নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ : গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন  অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

১. কোথায় রাজনৈতিক দলের অস্তিত্ব নেই?
● সৌদি আরব
খ. পাকিস্তান
গ. যুক্তরাষ্ট্র
ঘ. আফ্রিকায়

২. উগান্ডায় কত সাল পর্যন্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল? ক. ২০০২ সাল
খ. ২০০৪ সাল
● ২০০৫ সাল
ঘ. ২০০৬ সাল

৩. প্রকৃত রাজনৈতিক দলের কাছে সবচেয়ে বড় কী?
ক. দলের স্বার্থ
খ. মানুষের স্বার্থ
গ. নেতার স্বার্থ
● দেশের স্বার্থ

৪. রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
ক. একদল লোক
খ. ছাত্রসংগঠন
● সংগঠিত একদল লোক
ঘ. স্বার্থান্বেষী একদল লোক

৫. রাজনৈতিক দলের বৈশিষ্ট্য প্রত্যেক রাজনৈতিক দলের একটি কী থাকে?
ক. ব্যক্তিগত কাঠামো
খ. দলীয় কাঠামো
● প্রাতিষ্ঠানিক কাঠামো
ঘ. সামাজিক কাঠামো

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৬. কোন সরকারব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অধিকতর? ক. একনায়কতান্ত্রিক
● গণতান্ত্রিক
গ. রাজতান্ত্রিক
ঘ. সমাজতান্ত্রিক

৭. প্রত্যেক রাজনৈতিক দলের কী থাকে?
● সুনির্দিষ্ট কর্মসূচি
খ. সুনির্দিষ্ট সমর্থক
গ. ক্যাডার বাহিনী
ঘ. সন্ত্রাসী বাহিনী

৮. রাজনৈতিক দলের প্রধান কে?
● নেতা
খ. দল
গ. সদস্য
ঘ. মন্ত্রী

৯. রাজনৈতিক দলের প্রধান কাজ কী?
● সরকার গঠন করা
খ. দল তৈরি করা
গ. নেতৃত্ব প্রদান করা
ঘ. দলীয়করণ করা

১০. রাজনৈতিক দল কী ধরনের সংগঠন?
ক. আন্তর্জাতিক
● মানবীয়
গ. সেবামূলক
ঘ. স্বেচ্ছাসেবী

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

১১. রাজনৈতিক দলের কাজা-
● আইন প্রণয়ন করা
খ. জনমত গঠন করা
গ. ন্যায়বিচার করা
ঘ. উন্নয়নমূলক কাজ করা

১২. বাংলাদেশে কতটি নিবন্ধিত দল রয়েছে?
ক. ৩০টি
খ. ৩১টি
● ৪১টি
ঘ. ৩৩টি

১৩. বৃহত্তম দল কোনটি?
ক. বিএনপি
খ. জাতীয় পার্টি
গ. জামায়াত
● আওয়ামী লীগ

১৪. আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
● ১৯৪৯
খ. ১৯৫০
গ. ১৯৫০
ঘ. ১৯৫২

১৫. বিএনপির প্রতিষ্ঠাতা কে?
ক. শেখ মুজিবুর রহমান
● জিয়াউর রহমান
গ. খালেদা জিয়া
ঘ. তারেক রহমান

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

১৬. জাসদ কত তারিখে প্রতিষ্ঠিত হয়?
ক. ২০শে অক্টোবর ১৯৭২
খ. ২২শে অক্টোবর ১৯৭২
গ. ২৫শে অক্টোবর ১৯৭২
● ৩১শে অক্টোবর ১৯৭২

১৭. কোন পদ্ধতিতে জাসদ প্রতিষ্ঠিত হয়?
● নিয়মতান্ত্রিক
খ. সামরিক
গ. গণতান্ত্রিক
ঘ. আমলাতান্ত্রিক

১৮. জনমত দ্বারা পরিচালিত শাসনব্যবস্থাকে কী বলে? ক. সমাজতন্ত্র
● গণতন্ত্র
গ. প্রজাতন্ত্র
ঘ. রাজতন্ত্র

১৯. রাজনৈতিক দল ব্যবস্থা গড়ে উঠতে প্রয়োজন-
ক. রাজতন্ত্র
খ. সমাজতন্ত্র
গ. স্বৈরতন্ত্র
● গণতন্ত্র

২০. নির্বাচন কী?
ক. প্রতিনিধি নির্বাচন
খ. গণতন্ত্রের প্রক্রিয়া
● প্রার্থী বাছাইয়ের কাজ
ঘ. নিয়োগপ্রক্রিয়া

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

২১. ১৯৭৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত কতবার নির্বাচন হয়?
ক. ১০ বার
খ. ১২ বার
গ. ১৩ বার
● ১৫ বার

২২. নির্বাচন কত প্রকার?
● ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ১ প্রকার
ঘ. ৪ প্রকার

২৩. পরোক্ষ নির্বাচনব্যবস্থায় কত দফা নির্বাচন হয়?
ক. ১ দফা
● ২ সফা
গ. ৩ দফা
ঘ. ৪ দফা

২৪. বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কতটি নির্বাচনি এলাকা রয়েছে?
● ৩০০টি
খ. ৩০২টি
গ. ৩০৫টি
ঘ. ৩১০টি

২৫. কত নং অনুচ্ছেদের আওতায় নির্বাচন কমিশন গঠিত হয়?
ক. ১১২ নং
খ. ১১৬ নং
● ১১৮ নং
ঘ. ১১০ নং

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

২৬. কতজন সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়? জন
ক. ২ জন
খ. ৩ জন
গ. ৪ জন
● ৫ জন

২৭. বর্তমানে কতটি নির্বাচনি আইন কার্যকর রয়েছে?
ক. ২২টি
খ. ২৪টি
গ. ২৫টি
● ২৬টি

২৮. কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত রয়েছে?
● ১০৯
খ. ১১১
গ. ১১৯
ঘ. ১২০

২৯. রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কোনটি?
● সংগঠন, কর্মসূচি ও ক্ষমতা
খ. সংগঠন, কর্মসূচি ও গণতন্ত্র
গ. সংগঠন, কর্মসূচি ও শৃঙ্খলা
ঘ. সংগঠন, কর্মসূচি ও আনুগত্য

৩০. রাজনৈতিক দল বলতে কী বোঝায়?
● মানবীয় সংগঠন
খ. স্বেচ্ছামূলক সংগঠন
গ. আন্তর্জাতিক সংগঠন
ঘ. সেবামূলক সংগঠন

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৩১. রাজনৈতিক দলের কাজ নয় কোনটি?
ক. জনমত গঠন
খ. প্রার্থী মনোনয়ন
গ. নির্বাচনি প্রচার
● আইন প্রণয়ন

৩২. কীভাবে শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়?
● গণতন্ত্রের মাধ্যমে
খ. প্রজাতন্ত্রের মাধ্যমে
গ. সমাজতন্ত্রের মাধ্যমে
ঘ. রাজতন্ত্রের মাধ্যমে

৩৩. গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কোনটি বোঝায়?
ক. জাতীয় সংসদ
খ. সরকারি দল
● বিরোধী দল
ঘ. আমলাতন্ত্র

৩৪. বাংলাদেশে কীরূপ দলীয় ব্যবস্থা বিদ্যমান?
ক. একদলীয়
● বহুদলীয়
গ. দ্বিদলীয়
ঘ. নির্দলীয়

৩৫. আওয়ামী লীগের সাথে সম্পর্ক রয়েছে-
● জাতীয়তাবাদ
খ. জাতীয়বোধ
গ. সচেতনতা
ঘ. আঞ্চলিকতা

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৩৬. কীভাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জন্ম হয়?
● ভারত ও পাকিস্তান ধারায়
খ. ভারত ও নেপাল ধারায়
গ. পাকিস্তান ও নেপাল ধারায়
ঘ. নেপাল ও ভুটান ধারায়

৩৭. কীভাবে সুষ্ঠু নির্বাচন হয়?
● সুষ্ঠু ভোটের মাধ্যমে
খ. বাছাইয়ের মাধ্যমে
গ. নেতার মাধ্যমে
ঘ. দলের মাধ্যমে

৩৮. প্রত্যক্ষ নির্বাচন কীভাবে হয়?
ক. পরোক্ষ ভোটের মাধ্যমে
খ. নির্দলীয় ভোটের মাধ্যমে
● সরাসরি ভোটের মাধ্যমে
ঘ. কারচুপির মাধ্যমে

৩৯. গণতন্ত্রের রক্ষাকবচ কোনটি?
ক. একচেটিয়া নির্বাচন
● নিরপেক্ষ নির্বাচন
গ. বহুদলীয় নির্বাচন
ঘ. নির্দলীয় নির্বাচন

৪০. কেন নির্বাচন কমিশনে সচিবালয় থাকে?
● কার্যাদি সম্পন্ন করার জন্য
খ. স্বাধীনতা রক্ষা করার জন্য
গ. আর্থিক ক্ষমতার জন্য
ঘ. জনবল নিয়োগের জন্য

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৪১. নির্বাচন কমিশনের প্রধান কাজ কোনটি?
ক. সীমানা নির্ধারণ করা
খ. ব্যয় তদারকি করা
● নির্বাচন পরিচালনা করা
ঘ. পরিচয়পত্র প্রদান করা

৪২. মুসুরগঞ্জের কিছু জনগোষ্ঠী একটি আদর্শ বা নীতির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়। এর সাথে সাদৃশ্য রয়েছে-
● রাজনৈতিক দলের
খ. কর্মসূচির
গ. উপজাতি গোষ্ঠীর
ঘ. রাষ্ট্রীয় সমস্যার

৪৩. কবির একটি রাজনৈতিক দলের প্রধান নেতা হিসেবে বিভিন্ন সভা, মিছিল ও গণযোগাযোগের কর্মসূচি গ্রহণ করে। কবিরের এ ধরনের কর্মকাণ্ড কোন দিক নির্দেশ করে?
ক. নেতৃত্ব তৈরি
খ. সরকার গঠন
গ. গঠনমূলক বিরোধিতা
● জনমত গঠন

৪৪. ‘ক’ রাজনৈতিক দলটি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়। এক্ষেত্রে ‘ক’ রাজনৈতিক দলের প্রধান যে কাজটি নির্দেশ করে-
ক. আইন প্রণয়ন
খ. আদর্শ ও কর্মসূচি প্রণয়ন
● সরকার গঠন
ঘ. জনমত গঠন

৪৫. রানা বিএনপির সদস্য, যা বর্তমানে বিরোধী দল হিসেবে পরিচিত। বিরোধী দল গণতন্ত্রের কী?
● বিকল্প সরকার
খ. সমালোচনার সরকার
গ. জনমতের সরকার
ঘ. সরকারি দল

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৪৬. পুঁজিবাদী সংগঠন একটি দেশের পুরাতন ও বৃহত্তম সংগঠন। এটি ১৯৪৯ সালে আত্মপ্রকাশ করে। এর সাথে সাদৃশ্য রয়েছে কোন দলের?
ক. বিএনপির
খ. জাতীয় পার্টির
● আওয়ামী লীগের
ঘ. জামায়াতের

৪৭. সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের দ্বারা একটি দল গঠিত হয়। দলটি সমর্থন করে-
ক. জাসদকে
● বিএনপিকে
গ. আওয়ামী লীগকে
ঘ. জামায়াতকে

৪৮. তারেক মাসুদ পরোক্ষ নির্বাচন করেন। পরোক্ষ নির্বাচনে কোন দেশটিকে সমর্থন করা যায়-
ক. ইন্দোনেশিয়া
খ. বাংলাদেশ
● মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. আফগানিস্তান

৪৯. আফসার বলেন, ‘জনমত হলো সমাজের বিভিন্ন মতের ক্রিয়া- প্রতিক্রিয়ার ফল। এ উক্তিটির সাথে কার বক্তব্যের সাদৃশ্য রয়েছে?
● জিনসবার্গ
খ. ম্যাকাইভার
গ. জন লক
ঘ. সরোকিন

৫০. নির্বাচনের উপর জনগণের আস্থা- কথাটি UNDP -এর। এর জন্য প্রয়োজন-
● সুষ্ঠু নির্বাচন
খ. বহুদলীয় নির্বাচন
গ. নির্বাচন কমিশন
ঘ. গোপন নির্বাচন

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৫১. ‘x’ বহুমুখী সংগঠনটিতে ১ জন কমিশনার ও ৪ জন সহ-কমিশনার বিদ্যমান। এ সংগঠনটিকে সমর্থন করে-
ক. সচিবালয়
● নির্বাচন কমিশন
গ. রাজনৈতিক দল
ঘ. গণতান্ত্রিক প্রতিষ্ঠান

৫২. জনবল ও অর্থ-সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশনের কীরূপ থাকা আবশ্যক?
ক. নির্ভরশীল
খ. নিরপেক্ষ
গ. সচেতন
● স্বাধীন

৫৩. অনিক আহমেদ কিছু নীতি ও কর্মসূচির ভিত্তিতে একটি সংগঠন গঠন করলেন। তার ইচ্ছা, দায়িত্ব গ্রহণের পর তার এসব কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার চর্চা করবেন। তার সংগঠনটি কোন ধরনের?
ক. সামাজিক সংগঠন
● রাজনৈতিক সংগঠন
গ. সাংস্কৃতিক সংগঠন
ঘ. শরীরচর্চা সংগঠন

৫৪. আমীর সাহেবের একটি রাজনৈতিক দল আছে। তিনি জনগণের প্রতিনিধি হতে চান। তিনি কীভাবে এটি বাস্তবায়ন করতে পারবেন?
● নির্বাচনের মাধ্যমে
খ. প্রচারণার মাধ্যমে
গ. কর্মসূচির মাধ্যমে
ঘ. সভা-সমিতির মাধ্যমে

৫৫. সানি মনে করে, দেশের নির্বাচনব্যবস্থা এমন হওয়া উচিত, যে ব্যবস্থায় কারচুপির আশঙ্কা কম থাকে। জনগণ সরাসরি প্রতিনিধি নির্বাচিত করবে। তার এ মনোভাব কোন ধরনের নির্বাচনকে সমর্থন করে?
ক. পরোক্ষ নির্বাচন
● প্ৰত্যক্ষ নির্বাচন
গ. গোপন নির্বাচন
ঘ. প্রকাশ্য নির্বাচন

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৫৬. আজমীরের মতে, নির্বাচন এমন হওয়া উচিত যেখানে আবেগ ও উত্তেজনা কম থাকে। দুই দফায় নির্বাচন হলে আলাপ-আলোচনা ও চিন্তাভাবনার সুযোগ থাকে। তার মনোভাব কোন ধরনের মনোভাবকে সমর্থন করে?
ক. প্রত্যক্ষ নির্বাচন
● পরোক্ষ নির্বাচন
গ. প্রকাশ্য ভোটদান
ঘ. গোপন ভোটদান

৫৭. আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন। এ উক্তিটিতে রাষ্ট্রব্যবস্থার কোন অপরিহার্য উপাদানটি রয়েছে?
ক. আইন পরিষদ
খ. জনমত
● রাজনৈতিক দল
ঘ. সুশীল সমাজ

৫৮. প্রকৃত রাজনৈতিক দলের মূলমন্ত্রের পরিচায়ক-
ক. দেশের চেয়ে নেতা বড়
খ. নেতার চেয়ে দল বড়
● নেতার চেয়ে দেশ বড়
ঘ. নেতার চেয়ে নীতি বড়

৫৯. গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার মাধ্যমে গঠন করা হয়-
ক. বিরোধী দল
● সরকারি দল
গ. রাজনৈতিক দল
ঘ. সংগঠন

৬০. গণতান্ত্রিক সরকারে রাজনৈতিক দলের ভূমিকা জটিল। এ কথাটি কোন তাত্ত্বিকের মতামতকে প্রকাশ করেছে?
ক. অ্যারিস্টটল
খ. উইলসন
গ. প্লেটো
● ব্রাইস

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৬১. নিচের কোন গুচ্ছগুলো রাজনৈতিক দলের কাজের মধ্যে পড়ে?
ক. সরকারের বিরোধিতা, রাস্তাঘাট নির্মাণ, জনমত গঠন, মিটিং- মিছিল করা
খ. শিক্ষাপ্রতিষ্ঠান করা, সভা-সমাবেশ করা, ভোট চাওয়া
গ. নির্বাচনে অংশগ্রহণ, নাগরিকত্ব দেওয়া, স্বাধিকার আন্দোলন করা
● দলের নীতিনির্ধারণ, কর্মসূচি প্রণয়ন, প্রার্থী মনোনয়ন, জনমত গঠন, সরকার গঠন

৬২. ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। এ দলের মূলনীতি-
● গণতন্ত্র প্রতিষ্ঠা
খ. সংবিধান প্রণয়ন
গ. নিজ স্বার্থ প্রতিষ্ঠা
ঘ. নেতৃত্ব প্রদান

৬৩. ‘জামায়াতে ইসলামী হিন্দ’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
● ধর্মভিত্তিক রাজনৈতিক দল
খ. মানবিক রাজনৈতিক দল
গ. আঞ্চলিক দল
ঘ. সর্বদলীয় কমিটি

৬৪. নির্বাচপ্রক্রিয়ায় নির্বাচকমণ্ডলীর ভূমিকা গুরুত্বপূর্ণ। এর যথার্থ কারণ-
ক. নির্বাচন পরিচালনা হয়
খ. সংখ্যাগরিষ্ঠতা লাভ পায়
● সার্বভৌমত্বের প্রকাশ ঘটে
ঘ. রাজনৈতিক দলের প্রকাশ ঘটে

৬৫. সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে শাস্তির বিধান রাখা হয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির রূপ কোনটি?
ক. ২০বছরের ভোল
খ. ১৫ বছরের ভোল
গ. ১২ বছরের জেল
● ১০ বছরের জেল

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৬৬. যে নির্বাচনপদ্ধতিতে ভোটারগণ প্রত্যক্ষভাবে প্রতিনিধি নির্বাচন করে, সেই নির্বাচনপদ্ধতি কিসের ইঙ্গিত বহন করে?
● প্রত্যক্ষ নির্বাচন
খ. গোপন নির্বাচন
গ. পরোক্ষ নির্বাচন
ঘ. নির্দলীয় নির্বাচন

৬৭. নিচের গুচ্ছগুলোর মধ্যে কোন গুচ্ছগুলো নির্বাচনপ্রক্রিয়ার অংশ?
● ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনি এলাকা নির্ধারণ, নির্বাচনি তফসিল ঘোষণা
খ. রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ, মনোনয়নপত্র বিতরণ, দলীয় প্রার্থী নির্বাচন
গ. প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ, ভোটারদের নিকট প্রচারণা
ঘ. ব্যালট বাক্স বিতরণ, ভোটগ্রহণ, দলীয় কর্মসূচি ঘোষণা

৬৮. ‘কেবল জনমতই নির্বাচনকে প্রভাবিত করে না, নির্বাচনও জনমতকে প্রভাবিত করে।’- উক্তিটি দ্বারা নিচের কোনটি প্রমাণ করে?
● নির্বাচন জনমত গঠনের বাহন
খ. নির্বাচন ও জনমত পরস্পর নির্ভরশীল
গ. নির্বাচন জনমতের সাথে একীভূত
ঘ. নির্বাচনে জনমত প্রয়োজন

৬৯. পণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্বাচনের পূর্বশর্ত হিসেবে কোনটি যৌক্তিক?
● কার্যকর নির্বাচন
খ. একচেটিয়া নির্বাচন
গ. স্বৈরতান্ত্রিক নির্বাচন
ঘ. বহুদলীয় নির্বাচন

৭০. রাজনৈতিক দলের লক্ষ্য-
ⅰ. দেশ পরিচালনা
ⅱ. কর্মসূচি বাস্তবায়ন
ⅲ. দলের নীতি বাস্তবায়ন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৭১. দলের ভিত্তিতে দলব্যবস্থার শ্রেণিবিভাগ-
ⅰ. দ্বিদলীয়
ⅱ. বহুদলীয়
ⅲ. একদলীয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭২. রাজনৈতিক দলের কাজ-
ⅰ. জনমত গঠন করা
ⅱ. সরকার গঠন করা
ⅲ. নির্বাচন কার্যকর করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৭৩. বাংলাদেশে রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত-
ⅰ. আওয়ামী লীগ
ⅱ. জাতীয় পার্টি
ⅲ. বিএনপি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৪. জাতীয় পার্টির ঘোষণাপত্রে উল্লেখ থাকে-
ⅰ. স্বাধীনতা
ⅱ. সার্বভৌমত্ব
ⅲ. ইসলামি আদর্শ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৫. কোনগুলো নির্বাচনি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত-
ⅰ. ভোটার তালিকা প্রণয়ন
ⅱ. নির্বাচনি এলাকা নির্ধারণ
ⅲ. ভোট সংগ্রহ করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৭৬. নির্বাচনের রূপ-
ⅰ. সরাসরি
ⅱ. প্রত্যক্ষ
ⅲ. পরোক্ষ
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৭. নির্বাচন কমিশনের কাজ-
ⅰ. নির্দলীয় নির্বাচন করা
ⅱ. সুষ্ঠু নির্বাচন করা
ⅲ. নিরপেক্ষ নির্বাচন করা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৭৮. নির্বাচন কমিশনকে সহায়তা করে-
ⅰ. সরকার
ⅱ. রাষ্ট্রপতি
ⅲ. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৭৯. রায়হান বৃহত্তম রাজনৈতিক দলের নেতা। তার প্রধান কাজ-
ⅰ. নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা
ⅱ. দলের নীতি রক্ষা করা
ⅲ. নিজ এলাকায় রাজত্ব করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮০. আরফান সমাজে জনমত গঠন করেন। জনমত গঠনের জন্য প্রয়োজন-
ⅰ. সভা
ⅱ. মিছিল
ⅲ. কর্মসূচি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

৮১. মিজান সাহেব পৌরসভার নির্বাচনের একজন প্রার্থী। তাকে নির্বাচনের পূর্বে মানতে হবে-
ⅰ. নির্বাচনসংক্রান্ত আইনকানুন ও বিধিবিধান
ⅱ. চাঁদা, অনুদান প্রদান থেকে বিরত থাকা
ⅲ. প্রতিপক্ষের প্রচারণা ক্ষেত্রে বাধা প্রদানে বিরত থাকা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮২. মির্জা আসিফ একটি রাজনৈতিক দলের নেতা। নির্বাচনে তার ভূমিকা হবে-
ⅰ. নির্বাচন প্রস্তুতি, ভোট সংগ্রহ করা
ⅱ. কর্মসূচি প্রণয়ন ও নির্বাচনি প্রচারণা
ⅲ. নির্বাচনে উত্তেজনা সৃষ্টি করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৩. নির্বাচক ও নির্বাচকমণ্ডলীর ভোটাধিকার রয়েছে। মি. রহিম বাংলাদেশের নাগরিক। তার বয়স ১৮ বছর। তার ক্ষেত্রে প্রযোজ্য-
ⅰ. নির্বাচক
ⅱ. ভোটার
ⅲ. নির্বাচকমণ্ডলী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৪. সুমন আওয়ামী লীগ সমর্থক। সুমনদের দলটির মূল লক্ষ্য-
ⅰ. জাতীয়তাবাদ প্রতিষ্ঠা
ⅱ. গণতন্ত্র প্রতিষ্ঠা
ⅲ. শোষণমুক্ত সমাজ বিনির্মাণ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৮৫ ও ৮৬ নং প্রশ্নের উত্তর দাও :
আরফান নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন করেন। কিন্তু তার ছোট ভাই আজাদ ভোটার হতে পারেনি। তবে আজাদের ভোট সম্পর্কে ধারণা রয়েছে।

৮৫. অনুচ্ছেদের আরফানের সাথে সাদৃশ্য রয়েছে-
ক. আইনসভার
● নির্বাচন কমিশনের
গ. সরকারের
ঘ. নির্বাচকের

৮৬. আরফানের মতে নির্বাচকমণ্ডলীর গুরুত্ব অধিক যে শাসনব্যবস্থায়-
ⅰ. গণতান্ত্রিক
ⅱ. স্বৈরতান্ত্রিক
ⅲ. সামরিক
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
আলিম ও নাঈম আসন্ন নির্বাচনের বিষয়ে আলাপ করার সময় আলিম বলল, *আমাদের দেশে কোন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়?’ নাঈম উত্তরে বলল, ‘প্রত্যক্ষ নির্বাচন।’ আলিম আবার বলল, একে কি উত্তম নির্বাচন বলা যায়?’ নাঈম বলল, ‘সম্পূর্ণভাবে বলা যায় না।’

৮৭. আলিমের বক্তব্য অনুসারে বাংলাদেশের নির্বাচনব্যবস্থা সমর্থন করে-
ⅰ. জনগণের নির্বাচনকে
ⅱ. প্রকাশ্য ভোটদানকে
ⅲ. ভোট কারচুপিকে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৮. আলিমের মতে, ‘আমাদের দেশের নির্বাচনকে সম্পূর্ণ উত্তম নির্বাচনপদ্ধতি বলা যায় না। এর যৌক্তিক কারণ-
ক. সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার
● নির্বাচনি আচরণবিধি সম্পূর্ণ মেনে চলে না
গ. গোপন ভোটগ্রহণ ও সহজ ভোটদান পদ্ধতি
ঘ. অপ্রাপ্তবয়স্কদের ভোট গ্রহণ করা

পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment