এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ : বাজার শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
১. অর্থনীতিতে বাজার ধারণা কোনটি?
ক. স্থান
খ. পণ্য
গ. মেলা
● প্রক্রিয়া
২. সর্বপ্রথম কে বাজার সম্পর্কে আলোচনার সূত্রপাত করেন?
ক. অ্যাডাম স্মিথ
খ. হ্যানি
● মার্শাল
ঘ. হেনরি
৩. অর্থনীতিবিদ কুর্নট কোন দেশের অধিবাসী?
● ফ্রান্স
খ. ইংল্যান্ড
গ. চীন
ঘ. যুক্তরাষ্ট্র
৪. অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?
ক. জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের নির্দিষ্ট স্থানকে
খ. দ্রব্য বিক্রয়ের কোনো এলাকাকে
● একটি দ্রব্য, তার ক্রেতা ও বিক্রেতা এবং দামকে
ঘ. দ্রব্যের ক্রয়-বিক্রয় নিয়ে দর কষাকষিকে
৫. কোনটির প্রকৃতি অনুযায়ী বাজার ধারণা আলোচনা করা হয়?
● দ্রব্যের
খ. উৎপাদনের
গ. স্থানের
ঘ. মূল্যের
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৬. একটি পণ্যকে ঘিরে ক্রেতা-বিক্রেতার মধ্যে কী ঘটে?
● সংযোগ
খ. বিতর্ক
গ. আলোচনা
ঘ. বিস্তৃতি
৭. পণ্যের দাম নির্ধারণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
ক. অভাব ও উপযোগ
● চাহিদা ও যোগান
গ. উৎপাদন ও বণ্টন
ঘ. উপযোগ ও ভোগ
৮. দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের কোনো বিশেষ স্থানকে বোঝান কোন অর্থনীতিবিদ?
ক. অ্যাডাম স্মিথ
খ. মার্শাল
গ. হেনরি
● কুর্নট
৯. ক্রেতা-বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হওয়ার নিয়মকে কী বলে?
ক. বাজারের নিয়ম
● দামের নিয়ম
গ. বিক্রেতার নিয়ম
ঘ. পণ্যের নিয়ম
১০. কীভাবে বাজারে দ্রব্যের মূল্য নির্ধারিত হয়?
ক. একচেটিয়া ভাবে
● দরকষাকষির মাধ্যমে
গ. ক্রেতা ঠিক করে
ঘ. বিক্রেতা ঠিক করে
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
১১. চাহিদা, যোগান, সময় এবং দাম এই মৌলিক বিষয়গুলো কোন ধারণায় কাজ করে?
ক. ফার্ম
খ. ফ্যাক্টরি
● বাজার
ঘ. উৎপাদন
১২. বাজার ধারণায় মৌলিক বিষয় কয়টি?
ক. ১ টি
খ. ২টি
● ৪টি
ঘ. ৫টি
১৩. কোন বাজারে প্রয়োজন অনুযায়ী যোগান বাড়ানো বা কমানো যায়?
ক. অতি স্বল্পকালীন
● স্বল্পকালীন
গ. দীর্ঘকালীন
ঘ. জাতীয়
১৪. অতি স্বল্পকালীন বাজারে দ্রব্যের যোগান বাড়ানো যায় না কেন?
● চাহিদা বেশি থাকায়
খ. বাজারের স্থায়িত্ব কম হওয়ায়
গ. দাম বেশি হওয়ায়
ঘ. দাম বেশি হওয়ায়
১৫. সকালের কাঁচাবাজার কী ধরনের বাজার?
● অতি স্বল্পকালীন
খ. স্বল্পকালীন
গ. দীর্ঘকালীন
ঘ. অতি দীর্ঘকালীন
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
১৬. যে দ্রব্যের ক্রয়-বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় তাকে কোন ধরনের বাজার বলে?
ক. স্বল্পকালীন
খ. দীর্ঘকালীন
● অতি স্বল্পকালীন
ঘ. অতি দীর্ঘকালীন
১৭. কোন বাজারে চাহিদার পরিবর্তন হলে যোগানও খানিকটা সাড়া দেয়?
ক. স্থানীয়
● স্বল্পকালীন
গ. জাতীয়
ঘ. অতি স্বল্পকালীন
১৮. কোন বাজারে চাহিদার যে কোন পরিবর্তনের সাথে যোগানেরও যে কোন পরিবর্তন হয়?
ক. স্বল্পকালীন
খ. অতিস্বল্পকালীন
● দীর্ঘকালীন
ঘ. আন্তর্জাতিক
১৯. সমগ্র বাজার কাঠামোকে কীসের ভিত্তিতে বিশ্লেষণ করা অধিক তাৎপর্যপূর্ণ?
● প্রতিযোগিতার ভিত্তিতে
খ. স্থানের ভিত্তিতে
গ. সময়ের ভিত্তিতে
ঘ. বিকাশের ভিত্তিতে
২০. যোগানের পরিবর্তন করা যায় না কোন ধরনের বাজারে?
● অতি স্বল্পকালী
খ. দীর্ঘকালীন
গ. স্বল্পকালীন
ঘ. জাতীয় বাজার
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
২১. আব্দুল খালেক সাহেব প্রতিদিন সকালে কাঁচাবাজার করেন। আব্দুল খালেক সাহেব কোন ধরনের বাজার থেকে কাঁচাবাজার করেন?
● অতি স্বল্পকালীন বাজার
খ. দীর্ঘকালীন বাজার
গ. অতি দীর্ঘকালীন বাজার
ঘ. বড় বাজার
২২. মজিদ সাহেব কোরবানির ঈদ উপলক্ষে বগুড়া থেকে দুটি গরু ক্রয় করে ঢাকার গাবতলী হাটে বিক্রি করলেন। এখানে গাবতলীর হাট কোন ধরনের বাজার?
ক. স্থানীয়
খ. স্বল্পকালীন
● জাতীয়
ঘ. দীর্ঘকালীন
২৩. অঞ্চলভেদে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫
২৪. নিচের কোনটি জাতীয় বাজারের দ্রব্য?
● চাল
খ. মাছ
গ. তুলা
ঘ. সোনা
২৫. কোনটি আন্তর্জাতিক বাজারের উদাহরণ?
ক. চাল
খ. মাংস
গ. ফল
● তৈরি পোশাক
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
২৬. তৈরি পোশাকের বাজার কোন ধরনের বাজার?
ক. জাতীয়
● আন্তর্জাতিক
গ. একচেটিয়া,
ঘ. অপূর্ণ প্রতিযোগিতামূলক
২৭. কোন বাজারের পণ্যের যোগান হ্রাস বা বৃদ্ধি করা সম্ভব?
ক. অতি স্বল্পকালীন বাজারে
খ. স্বল্পকালীন বাজারে
● দীর্ঘকালীন বাজারে
ঘ. স্থানীয় বাজারে
২৮. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ঘব্যের প্রকৃতি কীরূপ?
ক. ভালো মানের
খ. নিম্ন মানের
● সমজাতীয়
ঘ. ভিন্ন জাতীয়
২৯. পূর্ণ প্রতিযোগিতার বাজারে কী প্রতিষ্ঠিত হয়?
● একটি নির্দিষ্ট দাম
খ. একটি নির্দিষ্ট স্থান
গ. একটি নির্দিষ্ট বিক্রেতা
ঘ. একটি নির্দিষ্ট ক্রেতা
৩০. কোন বাজারের ক্রেতা ও বিক্রেতারা বাজার সম্বন্ধে পূর্ণজ্ঞান রাখে?
ক. অলিগোপালি
খ. মনোপলি
● পূর্ণ প্রতিযোগিতা
ঘ. ডুয়োপলি
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৩১. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কীভাবে পণ্যের মূল্য নির্ধারিত হয়?
● চাহিদা ও যোগানে সমতার দ্বারা
খ. কয়েকজন বিক্রেতা দ্বারা
গ. অসংখ্য ক্রেতা ও বিক্রেতা দ্বারা
ঘ. একজন বিক্রেতা থাকে
৩২. পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘমেয়াদে শিল্প কেমন মুনাফা অর্জন করে?
ক. সর্বনিম্ন
খ. অস্বাভাবিক
গ. সর্বোচ্চ
● স্বাভাবিক
৩৩. রাসেল নিউমার্কেট থেকে একটি শার্ট ক্রয় করেছে। রাসেলের ক্রয়কৃত শাটটি কোন বাজারের পণ্য?
