এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ : বাংলাদেশ ও আন্তজাতিক সংগঠন শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
১. কোথায় সার্কের জন্ম হয়?
ক. দিল্লিতে
● ঢাকায়
গ. ইসলামাবাদে
ঘ. কলম্বোতে
২. কোথায় সার্ক সনদ স্বাক্ষরিত হয়?
ক. দিল্লিতে
খ. নেপালে
● ঢাকায়
ঘ. ভারতে
৩. সর্বশেষ সার্কের সদস্য রাষ্ট্র কোনটি?
● আফগানিস্তান
খ. পাকিস্তান
গ. শ্রীলঙ্কা
ঘ. বাংলাদেশ
৪. সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর কত কোটি জনগণের আশা- আকাঙ্ক্ষার প্রতীক?
ক. ১০০ কোটি
খ. ১২০ কোটি
গ. ১৩০ কোটি
● ১৫০ কোটি
৫. সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন কোন দেশের নাগরিক? ● বাংলাদেশের
খ. ভারতের
গ. পাকিস্তানের
ঘ. নেপালের
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৬. কে প্রথম সার্ক গঠনের স্বপ্ন দেখেছেন?
ক. শেখ মুজিবুর রহমান
● জিয়াউর রহমান
গ. আব্দুস সাত্তার
ঘ. এইচ. এম. এরশাদ
৭. কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়?
● ১৯৩৯ সালে
খ. ১৯৪০ সালে
গ. ১৯৪১ সালে
ঘ. ১৯৪২ সালে
৮. কত বছরের ব্যবধানে দুটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?
ক. ২০ বছর
খ. ২২ বছর
● ২৫ বছর
ঘ. ২৬ বছর
৯. আণবিক বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয় কোন দেশ?
ক. ভারত
● জাপান
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
১০. জাতিপুঞ্জ কত সালে গঠিত হয়?
ক. ১৯১৯ সাল
● ১৯২০ সালে
গ. ১৯৩৯ সালে
ঘ. ১৯৪১ সালে
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
১১. কোন সম্মেলনে জাতিসংঘ খসড়া দলিল অনুমোদিত হয়?
ক. নাথান
● সানফ্রান্সিসকো
গ. দ্বিপক্ষীয়
ঘ. তেহরান
১২. জাতিসংঘ কখন গঠিত হয়?
ক. ১৯৩৯ সালে
খ. ১৯৪৪ সালে
গ. ১৯৪৩ সালে
● ১৯৪৫ সালে
১৩. কোথায় জাতিসংঘের সদর দফতর অবস্থিত?
● নিউইয়র্কে
খ. ম্যানিলায়
গ. অস্ট্রিয়ায়
ঘ. ঢাকায়
১৪. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
ক. ট্রিগভেলি
খ. চার্চিল
গ. রুজভেন্ট
● আন্তেনিও গুতেরেস
১৫. বর্তমানে কতটি দেশ জাতিসংঘের সদস্য?
ক. ১৮৪টি
খ. ১৮৯টি
গ. ১৯০টি
● ১৯৩টি
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
১৬. জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস কোন দেশের অধিবাসী?
● পর্তুগালের
খ. নরওয়ের
গ. যুক্তরাষ্ট্রের
ঘ. যুক্তরাজ্যের
১৭. চার্চিল কে ছিলেন?
ক. জাপানের প্রধানমন্ত্রী
খ. রাশিয়ার প্রধানমন্ত্রী
● ব্রিটিশ প্রধানমন্ত্রী
ঘ. পর্তুগিজ প্রধানমন্ত্রী
১৮. জাতিসংঘের শাখা কয়টি?
ক. ৫টি
● ৬টি
গ. ৭টি
ঘ. ৮টি
১৯. জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধি নিয়ে কোন পরিষদ গঠিত?
ক. নিরাপত্তা
খ. সামাজিক
● সাধারণ
ঘ. অর্থনৈতিক
২০. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা কত?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
● ১০টি
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
২১. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যসংখ্যা কত?
● ৫
খ. ৬
গ. ৮
ঘ. ৯
২২. বছরে কয়বার অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন বসে?
ক. ২ বার
● ৩ বার
গ. ৪ বার
ঘ. ৫ বার
২৩. আন্তর্জাতিক আদালতের সদর দফতর কোথায়?
ক. টোকিওতে
খ. ম্যানিলায়
● দি হেগে
ঘ. লাহোরে
২৪. আন্তর্জাতিক আদালতের বিচারক কতজন?
ক. ৮ জন
খ. ১০ জন
গ. ১২ জন
● ১৫ জন
২৫. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদ কত বছর?
ক. ৫ বছর
● ৯ বছর
গ. ১০ বছর
ঘ. ১৫ বছর
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
২৬. আন্তর্জাতিক আদালতে কোরাম হতে হলে কতজন বিচারক উপস্থিত থাকতে হয়?
ক. ৫ জন
খ. ৭ জন
● ৯ জন
ঘ. ১১ জন
২৭. কোনটিকে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ বলা হয়?
● সেক্রেটারিয়েট
খ. সাধারণ পরিষদ
গ. সেক্রেটারি
ঘ. জেনারেল
২৮. কতটি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়?
● ৫০টি
খ. ৫১টি
গ. ৫৩টি
ঘ. ৫৫টি
২৯. কার প্রশ্রয়ে সার্ব বাহিনী বসনিয়ার মুসলমানদের হত্যা করেছিল?
● রাশিয়া ও ব্রিটেন
খ. রাশিয়া ও কানাডা
গ. রাশিয়া ও যুক্তরাষ্ট্র
ঘ. রাশিয়া ও চিন
৩০. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
● ১৯৭৪ সালে
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৩১. কত সালে মিয়ানমার থেকে হাজার হাজার শরণার্থী বাংলাদেশে আগমন করে?
● ১৯৯১ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৭ সালে
৩২. সারা বিশ্বে কোন সাম্রাজ্য বিস্তৃত ছিল?
ক. তামিল
● ব্রিটিশ
গ. পর্তুগিজ
ঘ. চীনা
৩৩. কত সালে কমনওয়েলথ গঠিত হয়?
ক. ১৯৪০ সালে
খ. ১৯৪৫ সালে
গ. ১৯৪২ সালে
● ১৯৪৯ সালে
৩৪. কমনওয়েলথের প্রধান কে?
● ব্রিটেনের রাজা
খ. রাশিয়ার মন্ত্রী
গ. ব্রিটেনের মন্ত্রী
ঘ. ব্রিটেনের সচিব
৩৫. কার উপর কমনওয়েলথ পরিচালনার দায়িত্ব?
ক. ব্রিটেনের রাজা
খ. ব্রিটেনের রানি
● মহাসচিবের
ঘ. উপদেষ্টার
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৩৬. কত বছর পর পর কমনওয়েলথভুক্ত সরকারপ্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. ১ বছর
● ২ বছর
গ. ৩ বছর
ঘ. ৪ বছর
৩৭. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
ক. ১০তম
খ. ২৪তম
গ. ২৬তম
● ৩২তম
৩৮. ১৯৭২ সালে বাংলাদেশকে কমনওয়েলথ সদস্য করায় কোন সদস্য রাষ্ট্র তার সদস্যপদ প্রত্যাহার করেছিল?”
ক. নেপাল
● পাকিস্তান
গ. ভারত
ঘ. চীন
৩৯. কত সালে পবিত্র আল আকসা মসজিদে অগ্নিসংযোগ ঘটে?
ক. ১৯৬৫ সালে
● ১৯৬৯ সালে
গ. ১৯৭০ সালে
ঘ. ১৯৭১ সালে
৪০. ওআইসির প্রথম মহাসচিব কে ছিলেন?
ক. রুজভেল্ট
● টেংকু আব্দুর রহমান
গ. ট্রিগভেলি
ঘ. বান কি মুন
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৪১. ওআইসির সেক্রেটারিয়েট কোথায় অবস্থিত?
ক. ঢাকায়
খ. ইসলামাবাদে
● জেদ্দায়
ঘ. তেহরানে
৪২. কোন দেশের প্রধানমন্ত্রী প্রথম ওআইসির সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন?
● মালয়েশিয়া
খ. ভারত
গ. জাপান
ঘ. পাকিস্তান
৪৩. ওআইসির উদ্দেশ্য কয়টি?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৮টি
● ৯টি
৪৪. শুরুতে ওআইসির সদস্য রাষ্ট্র কয়টি ছিল?
ক. ২০টি
খ. ২১টি
গ. ২২টি
● ২৩টি
৪৫. বর্তমানে ওআইসির সদস্য রাষ্ট্র কতটি?
ক. ৫০টি
খ. ৫৩টি
● ৫৭টি
ঘ. ৫৯টি
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৪৬. বাংলাদেশ কত সালে ওআইসির সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ৯৭৩ সালে
● ১৯৭৪ সালে
৪৭. কোন দেশটিতে বাংলাদেশ থেকে প্রচুর জনশক্তি রপ্তানি করা হয়?
ক. ব্রিটেনে
● মালয়েশিয়ায়
গ. পাকিস্তানে
ঘ. কুয়েতে
৪৮. বাংলাদেশ বসনিয়ায় সৈন্য প্রেরণ করে কোন সংস্থার সিদ্ধান্ত মোতাবেক?
ক. সিরডাপ
● ওআইসি
গ. আসিয়ান
ঘ. কমনওয়েলথ
৪৯. ১৯৭৪ সালে ওআইসির লাহোর সম্মেলনে কে যোগদান করেন?
ক. জিয়াউর রহমান
খ. মুশতাক আহমেদ
● শেখ মুজিবুর রহমান
ঘ. আব্দুর রহমান
৫০. কোন দেশ সার্কের সদস্য নয়?
ক. বাংলাদেশ
● রাশিয়া
গ. ভারত
ঘ. ভুটান
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৫১. কোনটি সার্কের প্রথম লক্ষ্য?
ক. সংহতিবিধান
● মানোন্নয়ন
গ. সহযোগিতা
ঘ. যৌথ কার্যক্রম
৫২. সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—
ক. সেক্রেটারি জেনারেলকে নিয়ে
● সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের নিয়ে
গ. সার্কের প্রতিষ্ঠাতাকে নিয়ে
ঘ. সার্কের বর্তমান প্রধানকে নিয়ে
৫৩. সার্ক প্রতিষ্ঠিত হয় কেন?
● পারস্পরিক সহযোগিতার জন্য
খ. আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করার জন্য
গ. প্রাতিষ্ঠানিক কাজ করার জন্য
ঘ. সার্কের সূচনার জন্য
৫৪. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কোনো মুসলিম রাষ্ট্র বাংলাদেশের পক্ষ অবলম্বন করেনি। কারণ-
ক. যুদ্ধের ভয়াবহতার জন্য
● বাংলাদেশ ও পাকিস্তান উভয় মুসলিম রাষ্ট্র
গ. শান্তিপূর্ণ সহাবস্থান অনিশ্চিতের জন্য
ঘ. যুদ্ধে আমেরিকার না-সূচক প্রস্তাবের জন্য
৫৫. যুদ্ধ পরিহার করতে হবে কেন?
ক. অর্থনৈতিক বৈষম্যের জন্য
● মানবকল্যাণের জন্য
গ. পারস্পরিক বিরোধের জন্য
ঘ. পারস্পরিক লেনদেনের জন্য
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৫৬. বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয় কীভাবে?
ক. মানবকল্যাণের মাধ্যমে
খ. মানবসেবার মাধ্যমে
গ. সহযোগিতার মাধ্যমে
● পারস্পরিক সহযোগিতার মাধ্যমে
৫৭. নিরাপত্তা পরিষদের সদস্য নয় কোন দেশ?
● জার্মানি
খ. চীন
গ. ব্রিটেন
ঘ. রাশিয়া
৫৮. কীভাবে অছি পরিষদের সদস্য নির্ধারিত হয়?
ক. অছি এলাকার শাসনকর্তার উপর ভিত্তি করে
● অছি এলাকার সংখ্যার উপর ভিত্তি করে
গ. অছি জনপদের পৃথক সত্তার উপর ভিত্তি করে
ঘ. প্রত্যেক সদস্যের উপর ভিত্তি করে
৫৯. আন্তর্জাতিক আদালত গঠন করা হয় কেন ?
ক. পারস্পরিক সমঝোতার লক্ষ্যে
খ. বিশ্ব সম্পদ রক্ষার লক্ষ্যে
● বিশ্ব বিবাদ মীমাংসার লক্ষ্যে
ঘ. পারস্পরিক সীমানা তৈরির লক্ষ্যে
৬০. আদালত কীভাবে বিশ্বশান্তি রক্ষা করে?
● বিচারের মাধ্যমে
খ. প্যারোলের মাধ্যমে
গ. কাজের মাধ্যমে
ঘ. দক্ষতার মাধ্যমে
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৬১. জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক কীরূপ?
● গভীর
খ. তুচ্ছ
গ. পরিপুরক
ঘ. নির্ভরশীল
৬২. বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে প্রেরণ করে-
ক. লোকবল
● সেনাসদস্য
গ. শান্তি বাহিনী
ঘ. মিত্র বাহিনী
৬৩. জাতিসংঘ সেনাবাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান কীরূপ?
ক. ধনুকের মতো
খ. নক্ষত্রের মতো
গ. বীরের মতো
● উজ্জ্বল নক্ষত্রের মতো
৬৪. জাতিসংঘের উদ্দেশ্য কী?
ক. যুদ্ধ বন্ধ করা
● আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
গ. আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা
ঘ. খাদ্য সমস্যার সমাধান করা
৬৫. বাংলাদেশ বিশ্বের বিভিন্ন স্থানে জাতিসংঘ সেনাবাহিনীতে বাঙালি সৈন্য পাঠিয়েছে। কারণ-
ক. উন্নয়নে অংশগ্রহণের জন্য
খ. আগ্রাসী মনোভাবের কারণে
● বাংলাদেশ জাতিসংঘ সনদের প্রতি আস্থাশীল দেশ
ঘ. ত্যাগের মনোভাবের জন্য
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৬৬. অছি পরিষদের মূলকাজ কোনটি?
ক. অছি এলাকার জনসাধারণের শিক্ষা ও স্বাধীনতা বৃদ্ধি করা
● অছি এলাকার উন্নয়ন ও তত্ত্বাবধান করা
গ. অছি এলাকার রিপোর্ট তৈরি করা
ঘ. অছি এলাকার জনগণের উন্নয়নের জন্য প্রশ্নমালা তৈরি করা
৬৭. কীভাবে ব্রিটিশরা সমগ্র রাজ্যে রাজত্ব করেছে?
● প্রতাপের মাধ্যমে
খ. দখলের মাধ্যমে
গ. দক্ষতার মাধ্যমে
ঘ. যোগ্যতার মাধ্যমে
৬৮. ব্রিটিশ উপনিবেশগুলোতে কীরূপ চেতনা ছিল?
ক. সামরিক
● জাতীয়তাবাদী
গ. সাম্রাজ্যবাদী
ঘ. সামাজিক
৬৯. কেন কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়?
ক. ব্রিটেনের রাজনীতি স্থাপন করার লক্ষ্যে
খ. ব্রিটেনের রাজত্ব ভোগ করার লক্ষ্যে
● ব্রিটেনের সাথে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে
ঘ. স্বাধীন ব্রিটেন তৈরির লক্ষ্যে
৭০. কমনওয়েলথ কীরূপ সংস্থা?
ক. জাতিসংঘের সংস্থা
খ. বাধ্যতামূলক সংস্থা
● আন্তর্জাতিক সংস্থা
ঘ. বিশ্ববাণিজ্য সংস্থা
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৭১. কমনওয়েলথ কার্যক্রম পরিচালনার দায়িত্ব-
● মহাসচিবের উপর
খ. সচিবের উপর
গ. প্রধানমন্ত্রীর উপর
ঘ. রাষ্ট্রপতির উপর
৭২. কমনওয়েলথের সাথে বাংলাদেশের সম্পর্ক কীরূপ?
ক. অনৈতিক
খ. আস্থাশীল
● ঘনিষ্ঠ
ঘ. তুচ্ছ
৭৩. বাংলাদেশ কীভাবে মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠে?
● কমনওয়েলথের মাধ্যমে
খ. সার্কের মাধ্যমে
গ. সিরডাপের মাধ্যমে
ঘ. আসিয়ানের মাধ্যমে
৭৪. জেদ্দা নামক স্থানটি কোন প্রতিষ্ঠানের সাথে জড়িত?
● ওআইসি
খ. কমনওয়েলথ
গ. জাতিসংঘ
ঘ. আসিয়ান
৭৫. ইসরাইল ও পশ্চিমা বিশ্বের সাথে বিরোধ চলে আসছে-
ক. পশ্চিমা বিশ্বের
খ. উন্নয়নশীল বিশ্বের
● মধ্যপ্রাচ্যের মুসলিম
ঘ. দেশের উন্নত দেশের
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৭৬. সমগ্র মুসলিম বিশ্ব নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে কেন?
● আল আকসায় অগ্নিসংযোগের কারণে
খ. ইসলামিক সম্মেলন না হওয়ার কারণে
গ. তেল মজুদ বন্ধের কারণে
ঘ. মুসলিম বিশ্বের দ্বন্দ্বের কারণে
৭৭. ওআইসি কিসের প্রয়োজনীয়তা অনুভব করে?
ক. শীর্ষ সম্মেলনের
খ. মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা
● মুসলিম রাষ্ট্রগুলোর স্বার্থে
ঘ. বিশ্বশান্তি প্রতিষ্ঠা
৭৮. ওআইসি গঠিত হয় কেন?
ক. মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে
খ. বিশ্ব বিরোধ মীমাংসার লক্ষ্যে
● ইসলামি ভ্রাতৃত্ব জোরদার করার লক্ষ্যে
ঘ. বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে
৭৯. ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর দিনটি উল্লেখযোগ্য। এটি বলার কারণ-
ক. শেখ মুজিবুর রহমান লাহোরে যান
খ. বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে
● ঢাকায় সার্কের জন্ম হয়
ঘ. বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে
৮০. প্রতিবছর বাংলাদেশ শীর্ষ শিল্পপতিদের নিয়ে সম্মেলন করে। এ- সম্মেলনের সাথে কোন সংস্থার মিল রয়েছে?
● সার্ক
খ. আসিয়ান
গ. সিরডাপ
ঘ. ওআইসি
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৮১. সার্কের সদস্য হিসেবে বাংলাদেশ কোন প্রয়োজনে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে?
ক. প্রাতিষ্ঠানিক কাঠামোর
● বিদ্যমান সংকট নিরসনের
গ. শিক্ষার মানোন্নয়নের
ঘ. রাজনৈতিক ক্ষেত্র বিস্তারের
৮২. জাতিসংঘ কোন প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়?
ক. যুদ্ধ বন্ধ করা
● আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা
গ. অর্থনীতি জোরদার করা
ঘ. খাদ্য সমস্যার সমাধান
৮৩. আন্তর্জাতিক আইনের সাহায্যে নিলয় হোসেন আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করে। এর সাথে সাদৃশ্য রয়েছে কোন প্রতিষ্ঠানের?
● জাতিসংঘ
খ. কমনওয়েলথ
গ. সার্ক
ঘ. ওআইসি
৮৪. আরিফ জাতিসংঘ সনদের মূলনীতি ও উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের কাজ করে। উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কয়টি শাখার প্রয়োজন?
ক. ৪টি
খ. ৭টি
গ. ৫টি
● ৬টি
৮৫. আন্তর্জাতিক আদালতের বিচারক নির্বাচন কোন প্রতিষ্ঠানের কাজ?
ক. অছি পরিষদ
● সাধারণ পরিষদ
গ. অর্থনৈতিক পরিষদ
ঘ. সামাজিক পরিষদ
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৮৬. মামুন ও মান্নান অছি এলাকার সদস্য। এ পরিষদের মূলকাজ-
ক. শিক্ষা ও স্বাধীনতা বৃদ্ধি করা
● উন্নয়ন ও তত্ত্বাবধান করা
গ. অছি এলাকার রিপোর্ট তৈরি করা
ঘ. জনগণের উন্নয়ন করা
৮৭. জাতিসংঘের কার্যাবলি সম্পর্কিত আলোচনায় মৌমিতা তার বান্ধবী লিজাকে বলল, আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের গুরুত্বপূর্ণ কাজ জাতিসংঘ করে থাকে। উদ্দীপরে উল্লেখিত কাজটি জাতিসংঘের কোন শাখাটি করে থাকে?
● নিরাপত্তা পরিষদ
খ. অছি পরিষদ
গ. সামাজিক পরিষদ
ঘ. অর্থনৈতিক পরিষদ
৮৮. মমিনুল তার বন্ধু ইকরামকে বলল, বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্তমানে জাতিসংঘের অস্তিত্ব হুমকির সম্মুখীন। জাতিসংঘ সম্পর্কে মমিনুলের এ কথা বলার কারণ-
ক. জাতিসংঘের মূলনীতির জন্য
খ. জাতিসংঘের চার্টারের জন্য
গ. জাতিসংঘের সেক্রেটারিয়েটের জন্য
● জাতিসংঘের ব্যর্থতার জন্য
৮৯. ১৯৪৯ সালে ‘x’ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। একই সালে আর কোন প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়?
ক. সার্ক
খ. সিরডাপ
গ. আসিয়ান
● কমনওয়েলথ
৯০. “ক’ ও এর স্বাধীন উপনিবেশগুলোর মধ্যে সম্পর্কের বন্ধন ধরে রাখার উদ্যোগে গড়ে ওঠে কমনওয়েলথ। ‘ক’ স্থানে কোনটি বসবে?
● ব্রিটেন
খ. ভারত
গ. জাপান
ঘ. বাংলাদেশ
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৯১. ব্রিটেন ও এর প্রাক্তন উপনিবেশগুলোই ‘B-এর সদস্য। ‘B’ বলতে কোনটি বোঝানো হয়েছে?
ক. সিরডাপ
● কমনওয়েলথ
গ. আসিয়ান
ঘ. সাফটা
৯২. ১৯৪৯ সালে কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয়। এর সাথে সাদৃশ্য রয়েছে-
● ব্রিটিশ কমনওয়েলথ অব নেশনস
খ. ব্রিটিশ কমনওয়েলথ ফর নেশনস
গ. ন্যাশনাল লিগ অব বাংলাদেশ
ঘ. ন্যাশনাল লিগ ফর বাংলাদেশ
৯৩. স্বাধীনতা লাভের পরপরই বাংলাদেশ একটি সংস্থার সদস্যপদ লাভ করে। উক্ত সংস্থাটির সাথে সাদৃশ্য রয়েছে-
ক. সিরডাপ
● কমনওয়েলথ
গ. ওআইসি
ঘ. সার্ক
৯৪. মোহনা ওআইসির সদস্য। ওআইসির মূল উদ্দেশ্য-
ক. এশীয় উন্নয়ন সাধন
খ. অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়ন
● সব মুসলিম রাষ্ট্রকে একই বন্ধনে আবদ্ধকরণ
ঘ. আন্তর্জাতিক বিরোধ মীমাংসাকরণ
৯৫. মওলানা নুরুল কবির ইসলামি মূল্যবোধ বৈশিষ্ট্যের অধিকারী। এ মূল্যবোধবিশিষ্ট প্রতিষ্ঠান-
ক. কমনওয়েলথ
● ওআইসি
গ. জাতিসংঘ
ঘ. সিরডাপ
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
৯৬. হাসান মাহমুদ ওআইসির মহাসচিব। এর সাথে সাদৃশ্য রয়েছে-
ক. শেখ মুজিবুর রহমান
খ. বান কি মুন
● টেংকু আব্দুর রহমান
ঘ. আব্দুস সাত্তার
৯৭. সার্ক প্রতিষ্ঠিত হয় সদস্য রাষ্ট্রগুলোর-
ⅰ. সহযোগিতার ভিত্তিতে
ⅱ. পারস্পরিক বিরোধের ভিত্তিতে
ⅲ. অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
৯৮. সার্কের প্রাতিষ্ঠানিক কাঠামো-
ⅰ. সার্ক সচিবালয়
ⅱ. পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন
ⅲ. টেকনিক্যাল কমিটি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৯. সার্কের সাথে বাংলাদেশের কীরূপ সম্পর্ক বিদ্যমান?
ⅰ. নিবিড়
ⅱ. ঘনিষ্ঠ
ⅲ. তুচ্ছ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা বিশ্ববাসীকে –
ⅰ. অবাক করে
ⅱ. শঙ্কিত করে
ⅲ. হতবাক করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
১০১. সাধারণ পরিষদের কাজ-
ⅰ. বিশ্বশান্তি
ⅱ. সহমর্মিতা
ⅲ. সহযোগিতা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০২. নিরাপত্তা পরিষদের কাজ-
ⅰ. বিশ্বশান্তি প্রতিষ্ঠা
ⅱ. নিরাপত্তা রক্ষা
ⅲ. বিশ্ব সম্প্রীতি রক্ষা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ-
ⅰ. মৌলিক মানবাধিকার কার্যকর করা
ⅱ. মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা
ⅲ. বিশ্বের উন্নয়ন প্রতিষ্ঠা করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৪. আন্তর্জাতিক আদালত গঠন করা হয়-
ⅰ. বিবাদ মীমাংসার লক্ষ্যে
ⅱ. যোগাযোগ সৃষ্টির লক্ষ্যে
ⅲ. বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৫. বাংলাদেশের সেনাসদস্যরা জাতিসংঘে অংশগ্রহণ করে-
ⅰ. দক্ষতার সাথে
ⅱ. সাহসিকতার সাথে
ⅲ. মনোবলের সাথে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
১০৬. ব্রিটিশরা রাজত্ব করেছে-
ⅰ. দক্ষতায়
ⅱ. প্রায় সারা বিশ্বে
ⅲ. প্রতাপে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৭. কমনওয়েলথের প্রধান-
ⅰ. ব্রিটেনের রাজা
ⅱ. ব্রিটেনের রানি
ⅲ. মহাসচিব
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
১০৮. কমনওয়েলথ সম্পর্কে সঠিক ধারণা হলো-
ⅰ. এটি আন্তর্জাতিক সংস্থা
ⅱ. বর্তমান সদস্য ৫৩
ⅲ. ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৯. কমনওয়েলথভুক্ত দেশ বাংলাদেশকে সাহায্য করেছে—
ⅰ. ওষুধ দিয়ে
ⅱ. খাদ্য দিয়ে
ⅲ. বস্ত্ৰ দিয়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১১০. কমনওয়েলথের প্রধান লক্ষ্য হলো-
ⅰ. স্বাধীনতা রক্ষা
ⅱ. ব্রিটেনের সাথে সদস্যদের সম্পর্ক রক্ষা
ⅲ. স্বাধীন উপনিবেশগুলোর সার্বিক উন্নয়ন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
১১১. ওআইসি গঠনের উদ্দেশ্য-
ⅰ. ইসলামি ভ্রাতৃত্ব জোরদার করা
ⅱ. সংহতি মজবুত করা
ⅲ. আন্তর্জাতিক বিবাদ রোধ করা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১১২ ও ১১৩ নং প্রশ্নের উত্তর দাও :
‘x’ ও ‘y’ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত। তারা দীর্ঘ সময় মিশনে কর্মরত ছিলেন। মিশন শেষ করে দেশে ফিরে আসেন এবং এ সম্পর্কে সুশীলসমাজকে অবগত করেন।
১১২. ‘x’ ও ‘y’-এর আলোচনার আলোকে জাতিসংঘ গঠনের উদ্দেশ্য কী?
● বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা
খ. আমেরিকায় শান্তি প্রতিষ্ঠা
গ. বিশ্ব বিরোধ মীমাংসা
ঘ. যুদ্ধ প্রতিরোধ করা
১১৩. উদ্দীপকের আলোকে অবলোকন কর ‘x’ ও ‘y’ যে পরিষদের অধীনে সফলভাবে দায়িত্ব পালন করেন-
ক. সাধারণ পরিষদ
● নিরাপত্তা পরিষদ
গ. অছি পরিষদ
ঘ. সামাজিক পরিষদ
উদ্দীপকটি পড়ে ১১৪ ও ১১৫ নং প্রশ্নের উত্তর দাও :
কমনওয়েলথ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তারেক মাহমুদ বলেন, কমনওয়েলথ একটি আন্তর্জাতিক সংস্থা। এ সংস্থাটি বাংলাদেশের উন্নয়নে বহুবিধ কাজ করে এবং বাংলাদেশ এ সংস্থার সাহায্যে মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়।
১১৪. কোন প্রেক্ষাপটে কমনওয়েলথ গড়ে উঠেছে?
● স্বাধীন সম্পর্ক স্থাপনের লক্ষ্যে
খ. ব্রিটিশ রাজত্ব কায়েমের লক্ষ্যে
গ. উপনিবেশ ধরে রাখার লক্ষ্যে
ঘ. বিরোধ মীমাংসার লক্ষ্যে
১১৫. তারেক মাহমুদের বক্তব্যের আলোকে বাংলাদেশ ও কমনওয়েলথের সম্পর্ক যেরূপ বলে তুমি মনে কর
ক. বৈরী
খ. তুচ্ছ
গ. হৃদ্যতাপূর্ণ
● সহযোগিতার
পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম পৌরনীতি ও নাগরিকতা ১১ অধ্যায় MCQ সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।