকের বক্তব্যের সাদৃশ্য রয়েছে?
ক. হব হাউজ
● স্টুয়ার্ট মিল
গ. অ্যারিস্টটল
ঘ. অগাস্ট কোঁৎ

৬৯. বাংলাদেশে প্রতিটি স্থানীয় সরকারব্যবস্থার গুরুত্বারোপের জন্য প্রয়োজন-
ক. শিক্ষা বিস্তার
খ. কৃষি সম্প্রসারণ
● মহিলাদের প্রতিনিধিত্ব
ঘ. মহিলা সদস্য

৭০. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ পরোক্ষ। এর সাথে স্থানীয় শাসনের পার্থক্য কী?
● কেন্দ্রীয় নিয়ন্ত্রণ সম্প্রসারিত
খ. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ তত্ত্বাবধানমূলক
গ. কেন্দ্রীয় সংস্থা কর্তৃক নিয়ন্ত্রিত
ঘ. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ পরীক্ষিত

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৭১. জরিনা বানু ইউনিয়ন পরিষদের সেবামূলক কাজ করেন। জরিনা বানুর সাথে সাদৃশ্য রয়েছে-
ক. স্বাস্থ্যকর্মীর
● নির্বাচিত মহিলা সদস্যের
গ. গ্রামীণ শিক্ষিকার
ঘ. মহিলা প্রতিনিধির

৭২. আফিয়া কুটির শিল্পের কাজ করে এবং এ কাজে জনগণকে উৎসাহিত করে। কোনটিকে সমর্থন করেছে?
ক. ইউনিয়ন পরিষদের কাজ
● গ্রামীণ অবকাঠামোমূলক কাজ
গ. সেবামূলক কাজ
ঘ. হস্তচালিত কাজের প্রসার

৭৩. হাটবাজার, ফেরিঘাট ইজারা ও টোল সংগ্রহ ইত্যাদি কোন সংস্থার কাজ?
ক. গ্রামীণ প্রতিষ্ঠানের কাজ
● ইউনিয়ন পরিষদের কাজ
গ. রাজনীতিবিদের কাজ
ঘ. গ্রাম পুলিশের কাজ

৭৪. মুকসুদপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রয়োজন-
● জনগণের প্রত্যক্ষ ভোট
খ. সংসদ সদস্যদের ভোট
গ. নির্দলীয় ভোট
ঘ. রাজনৈতিক ক্ষমতা

৭৫. কামাল বহুমুখী সমিতির মূল কাজ পরিকল্পনা ও উন্নয়ন। এ সমিতিরকাজের সাথে কার কাজের সাদৃশ্য রয়েছে?
● জেলা পরিষদ
খ. শিক্ষা অফিসার
গ. নির্বাহী অফিসার
ঘ. প্রতিমন্ত্রীর

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৭৬. জেলা পরিষদের পরামর্শক হিসেবে ফয়সাল সাহেব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ক্ষেত্রে তাঁর ভূমিকা কোনটিকে সমর্থন করে?
ক. মহিলা মন্ত্ৰী
● সংসদ সদস্য
গ. আইনজীবী
ঘ. বিচারপতি

৭৭. নুরুল কবীর ঘরে বসে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য দ্রুতগতিতে লাভ করে। এর সাথে সরকারের কোন উদ্যোগটির সাদৃশ্য রয়েছে?
ক. বিজ্ঞান ও প্রযুক্তির
খ. শিল্প বিকাশের
● ই-গভর্ন্যান্সের
ঘ. ক্ষুদ্র নৃগোষ্ঠীর

৭৮. জুলাই ২০১১ সালে সুমন সাহা তার স্বতন্ত্র পরিচয় ও মর্যাদা লাভ করে। সুমন সাহার সাথে কোন জনগোষ্ঠীর সাদৃশ্য রয়েছে?
ক. শরণার্থী শিবিরের
খ. ভারতীয় জনগোষ্ঠীর
গ. মংলার জনগোষ্ঠীর
● পাহাড়ি জনগোষ্ঠীর

৭৯. স্থানীয় সরকারের মাধ্যমে রাষ্ট্র বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়। এ কথাটি দ্বারা রাষ্ট্রের কোন পরিসর প্রকাশিত হয়েছে?
● ক্ষুদ্র
খ. বৃহৎ
গ. স্থানীয়
ঘ. কেন্দ্রীয়

৮০. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের আইনগত মর্যাদা কেমন?
ক. কেন্দ্রীয়
● আদর্শিক
গ. গঠনমূলক
ঘ. গণতান্ত্রিক

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৮১. প্রতিটি ওয়ার্ড থেকে সাধারণ সদস্য নির্বাচিত হয়- এ কথাটি যারা কতটি ওয়ার্ডকে বোঝানো হয়েছে?
ক. ৭টি
খ. ১০টি
গ. ৮ টি
● ৯টি

৮২. মহিলা সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। যৌক্তিকতা কোনটি?
● সংরক্ষিত আসন
খ. দলীয় আসন
গ. নির্দলীয় আসন
ঘ. রক্ষিত আসন

৮৩. জেলা পরিষদকে বিভিন্ন কাজ করতে হয়। এর উল্লেখযোগ্য কাজ হিসেবে নিচের কোনটি যথার্থ?
● পরিকল্পনা
খ. বাণিজ্যের উন্নয়ন
গ. হাসপাতাল তৈরি
ঘ. শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি

৮৪. সিটি কর্পোরেশনের কাজের ক্ষেত্রে নিচের কোনটি উপযোগী বলে তুমি মনে কর?
● যানবাহনের লাইসেন্স প্রদান
খ. কুটির শিল্প স্থাপন
গ. কীটনাশক সরবরাহ
ঘ. শ্মশান স্থাপন

৮৫. তিন পার্বত্য জেলা পরিষদের সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য কোনটি অধিক উপযোগী?
ক. সামাজিক বিচার করা
● সুষ্ঠু তত্ত্বাবধান ও সমন্বয়
গ. উন্নয়নের তত্ত্বাবধান করা
ঘ. দুর্যোগ ব্যবস্থাপনা করা

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৮৬. গ্রামীণ জনগণ ও সরকারের মধ্যে যোগসূত্র স্থাপনকারী প্রতিষ্ঠানের পরিচয়-
ক. গ্রামীণ পরিষদ
● স্থানীয় সরকার
গ. সংসদ সদস্যরা
ঘ. জেলা প্রশাসক

৮৭. সরকারের প্রশাসনিক কর্মকর্তা নিযুক্ত হন-
ⅰ. উপজেলা পর্যায়ে
ⅱ. ইউনিয়ন পর্যায়ে
ⅲ. জেলা পর্যায়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৮. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মর্যাদা কীরূপ?
ⅰ. গঠনগত
ⅱ. আইনগত
ⅲ. আদর্শিক
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৯. স্থানীয় শাসন সংস্থা গঠিত-
ⅰ. আমলাতান্ত্রিকভাবে
ⅱ. রাজনৈতিকভাবে
ⅲ. কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীনে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯০. তিন পার্বত্য জেলা বলতে বোঝায়-
ⅰ. খাগড়াছড়ি
ⅱ. বান্দরবান
ⅲ. রাঙামাটি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৯১. ইউনিয়ন পরিষদে কার্যকরী ভূমিকা পালন করেন-
ⅰ. চেয়ারম্যান
ⅱ. নির্বাচিত সদস্যরা
ⅲ. মহিলা সদস্যরা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯২. ইউনিয়ন পরিষদ কাজ করে-
ⅰ. রাস্তাঘাট নির্মাণ
ⅱ. কৃষি সম্প্রসারণ
ⅲ. নিরক্ষরতা দূরীকরণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৩. উপজেলা পরিষদ গঠিত হয়-
ⅰ. চেয়ারম্যান
ⅱ. মহিলা সদস্য
ⅲ. ভাইস চেয়ারম্যান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৪. জেলার অধীন নিয়ন্ত্রিত-
ⅰ. মেয়র
ⅱ. কমিশনার
ⅲ. চেয়ারম্যান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৫. জেলা পরিষদ গঠিত হয়-
ⅰ. ১ জন চেয়ারম্যান
ⅱ. ১৫ জন সদস্য
ⅲ. ৫ জন মহিলা সদস্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

৯৬. সিটি কর্পোরেশন গঠিত হয়-
ⅰ. প্রধান শহর
ⅱ. ১ জন মেয়র
ⅲ. কাউন্সিলর
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৭. নাগরিকদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা প্রদান নিশ্চিত করে-
ⅰ. ইউনিয়ন পরিষদ
ⅱ. পৌরসভা
ⅲ. সিটি কর্পোরেশন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৮. আঞ্চলিক পরিষদের তহবিল গঠিত হয়-
ⅰ. পরিষদ কর্তৃক প্রাপ্ত মুনাফা
ⅱ. সম্পত্তি থেকে প্রাপ্ত মুনাফা
ⅲ. ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৯. নারী সদস্যরা নির্বাচিত-
ⅰ. সরাসরি ভোটে
ⅱ. প্রত্যক্ষ ভোটে
ⅲ. নির্দলীয় ভোটে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১০০. স্থানীয় সরকারব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠী-
ⅰ. স্বতন্ত্র পরিচয় বিলোপ করে
ⅱ. নাগরিক অধিকার লাভ করে
ⅲ. নাগরিক মর্যাদা বৃদ্ধি করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

১০১. ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা বাঙালিদের সাথে প্রতিষ্ঠিত-
ⅰ. সামাজিক ক্ষেত্রে
ⅱ. সাংস্কৃতিক কর্মকাণ্ডে
ⅲ. শিক্ষাদীক্ষায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১০২ ও ১০৩ নং প্রশ্নের উত্তর দাও :
আরিফ ও আসিফ পৌরনীতির ছাত্র। তারা মনে করে, পাশ্চাত্য রাষ্ট্রের স্থানীয় সরকার জনগণের নিজস্ব শাসনে রূপান্তরিত। আমাদের দেশ এর ব্যতিক্রম। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত সরকারই স্থানীয় সরকার।

১০২. উদ্দীপকের পাশ্চাত্য রাষ্ট্র ও বাংলাদেশের শাসনব্যবস্থায় কীরূপ পার্থক্য লক্ষ করা যায়?
ক. আকারগত
খ. ভিন্নরূপ
গ. তুচ্ছ পার্থক্য
● গঠনগত

১০৪. ‘পাশ্চাত্য রাষ্ট্রের স্থানীয় সরকার জনগণের নিজস্ব শাসনে রূপান্তরিত।’ আরিফ ও আসিফের এরূপ বক্তব্যের কারণ কী?
ক. পাশ্চাত্য রাষ্ট্রের সরকার এককেন্দ্রিক
● পাশ্চাত্য রাষ্ট্রে গণতান্ত্রিক বৈশিষ্ট্য বিদ্যমান
গ. পাশ্চাত্য রাষ্ট্রে উন্নত ব্যবস্থা বিদ্যমান
ঘ. পাশ্চাত্য রাষ্ট্র জনগণের নিজস্ব

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১০৫ ও ১০৬ নং প্রশ্নের উত্তর দাও :
মোহনা মজুমদার নড়াইল জেলার জেলা প্রশাসক। এ জেলা পরিষদটি একজন চেয়ারম্যান ও ১৫ জন পুরুষ সদস্য নিয়ে গঠিত। মোহনা জেলা পরিষদের অধীনে নির্বাহী ভূমিকা পালন করেন।

১০৫. নড়াইল জেলার গঠন কাঠামোর সাথে বাংলাদেশ জেলা পরিষদের কোনটির বৈসাদৃশ্য রয়েছে?
ক. নড়াইল জেলা বিচারিক কর্মকর্তা ব্যতীত
● মহিলা সদস্য ব্যতীত গঠিত
গ. পাঠকল্পনার ঘাটতি বিদ্যমান
ঘ. সংরক্ষিত আসন বর্জিত

১০৬. উদ্দীপকের আলোকে জেলা পরিষদের পরামর্শকের ভূমিকা কে পালন করে?
● সংসদ সদস্য
খ. মন্ত্রিপরিষদ
গ. রাষ্ট্রপতি
ঘ. স্পিকার

পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment