এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ : সংবিধান অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
১. কোনটিকে রাষ্ট্রের দর্পণ বা আয়না বলা হয়?
ক. আইন বিভাগকে
খ. মন্ত্রিসভাকে
গ. শাসন বিভাগকে
● সংবিধানকে
২. রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কোনটি?
● সংবিধান
খ. আইন বই
গ. রীতি প্রথা
ঘ. সামাজিক অনুশাসন
৩. “সংবিধান এমন এক জীবনপদ্ধতি, যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।” উক্তিটি কার-
● অ্যারিস্টটলের
খ. প্লেটোর
গ. রুশোর
ঘ. সক্রেটিসের
৪. সংবিধান কী?
● সংবিধান হলো রাষ্ট্রের দর্পণ
খ. সংবিধান একটি কাল্পনিক কাহিনি
গ. সংবিধান জনগণের ভোগের বিষয়
ঘ. সংবিধান রাষ্ট্রের সম্পত্তি
৫. কোন রাজা ম্যাগনাকার্টা সনদ দান করেন?
● রাজা জন
খ. রাজা টোডরমল
গ. রাজা জর্জ টুপাউ
ঘ. রাজা পঞ্চম হেরাল্ড
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৬. বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?
ক. ১৯৭১ সালে
● ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
৭. লেখার ভিত্তিতে সংবিধান কত প্রকার হতে পারে?
● ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৮. সংশোধনের ভিত্তিতে সংবিধান কত প্রকার?
● ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৯. কোন দেশের সংবিধান সুপরিবর্তনীয়?
ক. বাংলাদেশ
খ. যুক্তরাষ্ট্র
● ব্রিটেন
ঘ. পাকিস্তান
১০. যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার পূর্বশর্ত কোনটি?
ক. অলিখিত সংবিধান
● লিখিত সংবিধান
গ. গণতন্ত্র
ঘ. সমাজতন্ত্র
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
১১. কোনটি প্রগতির জন্য সহায়ক?
ক. গণতান্ত্রিক ব্যবস্থা
খ. লিখিত সংবিধান
গ. সমাজতান্ত্রিক ব্যবস্থা
● অলিখিত সংবিধান
১২. যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় কোনটি উপযোগী নয়?
ক. লিখিত সংবিধান
● অলিখিত সংবিধান
গ. গণতন্ত্র
ঘ. কল্যাণমূলক রাষ্ট্র
১৩. লিখিত সংবিধানের গুণ কোনটি?
● সুস্পষ্টতা
খ. নমনীয়তা
গ. দুষ্পরিবর্তনীয়
ঘ. সম্পূর্ণ লিখিত
১৪. কোনটি সুপরিবর্তনীয় সংবিধানের গুণ?
ক. সুস্পষ্ট
● সহজে পরিবর্তনযোগ্য
গ. অনিশ্চিত
ঘ. স্থায়িত্ব কম
১৫. বিশ্বের সব রাষ্ট্রেই কোনটি আছে?
ক. সমাজতন্ত্র
খ. একনায়কতন্ত্র
গ. গণতন্ত্র
● সংবিধান
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
১৬. বাংলাদেশের সংবিধান তৈরির জন্য কত সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়?
ক. ৩২ সদস্যবিশিষ্ট
● ৩৪ সদস্যবিশিষ্ট
গ. ৩৮ সদস্যবিশিষ্ট
ঘ. ৩৬ সদস্যবিশিষ্ট
১৭. বাংলাদেশের খসড়া সংবিধান গণপরিষদে কত তারিখে অনুমোদিত হয়?
● ৪ঠা নভেম্বর
খ. ৮ই নভেম্বর
গ. ১৪ই নভেম্বর
ঘ. ২১শে নভেম্বর
১৮. বাংলাদেশের সংবিধান সংশোধন করতে জাতীয় সংসদের কত অংশের সম্মতি প্রয়োজন হয়?
ক. এক-তৃতীয়াংশ
● দুই-তৃতীয়াংশ
গ. এক-পঞ্চমাংশ
ঘ. দুই-পঞ্চমাংশ
১৯. বাংলাদেশের সংবিধানে কত বছর বয়সের সব নাগরিকের ভোটাধিকারের কথা বলা আছে?
ক. ১৫ বছর
খ. ১৬ বছর
গ. ১৭ বছর
● ১৮ বছর
২০. সংবিধান অনুযায়ী বাংলাদেশে সব ক্ষমতার মালিক কে?
ক. সরকার
খ. মন্ত্রিসভা
গ. রাষ্ট্রপতি
● জনগণ
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
২১. মন্ত্রিপরিষদ তার কাজের জন্য কার নিকট দায়ী? ক. রাষ্ট্রপতি
খ. প্রধান বিচারপতি
● আইনসভা
ঘ. বিচার বিভাগ
২২. বাংলাদেশের আইনসভার নাম কী?
● জাতীয় সংসদ
খ. সুপ্রিম কোর্ট
গ. হাইকোর্ট
ঘ. সচিবালয়
২৩. জাতীয় সংসদের মেয়াদ কত বছর?
ক. ৪ বছর
● ৫ বছর
গ. ৬ বছর
ঘ. ৭ বছর
২৪. বাংলাদেশের সংবিধানে কত সালে প্রথম সংশোধনী আনা হয়?
ক. ১৯৭২ সালে
● ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
২৫. সংবিধানের তৃতীয় সংশোধনী কত সালে করা হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
● ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
২৬. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয়?
ক. ১ম সংশোধনী
খ. ২য় সংশোধনী
গ. ৩য় সংশোধনী
● ৪র্থ সংশোধনী
২৭. বাংলাদেশের নাগরিকতা ‘বাঙালি’ থেকে ‘বাংলাদেশি করা হয় কততম সংশোধনীর মাধ্যমে?
ক. প্রথম সংশোধনী
খ. দ্বিতীয় সংশোধনী
গ. তৃতীয় সংশোধনী
● পঞ্চম সংশোধনী
২৮. কত সালে সংবিধানের ৬ষ্ঠ সংশোধনী আনয়ন করা হয়?
ক. ১৯৭৪ সালে
খ. ১৯৭৯ সালে
গ. ১৯৭৫ সালে
● ১৯৮১ সালে
২৯. সংবিধানের সপ্তম সংশোধনী আনয়ন করা হয় কত সালে?
ক. ১৯৮১ সালে
● ১৯৮৬ সালে
গ. ১৯৮৮ সালে
ঘ. ১৯৮৯ সালে
৩০. কত সালে সংবিধান অষ্টমবারের মতো সংশোধন করা হয়?
ক. ১৯৭৯ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৮৬ সালে
● ১৯৮৮ সালে
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৩১. সংবিধানের নবম সংশোধনী কত সালে আনয়ন করা হয়?
ক. ১৯৮৬ সালে
খ. ১৯৮৮ সালে
● ১৯৮৯ সালে
ঘ. ১৯৯০ সালে
৩২. ১৯৯১ সালে সংবিধানে কততম সংশোধনী আনা হয়?
ক. দশম
● একাদশ
গ. দ্বাদশ
ঘ. নবম
৩৩. সংবিধানে ত্রয়োদশ সংশোধনী কত সালে আনয়ন করা হয়?
ক. ১৯৯১ সালে
● ১৯৯৬ সালে
গ. ১৯৯৯ সালে
ঘ. ২০০৪ সালে
৩৪. কিসের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়?
ক. জনগণ
● সংবিধান
গ. আইনসভা
ঘ. বিচার বিভাগ
৩৫. বাংলাদেশের সংবিধান কীভাবে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়?
ক. অনুমোদনের মাধ্যমে
● আলাপ-আলোচনার মাধ্যমে
গ. বিপ্লবের দ্বারা
ঘ. ক্রমবিবর্তনের মাধ্যমে
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৩৬. শাসক যখন জনস্বার্থের পরিপন্থী কাজ করে তখন তাকে বলে-
● স্বৈরাচারী শাসক
খ. গণতান্ত্রিক শাসক
গ. সমাজতান্ত্রিক শাসক
ঘ. রাজতান্ত্রিক শাসক
৩৭. চীনের সংবিধান কোন ধরনের পদ্ধতিতে তৈরি হয়েছে?
● বিপ্লবের মাধ্যমে
খ. ক্রমবিবর্তনের মাধ্যমে
গ. অনুমোদনের মাধ্যমে
ঘ. আলাপ-আলোচনার মাধ্যমে
৩৮. পাকিস্তানের সংবিধান কোন ধরনের?
ক. নমনীয়
খ. সুপরিবর্তনীয়
● লিখিত
ঘ. অলিখিত
৩৯. ব্রিটেনের সংবিধান কোন ধরনের?
ক. দুষ্পরিবর্তনীয়
খ. লিখিত
● অলিখিত
ঘ. অনমনীয়
৪০. দুষ্পরিবর্তনীয় সংবিধান সংশোধন করতে হলে-
ক. সহজ পদ্ধতি রয়েছে
● জটিল পদ্ধতির আশ্রয় নিতে
গ. জটিলতা নেই
ঘ. কোনো নিয়ম নেই
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৪১. দুষ্পরিবর্তনীয় সংবিধানে কিসের আশঙ্কা থাকে?
● বিপ্লবের
খ. যুদ্ধের
গ. শান্তির
ঘ. অশান্তির
৪২. সমাজ সর্বদা কিসের দিকে ধাবিত হয়?
● প্ৰগতি
খ. অতীত
গ. ধ্বংস
ঘ. অজানা
৪৩. উত্তম সংবিধান কিসের ভিত্তিতে প্রণীত হয়?
● জনমত
খ. আবেগ
গ. ভোটাভুটি
ঘ. অক্লান্ত পরিশ্রম
৪৪. উত্তম সংবিধানের প্রকৃতি কোন ধরনের হয়?
ক. জটিল প্রকৃতির
● সুষম প্রকৃতির
গ. সহজ প্রকৃতির
ঘ. এলোমেলো প্রকৃতির
৪৫. উত্তম সংবিধানের মূল বৈশিষ্ট্য কোনটি?
● লিখিত ও সুস্পষ্ট
খ. লিখিত ও নমনীয়
গ. সম্পূর্ণ লিখিত ও অনমনীয়
ঘ. লিখিত ও পরিবর্তনশীল
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৪৬. বাংলাদেশের সংবিধান হলো-
ক. সুপরিবর্তনীয়
খ. অলিখিত
গ. নমনীয়
● দুষ্পরিবর্তনীয়
৪৭. বাংলাদেশের সংবিধানে কোন ধরনের সরকারব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে?
● মন্ত্রিপরিষদশাসিত সরকার
খ. রাষ্ট্রপতিশাসিত সরকার
গ. এককেন্দ্রিক সরকার
ঘ. একনায়কতান্ত্রিক সরকার
৪৮. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
ক. যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির
● এককেন্দ্রিক
গ. একনায়কতান্ত্রিক
ঘ. সমাজতান্ত্রিক
৪৯. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কিসের দ্বারা জাতীয় পর্যায়ে সমগ্ৰ দেশ পরিচালিত হয়?
ক. দ্বৈত সরকার দ্বারা
● একটি সরকার দ্বারা
গ. একাধিক সরকার দ্বারা
ঘ. প্রধান বিরোধী দল দ্বারা
৫০. বাংলাদেশের আইনসভা কোন ধরনের?
● এক কক্ষবিশিষ্ট
খ. দ্বি-কক্ষবিশিষ্ট
গ. দ্বৈত কক্ষবিশিষ্ট
ঘ. একাধিক কক্ষবিশিষ্ট
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৫১. বাংলাদেশের সংবিধান কেমন আইন?
ক. দুর্বল আইন
● সর্বোচ্চ আইন
গ. সুপরিবর্তনীয়
ঘ. নমনীয় আইন
৫২. কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকারের জন্য উপযোগী?
● লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান
খ. অলিখিত সংবিধান
গ. সুপরিবর্তনীয় সংবিধান
ঘ. দুষ্পরিবর্তনীয় সংবিধান
৫৩. সংবিধানের প্রথম সংশোধনী আনা হয় কেন?
● যুদ্ধাপরাধীদের বিচার করতে
খ. জরুরি অবস্থা জারি করতে
গ. ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি করতে
ঘ. রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন করতে
৫৪. সংবিধানের অষ্টম সংশোধনীর কারণ কী?
ক. যুদ্ধাপরাধীদের বিচার
খ. জরুরি অবস্থা জারি করতে
● রাষ্ট্রধর্ম ইসলাম করা
ঘ. রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন
৫৫. সংবিধানের দ্বাদশ সংশোধনীর কারণ কী?
ক. উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি
● উপরাষ্ট্রপতির পদ বিলুপ্তি
গ. মহিলাদের ৪৫টি সংরক্ষিত আসন
ঘ. ইসলামকে রাষ্ট্রধর্ম করা
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৫৬. সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কারণ কী?
● তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা
খ. উপরাষ্ট্রপতির পদ বিলুপ্তি
গ. ইসলামকে রাষ্ট্রধর্ম করা
ঘ. রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন
৫৭. নাগরিক অধিকারের গ্যারান্টি কোনটি?
ক. সংসদীয় গণতন্ত্র
খ. মানবাধিকার কমিশন
গ. নির্বাচন
● সংবিধান
৫৮. লিটন বাংলাদেশের শাসনব্যবস্থা সম্পর্কে জানতে আগ্রহী। লিটনকে তাহলে কোনটি অধ্যয়ন করতে হবে?
ক. সাহিত্য
খ. ধর্মগ্রন্থ
গ. দর্শনশাস্ত্র
● সংবিধান
৫৯. ‘ক’ রাষ্ট্রের শাসক তার নিজের ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করেন। “ক’ রাষ্ট্রের শাসক কোন প্রকৃতির?
● স্বেচ্ছাচারী
খ. গণতান্ত্রিক গ. সমাজতান্ত্রিক
ঘ. নিয়মতান্ত্রিক
৬০. ব্রিটিশ সংবিধান সম্পর্কে নিচের কোন রূপটি প্রযোজ্য?
ক. লিখিত সংবিধান
● অলিখিত সংবিধান
গ. দুষ্পরিবর্তনীয়
ঘ. অনমনীয়
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৬১. প্রতীকদের রাষ্ট্রে স্বৈরাচারী শাসক অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমনের লক্ষ্যে কিছু দলিল ও চুক্তির মাধ্যমে ক্ষমতা ও অধিকার জনগণকে সমর্পণ করল। এ চুক্তি বা সংবিধান প্রতিষ্ঠিত হয়-
ক. আলাপ-আলোচনা দ্বারা
খ. বিবর্তনের দ্বারা
গ. বিপ্লব দ্বারা
● মঞ্জুরি বা অনুমোদন দ্বারা
৬২. আচার্য বড়ুয়া তার লেকচারে ছাত্রদের উদ্দেশে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগুলো সম্পর্কে বললেন। পদ্ধতিগুলো সমর্থন করে-
ক. অনুমোদন, আলাপ-আলোচনা, মারামারি বিবর্তন দ্বারা
● অনুমোদন, আলাপ-আলোচনা, বিপ্লব ও বিবর্তন দ্বারা
গ. অনুমোদন, ইচ্ছা, জটিলতা ও মঞ্জুরি দ্বারা
ঘ. অনুমোদন, সংগ্রাম, ভাঙন ও মিছিল দ্বারা
৬৩. তেরেসা ও তার দেশের জনগণ একনায়কের বিরুদ্ধে আন্দোলন করে সংবিধান প্রণয়ন করেন। তাদের এ সংবিধান প্রতিষ্ঠিত হয়-
ক. বিবর্তনের দ্বারা
খ. আলাপ-আলোচনার দ্বারা
গ. অনুমোদন দ্বারা
● বিপ্লবের দ্বারা
৬৪. ১২১৫ সালে ম্যাগনাকার্টা অধিকার সনদ প্রণয়ন করা হয়। এ সনদের সাথে কার নাম জড়িত?
ক. রানি এলিজাবেথ
● রাজা জন
গ. রানি দ্বিতীয় এলিজাবেথ
ঘ. রাজা ষোড়শ লুই
৬৫. বাংলাদেশের সংবিধান সম্পর্কে কোনটি সঠিক?
ক. সুপরিবর্তনীয়
● দুষ্পরিবর্তনীয়
গ. নমনীয়
ঘ. অলিখিত
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৬৬. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন করতে হলে কী করা প্রয়োজন?
● ভোটাভুটি
খ. সহজ পদ্ধতি অনুসরণ
গ. প্রধানমন্ত্রীর অনুমোদন
ঘ. জনগণের মতামত
৬৭. লিখিত সংবিধানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. প্রগতির প্রতিকূলতা
খ. উন্নয়নের অন্তরায়
● সুস্পষ্টতা
ঘ. যুক্তরাষ্ট্রের অনুপযোগী
৬৮. জনাব ‘ক’ বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন। এখানে ‘ক’ কোন ব্যক্তিকে নির্দেশ করছে?
ক. রামেন্দু মজুমদারকে
খ. সুরঞ্জিত সেনগুপ্তকে
● ড. কামাল হোসেনকে
ঘ. রাজিয়া বানুকে
৬৯. বাংলাদেশের সংবিধানে নিচের কোনটি প্রযোজ্য?
ক. ১৫১টি অনুচ্ছেদ
● ১১টি ভাগ
গ. দুটি মূলনীতি
ঘ. রাষ্ট্রপতিশাসিত সরকার
৭০. আদিত্য রাষ্ট্র সম্পর্কে জানতে চাইলে তার বাবা তাকে সংবিধান পাঠ করতে পরামর্শ দেন। আদিত্যের বাবার বক্তব্যে প্রকাশ পেয়েছে-
● সংবিধান রাষ্ট্রের দর্পণ
খ. সংবিধান সরকারের দর্পণ
গ. সংবিধান রাষ্ট্রের চাবিকাঠি
ঘ. সংবিধান রাষ্ট্রের মস্তিষ্ক
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৭১. মনির তার চাচার নিকট সংবিধানের গুণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংবিধান সুস্পষ্ট, স্থিতিশীল ইত্যাদি। মনিরের চাচার বক্তব্যে যে প্রকারের সংবিধানের পরিচয় পাওয়া যায়-
ক. অলিখিত সংবিধানের
খ. উত্তম সংবিধানের
● লিখিত সংবিধানের
ঘ. পরিবর্তনশীল সংবিধানের
৭২. আ. মান্নান স্যার পৌরনীতির ক্লাসে ছাত্রছাত্রীদের সংবিধানের গুণ ও ত্রুটি বর্ণনা করতে গিয়ে বলেন, কিছু সংবিধান আছে অস্পষ্ট, অস্থায়ী এবং অনিশ্চিত। তার বর্ণনায় তিনি কোন সংবিধানের ত্রুটি ব্যক্ত করেছেন?
ক. লিখিত সংবিধানের
● অলিখিত সংবিধানের
গ. উত্তম সংবিধানের
ঘ. দুষ্পরিবর্তনীয় সংবিধানের
৭৩. স্বৈরাচারী শাসকের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যৌক্তিক?
● ইচ্ছানুযায়ী রাষ্ট্র পরিচালনা
খ. সংবিধান প্রণয়ন
গ. আইন প্রণয়ন
ঘ. মন্ত্রিসভা গঠন
৭৪. ইংল্যান্ডের ‘ম্যাগনাকার্টা’ সনদ বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?
ক. সংবিধানের ধারা
খ. সামাজিক অনুশাসন
গ. ধর্মীয় অনুশাসন
● অধিকার সনদ
৭৫. যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নে যে পদ্ধতি অনুসরণ করা হয় বলে তুমি মনে কর-
ক. অনুমোদন পদ্ধতি
● আলাপ-আলোচনা পদ্ধতি
গ. বিপ্লবের পদ্ধতি
ঘ. বিবর্তনের পদ্ধতি
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৭৬. স্বৈরাচারী শাসকের অবসান করতে তুমি কী করবে?
● বিপ্লব
খ. আলোচনা
গ. স্মারকলিপি প্রদান
ঘ. সংবিধান সংশোধন
৭৭. লিখিত সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যথার্থ?
ক. প্রগতির সহায়ক
খ. জরুরি প্রয়োজনে সহায়ক
● সুস্পষ্টতা
ঘ. যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপযোগী নয়
৭৮. লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থার উপযোগী। এর যথার্থ কারণ কী?
ক. সহজে পরিবর্তনীয়
খ. প্রগতির সহায়ক
● ক্ষমতা বণ্টন করে দেওয়া হয়
ঘ. জরুরি প্রয়োজনে সহায়ক
৭৯. অলিখিত সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যৌক্তিক?
● প্রগতির সহায়ক
খ. দুষ্পরিবর্তনীয়
গ. সুস্পষ্টতা
ঘ. যুক্তরাষ্ট্রীয় সরকারের উপযোগী
৮০. উত্তম সংবিধানে নিচের কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
● সুস্পষ্টতা
খ. দুষ্পরিবর্তনীয়
গ. সুপরিবর্তনীয়
ঘ. দীর্ঘ কলেবর
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৮১. ‘রাষ্ট্রের স্বরূপ, সরকারের ধরন এবং নাগরিক অধিকারের প্রকৃতি জানতে হলে সংবিধান পাঠ করতে হয়।’- উক্তিটি থেকে কোনটির প্রমাণ মেলে?
ক. সংবিধান দেশের জন্য অবশ্যম্ভাবী
● সংবিধান রাষ্ট্রের দর্পণ
গ. সংবিধান ছাড়া রাষ্ট্র অচল
ঘ. প্রত্যেক দেশেই সংবিধান রয়েছে
৮২. যেখানে অনেকগুলো প্রদেশ বা অঞ্চল গড়ে ওঠে, সেখানে কোনটি প্রযোজ্য?
ক. সুপরিবর্তনীয় সংবিধান
খ. দুষ্পরিবর্তনীয় সংবিধান
● লিখিত সংবিধান
ঘ. অলিখিত সংবিধান
৮৩. যে ধরনের পদ্ধতিতে সংবিধান প্রণয়ন করা হয়-
ⅰ. অনুমোদনের মাধ্যমে
ⅱ. বিপ্লবের মাধ্যমে
ⅲ. ক্রমবিবর্তনের মাধ্যমে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৮৪. বিপ্লবের মাধ্যমে সংবিধান প্রণীত হয়-
ⅰ. চীনে
ⅱ. বাংলাদেশে
ⅲ. রাশিয়ায়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৫. ব্রিটিশ সংবিধান যেভাবে গড়ে ওঠে—
ⅰ. ক্রমবিবর্তনের মাধ্যমে
ⅱ. ধীরে ধীরে
ⅲ. নিয়মতান্ত্রিকভাবে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৮৬. অলিখিত সংবিধান যেটির ভিত্তিতে গড়ে ওঠে-
ⅰ. প্রথা ও রীতিনীতি
ⅱ. চিরাচরিত নিয়ম
ⅲ. আচার-অনুষ্ঠান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৮৭. সংশোধনের ভিত্তিতে সংবিধান হতে পারে-
ⅰ. সুপরিবর্তনীয়
ⅱ. দুষ্পরিবর্তনীয়
ⅲ. লিখিত
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৮৮. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন করতে যেটি প্রয়োজন-
ⅰ. বিশেষ সংখ্যাগরিষ্ঠতা
ⅱ. সম্মেলন
ⅲ. ভোটাভুটি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৮৯. লিখিত সংবিধানের যে ধরনের বৈশিষ্ট্য রয়েছে-
ⅰ. সুস্পষ্টতা
ⅱ. জরুরি প্রয়োজনে সহায়ক
ⅲ. যুক্তরাষ্ট্রীয় ব্যবহার উপযোগী
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯০. অলিখিত সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হলো-
ⅰ. প্রগতির সহায়ক
ⅱ. সুস্পষ্টতা
ⅲ. জরুরি প্রয়োজনে সহায়ক
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৯১. উত্তম সংবিধানের ভাষা যে ধরনের-
ⅰ. সহজ
ⅱ. সরল
ⅲ. প্রাঞ্জল
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯২. উত্তম সংবিধানে যে ধরনের বিষয় স্থান পায় না-
ⅰ. অপ্রয়োজনীয়
ⅱ. জটিল বিষয়
ⅲ. অপ্রাসঙ্গিক
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৩. উত্তম সংবিধানে যেটি প্রতিফলিত হয়-
ⅰ. সামাজিক রীতিনীতি
ⅱ. ঐতিহ্য
ⅲ. জনমত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৪. বাংলাদেশের সংবিধানে যে ধরনের বিচার বিভাগের বিধান রয়েছে-
ⅰ. স্বাধীন
ⅱ. নিরপেক্ষ
ⅲ. নির্বাহী বিভাগ নিয়ন্ত্রিত
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৫. রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করতে যেটি প্রয়োজন-
ⅰ. সংবিধান অধ্যয়ন
ⅱ. আইনকানুন
ⅲ. যথাযথ জ্ঞান
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
৯৬. ‘ম্যাগনাকার্টা’ সনদটি সম্পর্কে যেটি প্রযোজ্য-
ⅰ. ১২১৫ সালে প্রণীত
ⅱ. একটি অধিকার সনদ
ⅲ. রাজা লুই প্রবর্তন করেন
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৭. ডেভিস একজন ব্রিটিশ নাগরিক। তার দেশের সংবিধানের ক্ষেত্রে যেটি সঠিক-
ⅰ. অলিখিত
ⅱ. দুষ্পরিবর্তনীয়
ⅲ. নমনীয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ৯৮ ও ৯৯নং প্রশ্নের উত্তর দাও :
মৌমিতা একটি বই পড়ে, যেখানে আইন, শাসন ও বিচার বিভাগের গঠন ও ক্ষমতা সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। গ্রন্থটি এ পর্যন্ত ১৭ বার সংশোধন করা হয়েছে।
৯৮. মৌমিতা যে বইটি পড়ে সেটা সম্পর্কে নিচের কোনটি সঠিক?
● সংবিধান
খ. আইন বই
গ. উপন্যাস
ঘ. গল্পের বই
৯৯. অনুচ্ছেদে যে দেশের সংবিধানকে নির্দেশ করা হয়েছে, সে দেশের সাথে সাদৃশ্যপূর্ণ সংবিধান-
● বাংলাদেশের
খ. ভারতের
গ. পাকিস্তানের
ঘ. যুক্তরাষ্ট্রের
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১০০ও ১০১ নং প্রশ্নের উত্তর দাও :
শিমুল বয়সে অনেক ছোট হলেও নামায, রোজাসহ মুসলমানদের বেশির ভাগ ধর্মীয় কাজ পালন করার চেষ্টা করে। সে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’- না বলে কোনো কাজ করে না। সমাজের সবাই তাকে একজন ভালো ছেলে হিসেবে দেখে।
১০০. কোনো কাজ শুরুর কালে শিমুলের ব্যবহৃত শব্দ গুচ্ছ সংবিধানের কোন সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়?
● পঞ্চম
খ. ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. অষ্টম
১০১. উক্ত সংশোধনীর দ্বারা রাষ্ট্রীয় মূলনীতিতে প্রবর্তন করা হয়-
ⅰ. আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস
ⅱ. বাংলাদেশি জাতীয়তাবাদ
ⅲ. রাষ্ট্রধর্ম ইসলাম
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।