ক. অপূর্ণ প্রতিযোগিতার
খ. একচেটিয়া
গ. একচেটিয়ামূলক প্রতিযোগিতার
● পূর্ণ প্রতিযোগিতার
৩৪. শাহিন বাজার থেকে ডাল ও চাল কিনলো। এই দ্রব্য দুইটি কোন বাজারের পণ্য?
ক. একচেটিয়া
● পূর্ণ প্রতিযোগিতামূলক
গ. একচেটিয়া প্রতিযোগিতামূলক
ঘ. দ্বি-পাক্ষিক একচেটিয়া
৩৫. উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার জন্যে সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে কী বলে?
ক. রেশনিং
● ভর্তুকি
গ. অনুদান
ঘ. সরকারি ঋণ
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৩৬. কোন বাজারে উপকরণের অবাধ বিচরণ থাকে?
ক. একচেটিয়া
খ. দীর্ঘকালীন
● পূর্ণ প্রতিযোগিতামূলক
ঘ. অপূর্ণ প্রতিযোগিতামূলক
৩৭. কোন বাজারে দ্রব্যের দামের হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে বিক্রেতার প্রভাব অকার্যকর থাকে?
ক. একচেটিয়া
● পূর্ণ প্রতিযোগিতা
গ. ডুয়োপলি
ঘ. অলিগোপলি
৩৮. নিচের কোনটি কর আরোপ, ভর্তুকি প্রদান, রেশনিং মুক্ত বাজার?
ক. একচেটিয়া বাজার
খ. অলিগোপলি বাজার
● পূর্ণ প্রতিযোগিতার বাজার
ঘ. একচেটিয়া প্রতিযোগিতার বাজার
৩৯. পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের মূল লক্ষ্য কী?
ক. স্বল্প উৎপাদন করা
● সর্বনিম্ন ব্যয়ে মুনাফা সর্বোচ্চ করা
গ. ক্ষতিস্বীকার করে উৎপাদন
ঘ. অন্য বাজারে প্রভাব সৃষ্টি করা
৪০. একচেটিয়া বাজারের ইংরেজি প্রতিশব্দ কী?
ক. Nonopoly Market
খ. Nomopoly Market
● Monopoly Market
ঘ. Manopoly Market
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৪১. যেটি ফার্ম সেটিই শিল্প কোন বাজারের বৈশিষ্ট্য?
ক. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
খ. অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
● একচেটিয়া বাজার
ঘ. অলিগোপলি বাজার
৪২. কোন বাজারে বিক্রেতা ইচ্ছানুযায়ী দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করে?
ক. দুজন বিক্রেতার বাজার
● একচেটিয়া বাজার
গ. কয়েকজন বিক্রেতার বাজার
ঘ. পূর্ণ প্রতিযোগিতার বাজার
৪৩. নিচের কোনটি একচেটিয়া বাজারের পণ্য?
ক. ঔষধ
খ. বই
● বিদ্যুৎ
ঘ. বাটা জুতা
৪৪. কোন বাজারে নতুন ফার্ম প্রবেশের কোন সুযোগ নেই?
ক. পূর্ণ প্রতিযোগিতা
● একচেটিয়া
গ. অলিগোপলি
ঘ. ডুয়োপলি
৪৫. একচেটিয়া বাজারে ক্রেতার দিক থেকে কী আসে?
● চাহিদা
খ. যোগান
গ. ভোগ
ঘ. উৎপাদন
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৪৬. কোন ফার্ম কম উৎপাদন করে বেশি দামে বিক্রি করতে পারে?
ক. ডুয়োপলি বাজার
খ. ডুয়োপসনি বাজার
● একচেটিয়া বাজার
ঘ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার
৪৭. একচেটিয়া বাজারের মূল লক্ষ্য কী?
ক. সর্বোচ্চ উৎপাদন
খ. বেশি পুঁজি
গ. বেশি বিক্রয়
● সর্বোচ্চ মুনাফা
৪৮. কোন বাজারকে দ্রব্যের দাম সৃষ্টিকারী বলা হয়?
● একচেটিয়া
খ. অলিগোপলি
গ. মনোপসনি
ঘ. অপূর্ণ প্রতিযোগিতা
৪৯. কোন বাজারে বিক্রেতার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান নির্ধারিত হয়?
ক. পূর্ণ প্রতিযোগিতা
খ. ডুয়োপলি
● একচেটিয়া
ঘ. অলিগোপলি
৫০. বাংলাদেশের প্রেক্ষিতে একচেটিয়া বাজার বলা যায় কোনটিকে?
● বিদ্যুতের বাজার
খ. শেয়ার বাজার
গ. কম্পিউটারের বাজার
ঘ. চালের বাজার
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৫১. কোন বাজারের বিক্রেতা দামের ওপর অধিক প্রভাব বিস্তার করতে পারে?
ক. পূর্ণ প্রতিযোগিতা
খ. মনোপসনি
গ. ডুয়োপলি
● একচেটিয়া
৫২. কোন বাজারে ফার্ম ও শিল্পকে আলাদা করে দেখানো হয় না?
ক. পূর্ণ প্রতিযোগিতা
খ. ডুয়োপলি
● একচেটিয়া
ঘ. মনোপসনি
৫৩. আধুনিক উৎপাদন ব্যবস্থায় বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কোন বাজারের পণ্য?
● একচেটিয়া
খ. পূর্ণ প্রতিযোগিতা
গ. ডুয়োপলি
ঘ. মনোপলি
৫৪. কোন ফার্ম কম উৎপাদন করে বেশি দামে এবং বেশি উৎপাদন করে কম দামে বিক্রি করতে পারে?
ক. ডুয়োপলি
খ. ডুয়োপসনি
● একচেটিয়া
ঘ. পূর্ণ প্রতিযোগিতামূলক
৫৫. পিডিবি এমন একটি প্রতিষ্ঠান যা বাংলাদেশের পল্লি এলাকায় একচ্ছত্র বিদ্যুতের যোগান দাতা ও দাম নির্ধারক। এটি কোন বাজারের আওতাধীন?
ক. বপূর্ণ প্রতিযোগিতামূলক
খ. একচেটিয়া প্রতিযোগিতা
● একচেটিয়া
ঘ. ডুয়োপলি
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৫৬. কোন বাজারে পূর্ণ প্রতিযোগিতা ও একচেটিয়া বাজারের কতিপয় বৈশিষ্ট্য একত্রে পরিলক্ষিত হয়?
ক. একচেটিয়া
খ. অলিগোপলি
● একচেটিয়া প্রতিযোগিতার
ঘ. ডুয়োপলি
৫৭. কারা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে মোট উৎপাদনের ওপর উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করতে পারে না?
ক. ক্রেতা
খ. বিক্রেতা
● ফার্ম
ঘ. শিল্প
৫৮. কোন বাজারের পণ্যের জন্য বিক্রেতা প্রচুর বিজ্ঞাপন ব্যয় করে থাকে?
ক. একচেটিয়া
খ. ডুয়োপলি
গ. পূর্ণ প্রতিযোগিতা
● একচেটিয়া প্রতিযোগিতামূলক
৫৯. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্যকে কী করা যায় না?
ক. বিক্রয়
● পূর্ণ অনুকরণ
গ. প্রচার
ঘ. গুদাম হ্রাস-বৃদ্ধি
৬০. বাংলাদেশের বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহ কোন বাজারের অন্তর্ভুক্ত?
ক. একচেটিয়া
● একচেটিয়া প্রতিযোগিতামূলক
গ. পূর্ণ প্রতিযোগিতামূলক
ঘ. অলিগোপলি
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৬১. কোন বাজারে জোট বা দলভুক্ত ফার্ম থাকে?
ক. ডুয়োপলি
খ. অলিগোপলি
গ. পূর্ণ প্রতিযোগিতামূলক
● একচেটিয়া প্রতিযোগিতামূলক
৬২. কোন বাজারের উৎপাদিত দ্রব্য ভিন্ন থাকে
ক. পূর্ণ প্রতিযোগিতা
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক
● একচেটিয়া প্রতিযোগিতামূলক
ঘ. দ্বিপাক্ষিক একচেটিয়া
৬৩. কোন বাজারে ফার্মের অবাধ প্রবেশ বা প্রস্থান বাধাহীন থাকে?
ক. দ্বিপাক্ষিক একচেটিয়া
খ. মনোপলি
● একচেটিয়া প্রতিযোগিতামূলক
ঘ. পূর্ণ প্রতিযোগিতার
৬৪. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম কী ধরনের মুনাফা অর্জন করে?
ক. স্বাভাবিক
খ. সর্বোচ্চ
● অস্বাভাবিক
ঘ. ক্ষতি স্বীকার করে
৬৫. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মূল লক্ষ্য কী থাকে?
ক. ফার্মের সংখ্যা সীমিত করা
● সর্বাধিক মুনাফা অর্জন
গ. আয়তন বৃদ্ধি করা
ঘ. সম্পদ বৃদ্ধি
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৬৬. একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে মোট উৎপাদনের সামান্যতম অংশ কে নিয়ন্ত্রণ করতে পারে?
● ফার্ম
খ. শিল্প
গ. ক্রেতা
ঘ. বিক্রেতা
৬৭. প্রচার ও গুণগত মান বৃদ্ধি পেলে কী হয়?
ক. দ্রব্যের বিক্রি কমে
খ. দ্রব্যের গুণাবলি কমে
গ. দ্রব্যের স্থায়িত্ব বাড়ে
● দ্রব্যের বিক্রি বাড়ে
৬৮. কোন সময়ে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মত থাকে?
ক. অতি স্বল্পকালে
খ. স্বল্পকালে
● দীর্ঘকালে
ঘ. অতি দীর্ঘকালে
৬৯. সাজিদ সাহেব দুটি লাক্স সাবান, দুটি হুইল সাবান, এক প্যাকেট হুইল পাউডার এবং একটি ক্লোজআপ পেস্ট ক্রয় করলেন। তার ক্রয়কৃত সামগ্রী কোন বাজারের অন্তর্ভুক্ত?
ক. ডুয়োপলি
খ. একচেটিয়া
গ. পূর্ণ প্রতিযোগিতা
● একচেটিয়া প্রতিযোগিতামূলক
৭০. কোনটি কতিপয় বিক্রেতার বাজার?
ক. পূর্ণ প্রতিযোগিতা
● অলিগোপলি
গ. একচেটিয়া
ঘ. ডুয়োপলি
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৭১. সামান্য পৃথকীকরণ দ্রব্য বিক্রি হয় কোন বাজারে?
● অলিগোপলি
খ. পূর্ণ প্রতিযোগিতা
গ. একচেটিয়া
ঘ. ডুয়োপলি
৭২. টেলিযোগাযোগ খাত কোন বাজারের উদাহরণ?
ক. পূর্ণ প্রতিযোগিতা
খ. একচেটিয়া
গ. ডুয়োপলি
● অলিগোপলি
৭৩. কোন বাজারের বিক্রেতা মডেল দ্বারা ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করে?
ক. পূর্ণ প্রতিযোগিতা
খ. একচেটিয়া
গ. ডুয়োপলি
● অলিগোপলি
৭৪. কোন বাজারে বিজ্ঞাপনের প্রভাব থাকে?
● অলিগোপলি
খ. একচেটিয়া
গ. পূর্ণ প্রতিযোগিতা
ঘ. ডুয়োপলি
৭৫. ঢেউটিন, বৈদ্যুতিক তার, টাইলস কোন বাজারের পণ্য?
ক. পূর্ণ প্রতিযোগিতা
খ. একচেটিয়া
গ. ডুয়োপলি
● অলিগোপলি
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৭৬. অলিগোপলি বাজারে বিদ্যমান-
ক. সামান্য প্রতিযোগিতা
● তীব্র প্রতিযোগিতা
গ. অসম প্রতিযোগিতা
ঘ. চরম প্রতিযোগিতা
৭৭. অল্প সংখ্যক বিক্রেতা কোন বাজারে থাকে?
ক. মনোপলি
খ. ডুয়োপলি
গ. মনোপসনি
● অলিগোপলি
৭৮. কোন বাজারে একজন বিক্রেতা অন্যান্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন?
ক. পূর্ণ প্রতিযোগিতা
খ. একচেটিয়া
● অলিগোপলি
ঘ. ডুয়োপলি
৭৯. কোনটি অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য?
ক. দামের নমনীয়তা
খ. নতুন ফার্ম প্রবেশ বন্ধ
গ. সম-আকৃতির
● বিজ্ঞাপনের প্রভাব
৮০. নোকিয়া কোম্পানি তার পণ্যের বিজ্ঞাপনে একজন বিদেশি চলচ্চিত্রের শিল্পীকে ব্যবহার করেন। অন্যদিকে স্যামসাং কোম্পানি একজন বিদেশি খেলোয়াড়কে ব্যবহার করেন। এটি কোন বাজারের ক্ষেত্রে দেখা যায়?
● অলিগোপলি
খ. পূর্ণ প্রতিযোগিতা
গ. একচেটিয়া
ঘ. ডুয়োপলি
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৮১. বাংলাদেশে কৃষিপণ্যের খুচরা বাজার কোন ধরনের বাজারের উদাহরণ?
ক. একচেটিয়া
খ. অপূর্ণ প্রতিযোগিতামূলক
● পূর্ণ প্রতিযোগিতার কাছাকাছি
ঘ. দীর্ঘকালীন
৮২. বাংলাদেশে কোন ধরনের বাজার খুঁজে পাওয়া যায় না?
● বিশুদ্ধ পূর্ণ প্রতিযোগিতার
খ. পূর্ণ প্রতিযোগিতা
গ. ডুয়োপলি
ঘ. একচেটিয়া
৮৩. বাংলাদেশের বিভিন্ন পণ্যের ক্ষেত্রে কোন ধরনের বাজার দেখা যায়?
ক. পূর্ণ প্রতিযোগিতামূলক
খ. একচেটিয়া প্রতিযোগিতামূলক
গ. অলিগোপলি
● একচেটিয়া
৮৪. বাংলাদেশ রেলওয়ের টিকিট কোন ধরনের বাজারের উদাহরণ?
ক. একচেটিয়া প্রতিযোগিতামূলক
● একচেটিয়া
গ. পূর্ণ প্রতিযোগিতামূলক
ঘ. অলিগোপলি
৮৫. রিক্সা পরিবহন কোন বাজারের উদাহরণ?
ক. একচেটিয়া
খ. প্রতিযোগিতামূলক
গ. স্থানীয়
● পূর্ণ প্রতিযোগিতামূলক
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৮৬. বাংলাদেশের কাঁচামালের বাজারকে কোন বাজার বলা হয়?
● পূর্ণ প্রতিযোগিতার কাছাকাছি
খ. ডুয়োপলি
গ. মনোপলি
ঘ. অলিগোপলি
৮৭. কোন ধরনের বাজার বাংলাদেশে সর্বত্র লক্ষ করা যায়?
ক. পূর্ণ প্রতিযোগিতার
খ. মনোপলি
● একচেটিয়া প্রতিযোগিতামূলক
ঘ. দ্বিপাক্ষিক একচেটিয়া
৮৮. ডায়াগনস্টিক সেন্টার কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত?
ক. পূর্ণ প্রতিযোগিতামূলক
খ. ডুয়োপলি
● একচেটিয়া প্ৰতিযোগিতামূলক
ঘ. অলিগোপলি
৮৯. বিকশিত বাজার কত ধরনের হয়?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫
৯০. প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
● দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৯১. পরিধির প্রেক্ষিতে অর্থনীতিতে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ১ ভাগে
● ৩ ভাগে
গ. ২ ভাগে
ঘ. ৪ ভাগে
৯২. অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কত প্রকার?
● ৩ প্রকার
খ. ৬ প্রকার
গ. ৮ প্রকার
ঘ. ৯ প্রকার
৯৩. ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে হয়-
ⅰ. দ্রব্যের মূল্য নির্ধারিত হয়
ⅱ. মূল্যের নিয়ম সৃষ্টি হয়
ⅲ. দ্রব্যের বেচাকেনা নির্ভর করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৪. অর্থনীতিতে বাজার গঠনের পূর্বশর্ত হলো—
ⅰ. একটি নির্দিষ্ট স্থান
ⅱ. ক্রেতা ও বিক্রেতার অবস্থান
ⅲ. দরকষাকষি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৯৫. অর্থনীতিতে বাজার ধারণাটি সম্পর্কিত—
ⅰ. চাহিদার সাথে
ⅱ. কালের সাথে
ⅲ. যোগানের সাথে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৬. বাজারের উপাদান হলো-
ⅰ. দ্রব্য
ⅱ. ক্রেতা ও বিক্রেতা
ⅲ. নির্দিষ্ট দাম
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৭. বাজার ধারণায় মৌলিক বিষয় হলো-
ⅰ. চাহিদা
ⅱ. যোগান
ⅲ. সময় ও দাম
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৮. ইলিশ মাছের বাজার হলো—
ⅰ. অতি স্বল্পকালীন
ⅱ. জাতীয়
ⅲ. দীর্ঘকালীন
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
৯৯. স্থানীয় বাজার হলো—
ⅰ. মাছের বাজার
ⅱ. কাঁচাবাজার
ⅲ. পাটের বাজার
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০০. সোনা, পাট ও তৈরি পোশাকের বাজার হলো—
ⅰ. স্থানীয় বাজার
ⅱ. আন্তর্জাতিক বাজার
ⅲ. জাতীয় বাজার
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০১. বাজারে ক্রেতার চেষ্টা থাকে—
ⅰ. দাম সর্বোচ্চকরণ
ⅱ. দাম সর্বনিম্নকরণ
ⅲ. সর্বোৎকৃষ্ট পণ্য পাওয়া
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০২. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রভাব বিস্তার করে না—
ⅰ. উৎপাদন
ⅱ. কর
ⅲ. ভর্তুকি
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
১০৩. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে –
ⅰ. উপকরণের গতিশীলতা নেই
ⅱ. বাহ্যিক প্রভাব নেই
ⅲ. ক্রেতা ও বিক্রেতা বাজার সম্পর্কে জ্ঞাত
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৪. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্য হলো-
ⅰ. অসংখ্য ক্রেতা-বিক্রেতা
ⅱ. নির্দিষ্ট সংখ্যক বিক্রেতা
ⅲ. দ্রব্যের এককসমূহ সমজাতীয়
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৫. পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বাধীনতা থাকে-
ⅰ. আয় নির্ধারণে
ⅱ. মূল্য নির্ধারণে
ⅲ. উৎপাদনের পরিমাণ নির্ধারণে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৬. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এক পণ্য অন্য পণ্য থেকে পৃথক করা যায় না। কারণ-
ⅰ. গুণগত দিক একই
ⅱ. পরিমাণগত দিক একই
ⅲ. সব পণ্য দেখতে একই রকম
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
১০৭. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সরকার প্রভাব সৃষ্টি করে না—
ⅰ. কর আরোপ করে
ⅱ. ভর্তুকি দিয়ে
ⅲ. রেশনিং দিয়ে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৮. পূর্ণ প্রতিযোগিতার বাজারে নগণ্য অংশ –
ⅰ. একজন বিক্রেতার চাহিদা
ⅱ. একজন বিক্রেতার যোগান
ⅲ. ক্রেতা ও বিক্রেতা
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১০৯ ও ১১০ নং প্রশ্নের উত্তর দাও :
‘ক’ মাছ কেনার জন্য বাজারে গেল। একটি ইলিশ মাছের দাম বিক্রেতা ৫০০ টাকা চাইল। দর কষাকষির মাধ্যমে মি. ‘ক’ মাছটি ৪০০ টাকায় ক্রয় করল।
১০৯. মি. ‘ক’ যে বাজার থেকে মাছটি ক্রয় করে সেটি কোন প্রকৃতির বাজার?
ক. একচেটিয়া প্রতিযোগিতা
● পূর্ণ প্রতিযোগিতা
গ. একচেটিয়া
ঘ. ডুয়োপলি
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
১১০. এ বাজারের বৈশিষ্ট্য হলো—
ⅰ. সমজাতীয় পণ্য
ⅱ. অসংখ্য ক্রেতা-বিক্রেতা
ⅲ. উপকরণের পূর্ণ গতিশীলতা
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১১১ ও ১১২ নং প্রশ্নের উত্তর দাও :
অহনা তার মায়ের সাথে গহনা বানাতে সোনার দোকানে গেল। দু’ তিনটি দোকান ঘুরে তারা খেয়াল করল সব দোকানে সোনার মূল্য একই রকম।
১১১. অহনা ও তার মা সোনা কিনতে কোন বাজারে গেল?
খ. একচেটিয়া প্রতিযোগিতামূলক
গ. একচেটিয়া
● পূর্ণ প্রতিযোগিতামূলক
ঘ. ডুয়োপলি
১১২. এই বাজারের দ্রব্যসামগ্রী-
ⅰ. একই গুণসম্পন্ন
ⅱ. সমজাতীয়
ⅲ. পরিপূরক
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম অর্থনীতি ৫ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।