নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ : আইন, স্বাধীনতা ও সাম্য অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

১. কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব?
● আইন
খ. আদালত
গ. পায়েত
ঘ. থানা

২. আইন প্রণয়ন করে নিচের কোনটি?
ক. গোষ্ঠী
খ. ব্যক্তি
গ. সম্প্রদায়
● রাষ্ট্র

৩. আইনের পেছনে কোনটির কর্তৃত্ব আছে?
ক. ব্যক্তির
খ. ব্যবসায়িক প্রতিষ্ঠানের
● রাষ্ট্রের
ঘ. সমাজের

৪. আইন ব্যক্তির কী হিসেবে কাজ করে?
● রক্ষক
খ. ভক্ষক
গ. সহযোগী
ঘ. সহকারী

৫. ব্যক্তিস্বাধীনতার ভিত্তি বলা হয় কোনটিকে?
ক. অর্থকে
খ. বংশমর্যাদাকে
● আইনকে
ঘ. সমাজকে

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৬. আইন হলো-
● সর্বজনীন
খ. ব্যক্তিগত
গ. দলীয়
ঘ. সাম্প্রদায়িক

৭. সাধারণত সরকারি আইনকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে
● ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে

৮. কোন আইন সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে?
ক. সরকারি আইন
খ. সামরিক আইন
● বেসরকারি আইন
ঘ. আন্তর্জাতিক আইন

৯. ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখতে যে আইন প্রণয়ন করা হয় তাকে কী আইন বলে ?
ক. সামরিক আইন
খ. সরকারি আইন
● বেসরকারি আইন
ঘ. আন্তর্জাতিক আইন

১০. কোন আইনের মাধ্যমে শাসন বিভাগ নিয়ন্ত্রণ করা হয়? ক. বেসরকারি আইন
খ. সাংবিধানিক আইন
● প্রশাসনিক আইন
ঘ. আন্তর্জাতিক আইন

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

১১. দীর্ঘকাল যাবৎ কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে কী বলে?
ক. আইন
● প্রথা
গ. সংস্কৃতি
ঘ. নিয়ম-রীতি

১২. ‘কমেনটরিজ অন দ্যা লজ অব ইংল্যান্ড’ গ্রন্থটির রচয়িতা কে?
● ব্লাকস্টোন
খ. ডাইসি
গ. ক্লাইভ
ঘ. ডালহৌসি

১৩. আধুনিককালে আইনের অন্যতম উৎস কোনটি? ● আইনসভা
খ. ধর্মীয় অনুশাসন
গ. প্রথা
ঘ. বিচারকের রায়

১৪. একটি সভ্য সমাজের মানদণ্ড কী?
ক. ধর্মীয় অনুশাসন
খ. অর্থনৈতিক ব্যবস্থা
গ. সামাজিক রীতি
● আইনের শাসন

১৫. যে স্বাধীনতা অন্যকে স্পর্শ করে না, তাকে কী বলে?
● ব্যক্তিগত স্বাধীনতা
খ. সামাজিক স্বাধীনতা
গ. রাজনৈতিক স্বাধীনতা
ঘ. অর্থনৈতিক স্বাধীনতা

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

১৬. কোনটি রাজনৈতিক স্বাধীনতা?
ক. জীবনরক্ষা
● ভোটদান
গ. সম্পত্তি ভোগ
ঘ. বৈধ পেশা গ্রহণ

১৭. স্বাধীনতা ব্যক্তির কী বিকাশে সহায়তা করে ?
ক. মেধা
খ. যোগ্যতা
গ. দক্ষতা
● ব্যক্তিত্ব

১৮. বাংলাদেশ কেমন রাষ্ট্র?
● স্বাধীন
খ. পরাধীন
গ. বিশৃঙ্খল
ঘ. অগণতান্ত্রিক

১৯. প্রত্যেক স্বাধীন রাষ্ট্র কী ভোগ করে?
ক. ব্যক্তিস্বাধীনতা
খ. অভ্যন্তরীণ স্বাধীনতা
গ. দলীয় স্বাধীনতা
● জাতীয় স্বাধীনতা

২০. সাম্য শব্দের অর্থ কী?
● সমান
খ. সাথে
গ. সঙ্গী
ঘ. সম্প্রীতি

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

২১. রাষ্ট্রীয় কাজে সবার অংশগ্রহণের সুযোগ-সুবিধাকে কী বলে?
ক. সামাজিক সাম্য
● রাজনৈতিক সাম্য
গ. অর্থনৈতিক সাম্য
ঘ. আইনগত সাম্য

২২. কোনটি অর্থনৈতিক সাম্যের অন্তর্ভুক্ত?
● বৈধ পেশা গ্রহণ
খ. মতামত প্রকাশ
গ. ভোট দেওয়া
ঘ. নির্বাচিত হওয়া

২৩. স্বাভাবিক সাম্যের অর্থ কী?
● প্রত্যেক মানুষ স্বাধীন
খ. শ্রমিক সংঘ গঠন
গ. যোগ্যতানুযায়ী কাজ
ঘ. বৈধ পেশা গ্রহণ

২৪. সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে কয়টি ধারণা রয়েছে?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

২৫. সাম্য ও স্বাধীনতা পরস্পর-
ক. বিরোধী
● নির্ভরশীল
গ. সমধর্মী
ঘ. সমগোত্রীয়

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

২৬. সাম্য ছাড়া কোনটির কথা কল্পনা করা যায় না?
ক. সুষম বণ্টন
খ. রাজনীতি
গ. নির্বাচন
● স্বাধীনতা

২৭. সাম্য ও স্বাধীনতা কোনটির ভিত্তিরূপে কাজ করে?
ক. অর্থনীতি
খ. রাজনীতি
● গণতন্ত্র
ঘ. সমাজতন্ত্র

২৮. রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন?
● নাগরিকের সুখ-শান্তির জন্য
খ. শত্রুর মোকাবিলা করতে
গ. বৈদেশিক বাণিজ্যের জন্য
ঘ. প্রবৃদ্ধি অর্জন করতে

২৯. আইন ভঙ্গ করলে কিসের বিধান আছে?
ক. পুরস্কারের
খ. তিরস্কারের
গ. শান্তির
● শাস্তির

৩০. সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেগুলো কিসে পরিণত হয়?
ক. প্রথায়
খ. ধর্মীয় বিধানে
● আইনে
ঘ. সামাজিক রীতিতে

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৩১. চুক্তি ও দলিল কোন ধরনের আইন?
ক. সরকারি
● বেসরকারি
গ. জাতীয়
ঘ. আন্তর্জাতিক

৩২. কোন ধরনের আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়?
ক. সরকারি আইন
খ. সামরিক আইন
● সাংবিধানিক আইন
ঘ. প্রশাসনিক আইন

৩৩. শাসন বিভাগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কোন ধরনের আইন প্রণয়ন করা হয়?
ক. সরকারি আইন
খ. বেসরকারি আইন
গ. সাংবিধানিক আইন
● প্রশাসনিক আইন

৩৪. রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনা করতে কোন ধরনের আইন প্রণয়ন করা হয়?
ক. প্রশাসনিক আইন
খ. সরকারি আইন
গ. সামরিক আইন
● ফৌজদারি আইন

৩৫. এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করা হয় কোন ধরনের আইনের মাধ্যমে?
ক. ফৌজদারি আইন
খ. সরকারি আইন
গ. সাংবিধানিক আইন
● আন্তর্জাতিক আইন

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৩৬. রাষ্ট্র সৃষ্টির পূর্বে কিসের মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো?
● প্রথা
খ. ধর্ম
গ. আইনি গ্রন্থ
ঘ. পুরোহিত

৩৭. যুক্তরাজ্যের অধিকাংশ আইন কিসের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে?
● প্রথা
খ. ধর্ম
গ. আইনি গ্রন্থ
ঘ. সংবিধান

৩৮. যা সমাধানের জন্য অনেক সময় কোনো আইন বিদ্যমান থাকে না, তা কীভাবে সমাধান করা হয়?
● ন্যায়বোধ
খ. সামাজিক রীতি
গ. ধর্মীয় অনুশাসন
ঘ. অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে

৩৯. আইনের চোখে সব মানুষ কোন ধরনের?
ক. সমান নয়
● সমান
গ. ক্ষমতাহীন
ঘ. নীতিবান

৪০. সাধারণ অর্থে স্বাধীনতা বলতে কোনটি বোঝায়?
● ইচ্ছা অনুযায়ী যেকোনো কাজ করা
খ. আইন অনুযায়ী কাজ করা
গ. রীতি অনুযায়ী কাজ করা
ঘ. ধর্মীয় অনুশাসন অনুসরণ করা

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৪১. বৈধ পেশা গ্রহণ কোন ধরনের স্বাধীনতা?
ক. ব্যক্তিস্বাধীনতা
● সামাজিক স্বাধীনতা
গ. রাজনৈতিক স্বাধীনতা
ঘ. অর্থনৈতিক স্বাধীনতা

৪২. নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে কেন?
ক. রাজনৈতিক সুবিধা পেতে
খ. সামাজিক সুবিধা পেতে
● অর্থনৈতিক সুবিধা পেতে
ঘ. ব্যক্তিগত সুবিধা পেতে

৪৩. বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
ক. সমাজতান্ত্রিক
● গণতান্ত্রিক
গ. নির্ভরশীল
ঘ. রাজতান্ত্রিক

৪৪. কিসের কারণে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়?
● সীমাহীন স্বাধীনতা
খ. সামাজিক প্রথা
গ. ধর্মীয় ভিন্নতা
ঘ. বিভিন্ন সামাজিক গোষ্ঠী

৪৫. বাংলাদেশ অন্য দেশের হস্তক্ষেপ থেকে মুক্ত কেন?
ক. গণতান্ত্রিক বলে
খ. সমাজতান্ত্রিক বলে
● স্বাধীন বলে
ঘ. নির্ভরশীল বলে

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৪৬. আইন কিসের অভিভাবক হিসেবে কাজ করে?
ক. সমাজের
খ. সম্প্রদায়ের
● স্বাধীনতার
ঘ. দুর্বলদের

৪৭. হিটলারের আইন কোন ধরনের ছিল?
● মানবতাবিরোধী
খ. জটিল প্রকৃতির
গ. সুকঠিন
ঘ. খুবই শিথিল

৪৮. দিহান সমাজস্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম লঙ্ঘন করে। সে তাহলে কোনটি করেছে?
ক. ধর্মীয় অনুশাসন লঙ্ঘন
● আইন লঙ্ঘন
গ. বিচ্যুতি
ঘ. প্রথা অনুসরণ

৪৯. মকবুল সব সময় অপরাধ থেকে দূরে থাকে। মকবুল কোনটিকে ভয় পায়
ক. অপরাধ
● শাস্তি
গ. দুর্নীতি
ঘ. স্বজনপ্রীতি

৫০. মিজান ধনী ও সিফাত দরিদ্র। উভয়ে অপরাধ করায় তাদের একই মেয়াদে সাজা হয়। আইনের কোন রূপটি এতে ফুটে উঠেছে?
● সর্বজনীনতা
খ. স্বজনপ্রীতি
গ. ক্ষমতা
ঘ. বৈষম্য

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৫১. মিয়াদাদ সাহেব সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে আইনের প্রয়োগ ঘটালেন। মিয়াদাদ কোন আইন প্রয়োগ করেন?
ক. সরকারি আইন
● বেসরকারি আইন
গ. সাংবিধানিক আইন
ঘ. প্রশাসনিক আইন

৫২. ড. হাফিজ একটি দেশের রাষ্ট্রপ্রধান। তিনি রাষ্ট্র পরিচালনায় কোন আইন প্রয়োগ করেন?
ক. বেসরকারি আইন
● সাংবিধানিক আইন
গ. ফৌজদারি আইন
ঘ. আন্তর্জাতিক আইন

৫৩. করিম মালয়েশিয়ার ও রফিক বাংলাদেশের নাগরিক। তাদের পারস্পরিক ব্যবহার কেমন হবে, তা কোন আইনের মাধ্যমে নির্ধারিত হবে?
ক. প্রশাসনিক আইন
খ. বেসরকারি আইন
● আন্তর্জাতিক আইন
ঘ. সাংবিধানিক আইন

৫৪. গোবিন্দপুরের মানুষের সমাজজীবনে অরাজকতা দেখা দিয়েছে। সেখানে কোনটির অভাব পরিলক্ষিত হয়?
● আইনের শাসন
খ. বিচ্যুতি
গ. দুর্নীতি
ঘ. প্রশাসনিক অদক্ষতা

৫৫. মিশুক তার চাচাতো ভাইদের অত্যাচারে নিজের সম্পত্তি ভোগ করতে পারছে না। মিশুকের কোন স্বাধীনতা এতে নষ্ট হয়েছে?
ক. ব্যক্তিস্বাধীনতা
খ. রাজনৈতিক স্বাধীনতা
● সামাজিক স্বাধীনতা
ঘ. অর্থনৈতিক স্বাধীনতা

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৫৬. মিরনদের গ্রামের মাতব্বররা প্রচলিত আচার-আচরণের ভিত্তিতে বিচার করে থাকেন। এটি আইনের কোন উৎসকে সমর্থন করে?
ক. ন্যায়বোধ
● চিরাচরিত প্রথা
গ. বিচারকের রায়
ঘ. আইন পরিষদ

৫৭. মকবুল সাহেব একজন বিচারক। তিনি একটি মামলার জন্য প্রযোজ্য আইন না পাওয়ায় নিজের বিচার-বুদ্ধি দিয়ে রায় প্রদান করেন। এ ধরনের রায় প্রদান আইনের কোন ধরনের উৎস?
ক. ধর্মীয়
খ. বিজ্ঞানসম্মত আলোচনা
গ. আইন পরিষদ
● ন্যায়বোধ

৫৮. দিপালী মনে করে, একজন সচেতন মানুষ হিসেবে তার মতামত প্রকাশের অধিকার আছে। এ মতামত প্রকাশ কোন ধরনের স্বাধীনতা নির্দেশ করে?
ক. ব্যক্তিগত স্বাধীনতা
খ. সামাজিক স্বাধীনতা
● রাজনৈতিক স্বাধীনতা
ঘ. অর্থনৈতিক স্বাধীনতা

৫৯. আলেয়া একজন গার্মেন্টস শ্রমিক। সে বিশ্বাস করে, কাজের ভিত্তিতে ন্যায্য মজুরি পাওয়ার স্বাধীনতা তার আছে। এটি আলেয়ার কোন ধরনের স্বাধীনতা নির্দেশ করে?
ক. ব্যক্তিগত
খ. সামাজিক
● অর্থনৈতিক
ঘ. রাজনৈতিক

৬০. রাফী মনে করে, ধনী-গরিব সবারই শিক্ষা অর্জনের অধিকার আছে। তার মনোভাবে কোন ধরনের সাম্য প্রকাশ পেয়েছে?
● সামাজিক সাম্য
খ. অর্থনৈতিক সাম্য
গ. আইনগত সাম্য
ঘ. স্বাভাবিক সাম্য

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৬১. নাফিজ আহমেদ তার ছেলে ও মেয়ে উভয়কে সমান অধিকার প্রদান করেন। তিনি দুজনের প্রতি সমান দায়িত্ব পালন করেন। তার পরিবারে প্রতিষ্ঠিত হয়েছে-
ক. রাজনৈতিক সাম্য
খ. অর্থনৈতিক সাম্য
গ. সামাজিক সাম্য
● ব্যক্তিগত সাম্য

৬২. আইনের মূল উদ্দেশ্য বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?
● সাম্য সৃষ্টি
খ. সমাজ নিয়ন্ত্রণ
গ. স্বাধীনতা রক্ষা
ঘ. শাস্তি প্রদান

৬৩. আইনের অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হিসেবে কোনটি যথার্থ?
● বিধিবদ্ধ নিয়মাবলি
খ. শোষণের হাতিয়ার
গ. সাম্প্রদায়িকতা
ঘ. অভ্যন্তরীণ আচরণের সাথে যুক্ত

৬৪. বেসরকারি আইনে কোনটি পরিলক্ষিত হয়?
ক. রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক
● ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক
গ. গোষ্ঠীর সাথে গোষ্ঠীর সম্পর্ক
ঘ. সমাজের সাথে সমাজের সম্পর্ক

৬৫. সাংবিধানিক আইনের প্রকৃতি বিশ্লেষণ করলে কোনটি পরিলক্ষিত হয়?
ক. ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ
খ. সমাজের প্রকৃতি নির্ধারণ
● রাষ্ট্রের পরিচালনা
ঘ. অপরাধীদের শাস্তি প্রদান

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৬৬. আমাদের দেশে পারিবারিক ও সম্পত্তি আইনে কোনটির প্রভাব বিদ্যমান?
ক. প্রথার
● ধর্মের
গ. সামাজিক অনুশাসনের
ঘ. ন্যায়বোধের

৬৭. আইনবিশারদদের বিজ্ঞানসম্মত গ্রন্থের সাহায্য নেওয়ার যথার্থ কারণ হলো-
● সমস্যায় পড়া
খ. গ্রন্থ রচনা
গ. মামলা সমাধান
ঘ. প্রচলিত নিয়ম

৬৮. আইনের শাসন যে সমাজে আছে সেখানে কোনটি পরিলক্ষিত হয়?
ক. দুর্নীতি
খ. স্বজনপ্রীতি
● সাম্য
ঘ. বৈষম্য

৬৯. গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হিসেবে কোনটি যৌক্তিক?
● জনগণ ক্ষমতার উৎস
খ. নির্বাচন অনুপস্থিত
গ. বংশানুক্রমিক শাসনব্যবস্থা
ঘ. ক্ষুদ্র রাষ্ট্র

৭০. আইনের শাসনের গুরুত্ব অপরিসীম। এর যৌক্তিক কারণ কী?
ক. স্বাধীনতার অনুপস্থিতি
খ. মূল্যবোধের অবক্ষয়
● গণতান্ত্রিক ব্যবস্থা
ঘ. সামাজিক অসাম্য

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৭১. আইনের শাসনের তাৎপর্য হিসেবে কোনটি যৌক্তিক?
● নাগরিক অধিকার নিশ্চিত করা
খ. অর্থনৈতিক নিরাপত্তা বিধান করা করা
গ. বসবাসের স্বাধীনতা নিশ্চিত
ঘ. সামাজিক নিরাপত্তা প্রদান

৭২. আইনের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করতে কোনটি প্রয়োজন?
ক. জনগণের সচেতনতা
খ. জনগণের রাজনৈতিক অংশগ্রহণ
● জনগণের আনুগত্য ও শ্রদ্ধা
ঘ. আর্থসামাজিক উন্নয়ন

৭৩. সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
ক. গণতান্ত্রিক মূল্যবোধ
খ. নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা
● আইনের শাসন সুপ্রতিষ্ঠা করা
ঘ. সাম্যের ভিত্তি সম্পর্কে বর্ণনা করা

৭৪. আইনের বিভিন্ন উৎসের মধ্যে বিবেক অধিক ক্রিয়াশীল কোনটিতে?
ক. চিরাচরিত প্রথা
খ. বিচারকের রায়
● ন্যায়বোধ
ঘ. বিজ্ঞানসম্মত আলোচনা

৭৫. সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
ক. নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা
খ. গণতান্ত্রিক মূল্যবোধ
● আইনের শাসন সুপ্রতিষ্ঠা করা
ঘ. সাম্যের ভিত্তি সম্পর্কে বর্ণনা করা

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৭৬. আইনের বিভিন্ন উৎসের মধ্যে বিবেক অধিক ক্রিয়াশীল কোনটিতে?
ক. চিরাচরিত প্রথা
● ন্যায়বোধ
গ. বিচারকের রায়
ঘ. বিজ্ঞানসম্মত আলোচনা

৭৭. সমাজ ক্রমাগত পরিবর্তনের ক্ষেত্রে আইনের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ এক-একটি আইন এক-একটি সামাজিক পরিবর্তনের-
ক. উপায়
● নিয়ামক
গ. পথ
ঘ. নীতিমালা

৭৮. সজল একজন গার্মেন্টসকর্মী। তার কোম্পানি প্রতি মাসের নির্দিষ্ট দিনে তার ন্যায্য মজুরি বুঝিয়ে দেয়। সজলের ন্যায্য মজুরি পাওয়া তার কোন ধরনের নাগরিক স্বাধীনতা?
ক. ব্যক্তিগত স্বাধীনতা
খ. সামাজিক স্বাধীনতা
গ. অর্থনৈতিক স্বাধীনতা
● রাজনৈতিক স্বাধীনতা

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৭৯. রফিক, কৃষ্ণ ও বিদর্শন বড়ুয়া একটি ওষুধ কোম্পানিতে চাকরি করে। এখানে তারা তাদের যোগ্যতা অনুযায়ী বেতন পাচ্ছে। এটি কোন ধরনের সাম্যের মধ্যে পড়ে?
ক. সামাজিক সাম্য
● অর্থনৈতিক সাম্য
গ. রাজনৈতিক সাম্য
ঘ. আইনগত সাম্য

৮০. সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব- গণতন্ত্রের এসব মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হলে কোনটি অপরিহার্য?
ক. আইনের সঠিক প্রয়োগ
● আইনের শাসন
গ. ক্ষমতা স্বতন্ত্রীকরণ
ঘ. নির্বাহী ক্ষমতা শিথিল

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৮১. রাষ্ট্রের নাগরিক হিসেবে যে ধরনের বিষয় জানা আবশ্যক-
ⅰ. আইন
ⅱ. স্বাধীনতা
ⅲ. সাম্যের ধারণা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮২. আইন যে কারণে প্রণয়ন করা হয়-
ⅰ. মানুষের আচরণ নিয়ন্ত্রণে
ⅱ. মানুষের মঙ্গলের জন্য
ⅲ. ব্যক্তির সম্পর্ক নির্ধারণে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৩. আইন যেটির সমষ্টিকে নির্দেশ করে-
ⅰ. রীতিনীতির
ⅱ. প্রথার
ⅲ. নিয়মকানুনের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৪. ধর্মীয় ক্ষেত্রে যে ধরনের বিষয় আইনের উৎস-
ⅰ. ধর্মীয় বিশ্বাস
ⅱ. ধর্মীয় অনুশাসন
ⅲ. ধর্মীয় গ্রন্থ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৫. বাংলাদেশে পারিবারিক ও সম্পত্তি আইন এসেছে-
ⅰ. খ্রিষ্টান আইন থেকে
ⅱ. মুসলিম আইন থেকে
ⅲ. হিন্দু আইন থেকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৮৬. আমরা বই পড়তে গিয়ে শব্দার্থ বুঝতে না পারলে যেটির সাহায্য নিয়ে থাকি-
ⅰ. ইংরেজি অভিধান
ⅱ. বিশ্বকোষের
ⅲ. ইতিহাসের
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৭. আইনের শাসন বলতে বোঝায়-
ⅰ. আইনের চোখে সবাই সমান
ⅱ. সবাই আইনের অধীন
ⅲ. সবাই আইনের ঊর্ধ্বে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৮৮. আইনের শাসন অত্যাবশ্যক যে কারণে-
ⅰ. সাম্য প্রতিষ্ঠায়
ⅱ. স্বাধীনতা রক্ষার জন্য
ⅲ. মৌলিক অধিকার প্রতিষ্ঠায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৮৯. আইনের শাসনের ফলে যে শ্রেণির মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়-
ⅰ. শাসক শ্রেণি
ⅱ. সাংস্কৃতিক শ্রেণি
ⅲ. শাসিত শ্রেণি
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯০. রাজনৈতিক স্বাধীনতা বলতে যে ধরনের স্বাধীনতাকে বোঝায়-
ⅰ. সম্পত্তি ভোগের স্বাধীনতা
ⅱ. ভোটদানের স্বাধীনতা
ⅲ. নির্বাচিত হওয়ার স্বাধীনতা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

৯১. জমির একটি রাজনৈতিক দলের প্রধান। সে দেশের গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে চাইলে যেটা করা প্রয়োজন-
ⅰ. কঠোর আন্দোলন
ⅱ. সাম্য সৃষ্টি
ⅲ. স্বাধীনতা রক্ষা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

৯২. সাম্যের অর্থ সমান। নাগরিক জীবনে বিভিন্ন সুযোগের জন্য সাম্যকে যেভাবে ভাগ করা হয়েছে-
ⅰ. সামাজিক সাম্য
ⅱ. অর্থনৈতিক সাম্য
ⅲ. রাজনৈতিক সাম্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৩. বাংলাদেশের আইন জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত হলে এ আইন সম্পর্কে যেটা প্রযোজ্য-
ⅰ. স্বাধীনতার রক্ষক
ⅱ. স্বাধীনতার অভিভাবক
ⅲ. স্বাধীনতার ভিত্তি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

৯৪. ‘ক’ অঞ্চলে আইনের শাসন অনুপস্থিত। তাহলে ‘ক’ অঞ্চলে যেটা দেখা যায়-
ⅰ. সাম্য
ⅱ. মূল্যবোধের অভাব
ⅲ. গণতন্ত্রের অভাব
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
এয়াকুব মিয়া একজন নিরক্ষর রিকশাচালক। তার ১৩ বছরের কন্যা সাঈমা অভাবের কারণে স্কুলে যেতে পারেনি। ওই বয়সেই সাঈমাকে তার বাবা বিয়ে দেন। বাচ্চা প্রসবের সময় সাঈমার মৃত্যু হয়।

৯৫. অনুচ্ছেদের এয়াকুব মিয়া সাঈমাকে বিয়ে দিয়ে যে আইন ভঙ্গ করেন তার সাথে সাদৃশ্যপূর্ণ হলো-
ক. ফৌজদারি আইন
● বাল্যবিবাহ আইন
গ. মুসলিম বিবাহ আইন
ঘ. দেওয়ানি আইন

৯৬. সাঈমার মৃত্যুর জন্য দায়ী যথার্থ কারণ-
ⅰ. আইন না মানা
ⅱ. শিক্ষার অভাব
ⅲ. দারিদ্র্য
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ৯৭ ও ৯৮ নং প্রশ্নের উত্তর দাও :
বিচারক সিদ্দিক সাহেব একটি মামলার সমাধান করতে গিয়ে দেখেন, এর সমাধান কোনো আইনে নেই। এমতাবস্থায় তিনি ন্যায়বোধ ও বিবেক দ্বারা বিচারকাজটি সম্পাদন করলেন।

৯৭. অনুচ্ছেদের বিষয়টি পাঠ্যপুস্তকের কোন বিষয়টিকে ইঙ্গিত করে?
● আইনের উৎস
খ. স্বাধীনতার উৎস
গ. আইনের প্রকারভেদ
ঘ. স্বাধীনতার প্রকারভেদ

৯৮. সিদ্দিক সাহেবের কাজের পরিণতি হিসেবে সমর্থনযোগ্য-
ⅰ. মামলার সমাধান
ⅱ. নতুন আইন প্রণয়ন
ⅲ. পুরাতন আইন সংশোধন
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment