নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা “মানবিক শাখার” পরীক্ষার্থীদের জন্য নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ :  অর্থনীতির গুরুতবপূণ ধারণাসমূহ শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

১. নিচের কোনটি অবস্তুগত সম্পদ?
ক. ঘর
● শিক্ষকের পাঠদান
গ. সোনার আংটি
ঘ. আসবাবপত্র

২. অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্য কয়টি?
ক. ৩টি
খ. ৫টি
● ৪টি
ঘ. ৬টি

৩. নিচের কোনটি সম্পদের প্রধান বৈশিষ্ট্য?
● উপযোগ
খ. অপ্রাচুর্যতা
গ. হস্তান্তরযোগ্যতা
ঘ. বাহ্যিকতা

৪. শারীরিক যোগ্যতা কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত
খ. প্রাকৃতিক
গ. সমষ্টিগত
● মানবিক

৫. যেসব দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাকে কী বলে?
ক. উপযোগ
খ. চাহিদা
● সম্পদ
ঘ. দ্রব্য

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৬. রাতুল অত্যন্ত মেধাবী। তার এ গুণ কোন ধরনের?
ক. চারিত্রিক
খ. অপ্রাচূর্য
● অভ্যন্তরীণ
ঘ. প্রাকৃতিক

৭. কোনো দ্রব্যকে সম্পদ বলতে গেলে কোন বিষয়টি থাকা বাঞ্ছনীয়?
ক. প্রাচুর্যতা
খ. উন্নত হওয়া
● উপযোগ সৃষ্টির ক্ষমতা
ঘ. বেশি দামি হওয়া

৮. অপ্রাচুর্যতা কথাটির অর্থ কী?
ক. যোগানের তুলনায় চাহিদা সীমাবদ্ধ
● চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ
গ. সম্পদের পরিমাণ অসীম
ঘ. চাহিদা ও যোগানের পরিমাণ সমান

৯. ‘সমুদ্রের পানি’ অর্থনৈতিক সম্পদ নয়— সম্পদের কোন বৈশিষ্ট্যটি এখানে অনুপস্থিত?
ক. উপযোগ
খ. বাহ্যিকতা
● অপ্রাচুর্যতা
ঘ. হস্তান্তরযোগ্যতা

১০. বাহ্যিকতা বলতে কী বোঝায়?
ক. পরিবর্তনযোগ্যতা
● দৃশ্যমানতা
গ. হস্তান্তরযোগ্যতা
ঘ. অদৃশ্যমানতা

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

১১. বাহ্যিকতা কীসের বৈশিষ্ট্য?
● সম্পদের
খ. অভাবের
গ. উপযোগ
ঘ. চারিত্রিক গুণাবলি

১২. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে সম্পদ বলা যায় না কেন? ক. উপযোগ নেই বলে
খ. বাহ্যিকতা নেই বলে
● হস্তান্তরযোগ্যতা নেই বলে
ঘ. প্রাচুর্যতা নেই বলে

১৩. অর্থনীতির ভাষায় নিচের কোনটি সম্পদ?
ক. মাতৃস্নেহ
● নার্সের সেবা
গ. সন্তান লালন
ঘ. সূর্যকিরণ

১৪. নদীর পানি, বাতাস সম্পদ নয় কেন?
ক. সব এলাকায় পাওয়া যায়
● যোগান প্রচুর
গ. বিনামূল্যে পাওয়া যায়
ঘ. উপযোগ নেই

১৫. একজন বিজ্ঞানীর উদ্ভাবনী ক্ষমতা কোন ধরনের সম্পদ?
● মানবিক
খ. জাতীয়
গ. প্রাকৃতিক
ঘ. আন্তর্জাতিক

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

১৬. উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার?
● ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬

১৭. রানার মা গ্যাসের চুলায় রান্না করেন। এই গ্যাস কোন ধরনের সম্পদ?
● প্রাকৃতিক
খ. জাতীয়
গ. উৎপাদিত
ঘ. ব্যক্তিগত

১৮. কোনটি প্রাকৃতিক দান নয়, মনুষ্যসৃষ্ট?
● রাস্তাঘাট
খ. নদ-নদী
গ. ভূমি
ঘ. আবহাওয়া

১৯. প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে কী সম্পদ সৃষ্টি করে?
● উৎপাদিত সম্পদ
খ. প্রাকৃতিক সম্পদ
গ. মানুষের তৈরি সম্পদ
ঘ. মানবিক সম্পদ

২০. আমাদের দেশের বিখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল আলীম। তার গানের প্রতিভা কোন সম্পদের অন্তর্ভুক্ত?
ক. সামাজিক
খ. আন্তর্জাতিক
● মানবিক
ঘ. প্রাকৃতিক

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

২১. ‘জনগণের দক্ষতা’ কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত
খ. সমষ্টিগত
● মানবিক
ঘ. আন্তর্জাতিক

২২. মানবিক সম্পদ সম্পদ নয় কেন?
ক. উপযোগ নেই
খ. অপ্রাচুর্যতা নেই
● বাহ্যিকতা নেই
ঘ. মূল্য নেই

২৩. হাসপাতাল, ক্লিনিক ইত্যাদি কী ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত
● উৎপাদিত
গ. আন্তর্জাতিক
ঘ. জাতীয়

২৪. কাঁচামাল কোন ধরনের সম্পদ?
ক. প্রাকৃতিক
● উৎপাদিত
গ. মনুষ্যসৃষ্ট
ঘ. ব্যক্তিগত

২৫. প্রাকৃতিক সম্পদের মালিক কে?
ক. সরকার
● সমগ্র জাতি
গ. রাজনৈতিক দল
ঘ. পরিবার

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

২৬. নাফিসা একজন দক্ষ শ্রমিক। নাফিসার যোগ্যতা কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত সম্পদ
খ. জাতীয় সম্পদ
● মানবিক সম্পদ
ঘ. সমষ্টিগত সম্পদ

২৭. ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে কয়টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে?
ক. ২১টি
খ. ২৪টি
গ. ২২টি
● ২৭টি

২৮. বাংলাদেশের ২৭টি গ্যাস ক্ষেত্রে গ্যাস মজুদের পরিমাণ কত?
● ৩৯.৯০ ট্রিলিয়ন ঘনফুট
খ. ৪০.১০ ট্রিলিয়ন ঘনফুট
গ. ৪১.৯০ ট্রিলিয়ন ঘনফুট
ঘ. ৪২.৯০ ট্রিলিয়ন ঘনফুট

২৯. বাংলাদেশের কয়টি ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা হয়?
ক. ১৩
খ. ১৮
● ২১
ঘ. ২৩

৩০. সিমেন্ট, কাগজ, ব্লিচিং পাউডার প্রভৃতি উৎপাদনে কী ব্যবহৃত হয়?
ক. চীনামাটি
খ. কঠিন শিলা
● চুনাপাথর
ঘ. গন্ধক

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৩১. বাংলাদেশে চুনাপাথর কোথায় মজুদ রয়েছে?
ক. মধ্যপাড়ায়
খ. বিজয়পুরে
গ. বড় পুকুরিয়ায়
● সেন্টমার্টিন দ্বীপে

৩২. চট্টগ্রাম বিভাগের কোথায় চুনাপাথরের মজুদ রয়েছে? ● সেন্টমার্টিনে
খ. কুতুবদিয়ায়
গ. পতেঙ্গায়
ঘ. সন্দ্বীপে

৩৩. বাংলাদেশের কোথায় চীনামাটি মজুদ রয়েছে?
● বিজয়পুর
খ. জয়পুরহাট
গ. টেকেরহাট
ঘ. রংপুর

৩৪. ময়মনসিংহের বিজয়পুরে কোন খনিজ সম্পদটি পাওয়া যায়?
ক. সিলিকা বালু
● চীনামাটি
গ. গন্ধক
ঘ. কয়লা

৩৫. পত্নীতলায় কোন খনিজ দ্রব্য মজুদ রয়েছে?
ক. চুনাপাথর
● চীনামাটি
গ. সিলিকা বালু
ঘ. গন্ধক

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৩৬. বাঁধ নির্মাণে কোন পাথর দরকার হয়?
ক. চুনাপাথর
খ. মার্বেল পাথর
গ. মুড়িপাথর
● কঠিন শিলা

৩৭. রেলপথ নির্মাণে কোনটি ব্যবহৃত হয়?
ক. চুনাপাথর
খ. নুড়িপাথর
গ. আগ্নেয়শিলা
● কঠিন শিলা

৩৮. কোথায় সিলিকা বালু পাওয়া যায়?
ক. রংপুর
খ. দিনাজপুর
● জামালপুর
ঘ. ফরিদপুর

৩৯. বাংলাদেশের কোথায় কঠিন শিলা মজুদ রয়েছে? ক. বিজয়পুর
খ. ভাঙ্গারহাট
গ. বড় পুকুরিয়া
● রাণীপুকুর

৪০. দিনাজপুরের মধ্যপাড়া ও রংপুরের রাণীপুকুরে কীসের মজুদ রয়েছে?
ক. কয়লা
● কঠিন শিলা
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. গন্ধক

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৪১. দিয়াশলাই কারখানায় কোনটি ব্যবহৃত হয়?
ক. সিলিকা বালু
খ. খনিজ তেল
● গন্ধক
ঘ. চুনাপাথর

৪২. কোন খনিজ সম্পদ তেল পরিশোধনের কাজে লাগে?
ক. চুনাপাথর
খ. চীনামাটি
গ. সিলিকা
● গন্ধক

৪৩. চট্টগ্রামের কুতুবদিয়া দ্বীপে কী পাওয়ার সম্ভাবনা রয়েছে?
ক. চীনামাটি
● গন্ধক
গ. সিলিকা বালু
ঘ. চুনাপাথর

৪৪. বাংলাদেশের কোথায় তামার সন্ধান পাওয়া গেছে? ক. সিলেটের হরিপুরে
● দিনাজপুরের মধ্যপাড়ায়
গ. সিলেটের তামাবিলে
ঘ. কুতুবদিয়া দ্বীপে

৪৫. নিচের কোনটি মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়?
ক. পিতল
খ. ব্রোঞ্জ
গ. স্টিল
● তামা

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৪৬. প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য যেকোনো দেশে কত ভাগ বনাঞ্চল থাকা দরকার?
● ২৫
খ. ৩০
গ. ৩৫
ঘ. ৪০

৪৭. বাংলাদেশের মোট বনভূমি মোট ভূখণ্ডের কত ভাগ?
● প্রায় ১১.১০ ভাগ
খ. প্রায় ১৩.১০ ভাগ
গ. প্রায় ১৬.১০ ভাগ
ঘ. প্রায় ২৫ ভাগ

৪৮. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমি কয়টি জেলার পাহাড়ি এলাকা জুড়ে বিস্তৃত?
ক. ২টি
খ. ৩টি
● ৪টি
ঘ. ৫টি

৪৯. নিচের কোনটি সর্বাধিক বনাঞ্চল সমৃদ্ধ দেশ?
● জাপান
খ. ভারত
গ. আমেরিকা
ঘ. বার্মা

৫০. বাংলাদেশের সমগ্র বনভূমিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৩ ভাগে
● ৫ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৬ ভাগে

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৫১. বাংলাদেশের কোন বনাঞ্চল সমুদ্র উপকূলে অবস্থিত?
ক. চট্টগ্রামের বনভূমি
খ. বরেন্দ্র বনভূমি
গ. ভাওয়াল গড়ের বনভূমি
● সুন্দরবন

৫২. জাপানে বনভূমির পরিমাণ মোট ভূখণ্ডের কত ভাগ?
ক. ২৫
খ. ৩৪
গ. ৩৫
● ৬৭

৫৩. নিচের কোন দেশে সবচেয়ে কম বনাঞ্চল রয়েছে?
ক. ভারতে
● বাংলাদেশে
গ. আমেরিকায়
ঘ. জাপানে

৫৪. মধুপুর ও ভাওয়ালের বনভূমিতে কোন কোন বৃক্ষ পাওয়া যায়?
ক. শিমুল, বনজাম ও বাঁশ
খ. গরান, গেওয়া ও কেওড়া
গ. সেগুন, গর্জন ও গামারি
● শাল, গজারি ও বনজাম

৫৫. সিলেটের বনভূমিতে কোনটি পাওয়া যায়?
ক. বাইন
খ. শাল
গ. জারুল
● বেত

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৫৬. শাল কোন বনের প্রধান বৃক্ষ?
ক. সিলেটের বনভূমি
খ. সুন্দরবন
● মধুপুর ও ভাওয়াল বনভূমি
ঘ. চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম

৫৭. সিলেটের বনভূমির আয়তন কত?
ক. ৮৪০ বর্গ কি.মি.
খ. ১৪০ বর্গ কি.মি.
● ১০৪০ বর্গ কি.মি.
ঘ. ১১৪০ বর্গ কি.মি.

৫৮. দিনাজপুর ও রংপুরের বনভূমির আয়তন কত?
● প্রায় ৩৯ বর্গ কি.মি.
খ. প্রায় ৪৫ বর্গ কি.মি.
গ. প্রায় ৪০ বর্গ কি.মি.
ঘ. প্রায় ৬৪ বর্গ কি.মি.

৫৯. বাংলাদেশে গ্যাসচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কয়টি? ক. ৩টি
● ৫টি
গ. ৪টি
ঘ. ৬টি

৬০. বাংলাদেশের কোথায় পেট্রোলিয়ামের সন্ধান পাওয়া গেছে?
● হরিপুরে
খ. তামাবিলে
গ. কুতুবদিয়ায়
ঘ. বড় পুকুরিয়ায়

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৬১. নিচের কোন উৎস থেকে বাংলাদেশে এখনো শক্তির উৎপাদন শুরু করা সম্ভব হয় নি?
ক. কয়লা
খ. খনিজ তেল
গ. প্রাকৃতিক গ্যাস
● আণবিক শক্তি

৬২. তেল, গ্যাস ও কয়লার সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে কী বলে?
ক. পানি বিদ্যুৎ
● তাপ বিদ্যুৎ
গ. জল বিদ্যুৎ
ঘ. স্থির বিদ্যুৎ

৬৩. ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত?
● কুষ্টিয়া
খ. খুলনা
গ. সিলেট
ঘ. নরসিংদী

৬৪. নারায়ণগঞ্জে কোন তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে?
ক. আশুগঞ্জ
● সিদ্ধিরগঞ্জ
গ. গোয়ালপাড়া
ঘ. ভেড়ামারা

৬৫. আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. কুষ্টিয়া
● ব্রাহ্মণাড়িয়া
গ. সিলেট
ঘ. নরসিংদী

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৬৬. কোন নদীতে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে?
ক. মেঘনা
খ. নাফ
● কর্ণফুলী
ঘ. সাংগু

৬৭. বাংলাদেশে খনিজ তেল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে?
ক. ৩টি
● ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি

৬৮. বাংলাদেশের কোন বিদ্যুৎ কেন্দ্রে খনিজ তেল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
ক. সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র
খ. ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র
গ. চট্টগ্রাম তাপ বিদ্যুৎ কেন্দ্র
● গোয়ালপাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্র

৬৯. গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত?
ক. কুষ্টিয়া
● খুলনা
গ. সিলেট
ঘ. নরসিংদী

৭০. বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত?
ক. ঘোড়াশালে
● কাপ্তাই
গ. সিদ্ধিরগঞ্জ
ঘ. ভেড়ামারা

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৭১. আধুনিক বিশ্ব কোন শক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে? ক. প্রাকৃতিক গ্যাস
খ. জৈব গ্যাস
গ. সৌর তাপ
● আণবিক

৭২. কোনটি প্রাণী ও উদ্ভিদের জীবনধারণের জন্যে অপরিহার্য সম্পদ?
ক. কৃষি
● পানি
গ. খনিজ
ঘ. বনজ

৭৩. বাংলাদেশে পানির উৎস প্রধানত কয়টি?
ক. ২টি
খ. ৪টি
● ৩টি
ঘ. ৫টি

৭৪. কোনটির যোগান কম বা বেশি হলে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়?
ক. ভূমি
খ. খনিজ
● পানি
ঘ. ভূমির উর্বরতা

৭৫. কোনটি থেকে পানি বিদ্যুৎ উৎপন্ন হয়?
ক. গ্যাস
খ. তেল
● নদীর স্রোত
ঘ. কয়লা

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৭৬. দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
ক. আশুগঞ্জ
খ. খুলনায়
● চট্টগ্রামের কাপ্তাইয়ে
ঘ. ভৈরবে

৭৭. কোনটি প্রাকৃতিক সম্পদ নয়?
ক. জলবায়ু ও বৃষ্টিপাত
খ. নদ-নদী
গ. খনিজ সম্পদ
● পানি বিদ্যুৎ

৭৮. বাংলাদেশে কৃষির জন্য অপরিহার্য পানির উৎস কয়টি?
ক. একটি
খ. দুইটি
● তিনটি
ঘ. চারটি

৭৯. নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ যা কৃষি উৎপাদনে প্রত্যক্ষভাবে সহায়তা করে?
ক. বিদ্যুৎ শক্তি
খ. উত্তম বীজ
গ. সেচ ব্যবস্থা
● ভূমির উর্বরতা

৮০. নিচের কোন সম্পদের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে আমাদের অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়বে?
ক. বিদ্যুৎ
খ. উফশী বীজ
গ. আণবিক শক্তি
● পানি

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৮১. আলো, বাতাস, নদীর পানি এগুলো কোন ধরনের দ্রব্য?
● অবাধলভ্য
খ. অর্থনৈতিক
গ. স্থায়ী ভোগ্য
ঘ. অস্থায়ী ভোগ্য

৮২. বিনামূল্যে প্রাপ্ত দ্রব্যকে কী বলে?
ক. অর্থনৈতিক দ্রব্য
খ. ভোগদ্ৰব্য
গ. অস্থায়ী দ্রব্য
● অবাধলভ্য দ্রব্য

৮৩. মানুষের অভাব মিটানোর ক্ষমতাসম্পন্ন বস্তুগত ও অবস্তুগত সব জিনিসকে আমরা কী বলে থাকি?
ক. সম্পদ
খ. উপযোগ
গ. ভূমি
● অর্থনৈতিক দ্রব্য

৮৪. অর্থনৈতিক দ্রব্যের কী আছে?
● উপযোগ
খ. ভোগ
গ. যোগান
ঘ. সঞ্চয়

৮৫. কোনটি অবস্তুগত দ্রব্য?
ক. মাটি
খ. পানি
● বাতাস
ঘ. কলম

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৮৬. নিচের কোনটি স্থায়ী দ্রব্য?
● খেলার মাঠ
খ. বসু
গ. খাদ্য
ঘ. কাঁচামাল

৮৭. কোনো ক্ষেত্রে একবার মাত্র ভোগ করা যায় তাকে কোন দ্রব্য বলে?
ক. অর্থনৈতিক দ্রব্য
খ. ভোগদ্ৰব্য
● অস্থায়ী দ্রব্য
ঘ. অবাধলভ্য দ্রব্য

৮৮. নিচের কোনটি মধ্যবর্তী দ্রব্য?
ক. গম
● আটা
গ. রুটি
ঘ. ভাত

৮৯. রহিম সাহেব তুলা থেকে সুতা তৈরি করেন। সুতা কোন ধরনের পণ্য?
ক. প্রাথমিক দ্রব্য
খ. চূড়ান্ত দ্রব্য
● মাধ্যমিক দ্রব্য
ঘ. জাতীয় দ্রব্য

৯০. কোন দ্রব্য চূড়ান্ত উৎপাদনে নিঃশেষ হয়ে যায়?
ক. মূলধনী
খ. স্থায়ী
গ. অবাধলভ্য
● মধ্যবর্তী

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৯১. যে সব দ্রব্য প্রত্যক্ষভাবে ভোগ করা যায় না কিন্তু অধিক উৎপাদন কাজে সাহায্য করে তাকে কোন দ্রব্য বলে?
ক. অবাধলভ্য
● মধ্যবর্তী
গ. চূড়ান্ত
ঘ. অর্থনৈতিক

৯২. কোনটি মূলধনী দ্রব্য?
ক. টেবিল
খ. জমি
● গুদামঘর
ঘ. বাড়ি

৯৩. একজন কৃষক গম উৎপাদন না করে ভুট্টা উৎপাদন করে। এখানে কৃষক ভুট্টা চাষের সিদ্ধান্ত নেয় কীসের ভিত্তিতে?
ক. চাহিদার
খ. যোগানের
● সুযোগ ব্যয়ের
ঘ. উপকরণের

৯৪. মিনার বাবা তাকে একটি কলম ও একটি পেন্সিল কেনার জন্য ১০ টাকা দেয়। কিন্তু মিনা ১০ টাকা দিয়ে পেন্সিল না কিনে দুটি কলম কিনল। অর্থনীতির ভাষায় একে কী বলা হয়?
ক. নির্বাচন
খ. ভোগ ব্যয়
● সুযোগ ব্যয়
ঘ. উৎপাদন ব্যয়

৯৫. কোন দ্রব্য বারবার উৎপাদন কাজে ব্যবহৃত হয়?
ক. মধ্যবর্তী
খ. চূড়ান্ত
● মূলধনী
ঘ. অস্থায়ী

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

৯৬. যে সব দ্রব্য ও অবস্তুগত সেবা উপযোগসম্পন্ন এবং বিক্রয়যোগ্য, সেগুলোকে কী বলে?
ক. চাহিদা
● পণ্য
গ. যোগান
ঘ. উৎপাদন

৯৭. শ্রমের জন্য প্রাপ্ত আয়কে কী বলে?
ক. মূলধন
খ. বেতন
● মজুরি
ঘ. লগ্নি

৯৮. জমির জন্য প্রাপ্ত আয়কে কী বলে?
ক. সুদ
খ. উৎপাদন
● খাজনা
ঘ. মুনাফা

৯৯. পুঁজি ব্যবহার করার জন্য পুঁজির মালিককে কী দেওয়া হয়?
● সুদ
খ. উৎপাদন
গ. খাজনা
ঘ. মুনাফা

১০০. উদ্যোক্তা সব খরচ মিটিয়ে যে আয় করেন তাকে কী বলে?
ক. সুদ
খ. উৎপাদন
গ. খাজনা
● মুনাফা

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

১০১. আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্যে রাখা হয় তাকে কী বলে?
ক. মজুত
● সঞ্চয়
গ. ভোগ
ঘ. বিনিময়

১০২. আয় ও ভোগব্যয়ের পার্থক্যকে কী বলে?
ক. বিনিয়োগ
খ. মূলধন
● সঞ্চয়
ঘ. মুনাফা

১০৩. ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ের যে অংশ রেখে দেয়া হয় তাকে কী বলে?
● সঞ্চয়
খ. বিনিয়োগ
গ. মজুত
ঘ. মূলধন

১০৪. S= Y – C এটি কীসের সূত্র?
● সঞ্চয়
খ. বিনিয়োগ
গ. আয়
ঘ. যোগান

১০৫. ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা কী করি?
● সঞ্চয়
খ. ব্যয়
গ. বিনিয়োগ
ঘ. ভোগ

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

১০৬. S = Y – C, এখানে S কীসের প্রতীক?
● সঞ্চয়ের
খ. আয়ের
গ. যোগানের
ঘ. বিনিয়োগের

১০৭. যদি কারও মাসিক সঞ্চয় ২,০০০ টাকা এবং আয় ১০,০০০ টাকা হয়, তবে ব্যয় কত?
ক. ১২,০০০
খ. ৬,০০০
● ৮,০০০
ঘ. ৭,০০০

১০৮. সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?
ক. মূলধন
● বিনিয়োগ
গ. মুনাফা
ঘ. সঞ্চয়

১০৯. বিনিয়োগের ভিত্তি কী?
● সঞ্চয়
খ. উৎপাদন
গ. আয়
ঘ. মুনাফা

১১০. কীভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায়?
ক. আয়ের মাধ্যমে
খ. সঞ্চয়ের মাধ্যমে
● বিনিয়োগের মাধ্যমে
ঘ. মূলধনের মাধ্যমে

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

১১১. কোন উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে?
ক. শ্রম
খ. ভূমি
● মূলধন
ঘ. সংগঠন

১১২. অবস্তুগত সম্পদ বলতে বোঝায়—
ⅰ. আসবাবপত্রকে
ⅱ. শিক্ষকের পাঠদানকে
ⅲ. ডাক্তারের সেবাকে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৩. অফিসে ব্যবহৃত আসবাবপত্রকে সম্পদ বলা যায়। কারণ-
ⅰ. অপ্রাচুর্যতা আছে
ⅱ. বাহ্যিকতা আছে
ⅲ. হস্তান্তরযোগ্যতা আছে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৪. সম্পদের বৈশিষ্ট্য হতে হলে-
ⅰ. উপযোগ থাকতে হবে
ⅱ. অপ্রাচুর্য হবে
ⅲ. অত্যন্ত মূল্যবান হবে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৫. হস্তান্তরযোগ্যতা বলতে বোঝায়—
ⅰ. এক হাত হতে অন্য হাতে যাওয়া
ⅱ. এক স্থান হতে অন্য স্থানে নেওয়া
ⅲ. এক মালিকানা থেকে অন্য মালিকানায় বদল
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

১১৬. বস্তুগত সম্পদ হলো—
ⅰ. বই
ⅱ. গায়কের গান
ⅲ. আসবাবপত্র
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৭. প্রাকৃতিক সম্পদের উদাহরণ হলো-
ⅰ. খনিজ সম্পদ
ⅱ. পানি সম্পদ
ⅲ. প্রাকৃতিক গ্যাস
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১১৮. শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ ইত্যাদিকে সম্পদ বলা হয় না কারণ-
ⅰ. উপযোগ নেই
ⅱ. হস্তান্তরযোগ্যতা নেই
ⅲ. বাহ্যিকতা নেই
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১১৯. উৎপাদিত সম্পদ সৃষ্টি হয়—
ⅰ. প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে
ⅱ. মানবিক সম্পদ কাজে লাগিয়ে
ⅲ. ব্যক্তিগত সম্পদ কাজে লাগিয়ে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২০. মানবিক সম্পদ হলো—
ⅰ. শারীরিক যোগ্যতা
ⅱ. প্রতিভা
ⅲ. উদ্যোগ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

১২১. বাংলাদেশে গ্যাস উৎপাদনের ক্ষেত্র হলো-
ⅰ. বাখরাবাদ
ⅱ. মেঘনা
ⅲ. সালদা নদী
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২২. কঠিন শিলা ব্যবহৃত হয় —
ⅰ. সেনিটারি দ্রব্য তৈরিতে
ⅱ. রাস্তা নির্মাণে
ⅲ. রেলপথ তৈরিতে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৩. সিলিকা বালু ব্যবহৃত হয়—
ⅰ. কাচ তৈরিতে
ⅱ. রাস্তা রেলপথ ও বাঁধ নির্মাণে
ⅲ. রাসায়নিক দ্রব্য কিংবা রং তৈরিতে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

১২৪. খনিজ তেল অনুসন্ধানের কাজ চলছে—
ⅰ. উপকূলীয় এলাকায়
ⅱ. পার্বত্য চট্টগ্রামে
ⅲ. সিলেটে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ

১২৫. তামার সন্ধান পাওয়া গেছে—
ⅰ. দিনাজপুরের মধ্যপাড়ায়
ⅱ. সিলেটের তামাবিলে
ⅲ. রংপুরের রাণীপুকুর
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

১২৬. তামা ব্যবহৃত হয়ে থাকে—
ⅰ. রেলপথ নির্মাণে
ⅱ. মুদ্রা তৈরিতে
ⅲ. বৈদ্যুতিক তার তৈরিতে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

উদ্দীপকটি পড়ে ১২৭ ও ১২৮ নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস নাসরিন হাসপাতালের একজন সেবিকা। তিনি হাসপাতালে রোগীদের সেবা প্রদান করেন। তাছাড়া বাসায় তিনি সন্তানদের লেখাপড়ায় সাহায্য করেন, রান্না করেন এবং অবসর সময় টিভি দেখেন।

১২৭. মিসেস নাসরিনের কোন কাজটিকে সম্পদ বলা যায়?
● রোগীদের সেবা প্রদান
খ. সন্তানদেরকে পড়ানো
গ. রান্না করা
ঘ. টিভি দেখা

১২৮. উক্ত বিষয়টি ছাড়া মিসেস নাসরিনের অন্যান্য কাজগুলো সম্পদ হিসেবে গণ্য না হওয়ার কারণ—
ⅰ. হস্তান্তরযোগ্যতা নেই
ⅱ. বাজার চাহিদা অনুপস্থিত
ⅲ. উপযোগিতার অভাব
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১২৯ ও ১৩০ নং প্রশ্নের উত্তর দাও :
করিম ভালো শ্রমিক। সে তার শারীরিক যোগ্যতা অনুসারে কাজ করে ভালো আয় করে। তার মতো শ্রমিক জনগণের দক্ষতা বৃদ্ধি করে।

১২৯. করিমের যোগ্যতাটি কোন ধরনের সম্পদ?
ক. ব্যক্তিগত
● মানবিক
গ. প্রাকৃতিক
ঘ. সমষ্টিগত

১৩০. এ ধরনের সম্পদের মধ্যে থাকে না-
ⅰ. হস্তান্তরযোগ্যতা
ⅱ. উপযোগ
ⅲ. বাহ্যিকতা
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় MCQ

উদ্দীপকটি পড়ে ১৩১ ও ১৩২ নং প্রশ্নের উত্তর দাও :
বুবা একটি সরকারি স্কুলে পড়ে। তার বাবা বড় সরকারি কর্মকর্তা। একদিন রুবার বাবা তাকে গাড়িতে করে সিলেটের গ্যাসক্ষেত্র দেখার জন্য নিয়ে যান।

১৩১. রূবার বিদ্যালয়টি কোন ধরনের সম্পদ?
ক. জাতীয়
খ. প্রাকৃতিক
গ. মানবিক
● উৎপাদিত

১৩২. রুবাদের বিদ্যালয়টি তৈরি হয়েছে—
ⅰ. প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে
ⅱ. ব্যক্তিগত সম্পদ কাজে লাগিয়ে
ⅲ. মানবিক সম্পদ কাজে লাগিয়ে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ

শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম অর্থনীতি ২য় অধ্যায় বহুনির্বাচনী (MCQ) এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিতে এখানে ক্লিক করুন

Leave a Comment