নিশ্চয়ই আপনি গুগল বার্ড কি এ সম্পর্কিত তথ্য জানার জন্যই এডুকিউ ভিজিট করছেন। আমরাও আপনাকে গুগল বার্ড কি এবং গুগল বার্ড কিভাবে কাজ করে সেই সকল তথ্য দিয়ে আজকে আমরা সহযোগিতা করব। আজকের এই পুরো আর্টিকেল জুড়ে গুগল বার্ড কি এবং কিভাবে কাজ করে সেই সম্পর্কিত তথ্যগুলো শেয়ার করা হয়েছে, তাই অনুগ্রহ করে ধৈর্য ধরে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
চলতি বছরে প্রযুক্তিকে আরো উন্নয়ন করার লক্ষ্যে চ্যাট জিপিটি নামে একটি ভোট বের হয়েছে যেখানে আপনি যে কোন তথ্য চাওয়া মাত্রই তারা দিয়ে থাকেন। তারই প্রেক্ষাপটে গুগল মাত্র কিছুদিনের মধ্যেই গুগল বার্ড নামে একটি কৃত্রিম বুদ্ধি মাত্রার টুলস বের করেছে। যার নাম প্রদান করা হয়েছে গুগল বার্ড (Google Bard)।
চলুন আজকে আমরা জেনে নেই কৃত্রিম বুদ্ধিমত্তার অতি শক্তিশালী টুলস গুগল বার্ড কি এবং কিভাবে আপনাকে তথ্য প্রদান করে থাকে। একটু খোঁজ নিয়ে দেখলে অসংখ্য (AI) এআই টুলস পাওয়া যাবে। তারমধ্যে শক্তিশালী কয়েকটি টুলস এর মধ্যে সেরা টুলস গুগল বার্ড। মূলত গুগল থেকেই এটি পরিচালিত হচ্ছে যার ফলে তারা অনেক বেশি শক্তিশালী টুলস তৈরিতে সক্ষম হচ্ছে।
গুগল বার্ড কি?
গুগল বার্ড হচ্ছে এক ধরনের কৃত্রিম শক্তিশালী টুলস। এই গুগল বার্ড টুলস আপনাকে যে কোন প্রশ্নের উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকবে। বর্তমানে গুগল পরীক্ষা-নিরীক্ষা হিসেবে সকলের জন্য গুগল বার্ড টুলস টি উন্মুক্ত করে দিয়েছেন। যেখানে যে কেউ তার জিমেইল আইডির মাধ্যমে গুগল বার্ড পেইজে এক্সেস করে যে কোন তথ্য সম্পর্কে জানতে পারবে।
গুগল বার্ড কি সে প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়েছেন। গুগল বার্ড একটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ (NLP) সিস্টেম। যা ইউজারের ইনপুট এর উপর ভিত্তি করে তথ্য প্রদান করে থাকে। গুগল বার্ড যেকোনো তথ্য প্রদান করতে প্রস্তুত থাকে সবসময়। যে কোন তথ্য প্রদান করার জন্য গুগল খুবই সীমিত সময় নিয়ে থাকেন।
গুগল বার্ড আপনাকে ইউনিক আর্টিকেল সহ বিভিন্ন রচনা কবিতা লিখে দিতে সবসময় প্রস্তুত থাকে। গুগল বার্ড কি সে সম্পর্কিত প্রশ্নের উত্তর হচ্ছে- এ আই প্রযুক্তি করন টুলস। যে টস দ্বারা মানুষ বিভিন্ন তথ্য উপাত্ত পেয়ে থাকবেন, আর এটিও গুগলের অন্যতম একটি সার্ভিস। ভূগোলে রয়েছে এমন কোন কিওয়ার্ড দিয়ে গুগলকে প্রশ্ন করলে google খুব অল্প সময়ের মধ্যে সেই প্রশ্নের উত্তর প্রদান করে থাকে।
গুগল বার্ড কিভাবে কাজ করে?
গুগল বার্ড কি সে সম্পর্কিত প্রশ্নের উত্তর আশা করি ইতিমধ্যে আপনি পেয়েছেন। এবার আসুন জেনে নেয়া যাক গুগল বার্ড কিভাবে আপনাকে তথ্য প্রদান করে থাকে এবং কিভাবে তাদের প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা খুব দূরত্ব সময়ের মধ্যে আপনাকে তথ্য প্রদান করে। গুগলের এই প্রযুক্তি গুগলে থাকা যেকোন তথ্য খুব দ্রুত সময়ের মধ্যে আপনাকে প্রদান করতে সক্ষম হয়।
আপনি কি প্রশ্ন করেন সেটা গুগল ভার্ট অ্যালগরিদম থেকে গুগল বার্ড অথবা অন্য মাধ্যমে এই টুলস তথ্য সংগ্রহ করে এবং আপনি কি প্রশ্ন করেছেন তার ভিত্তিতে ওই প্রশ্নের উত্তরটি খুব অল্প সময়ের মধ্যে বের করে আপনাকে প্রেজেন্ট করে। এর ফলে আপনি গুগল থেকে পাওয়া একটি তথ্য দেখতে পান যা সম্পূর্ণ ইউনিক।
গুগল বার্ড প্রযুক্তিকে কাজে লাগিয়ে গুগলের ইউজারদের কাজ আরো সহজ করতে মূলত এই লক্ষ্য নিয়েছেন তারা। গুগল তাদের ইউজারদের চিন্তা মাথায় রেখে আরো দ্রুত কিভাবে তথ্য সংগ্রহ করা যায় সেই বিষয়ে চিন্তা করতে গুগল বার্ড টুলস নিয়ে এসেছেন।
ডাটা সংগ্রহ: মূলত গুগল বার্ড কি সে সম্পর্কে ইতোমধ্যে আপনি তথ্য পেয়েছেন এবার গুগল বার্থ বিভিন্ন ডাটা সংগ্রহ করে সেগুলো আপনাকে প্রোভাইড করে থাকে। আপনি যখন একটি প্রশ্ন করেন তখন ওই প্রশ্নের উত্তর যেটা হয়ে থাকে ওই একই উত্তর অন্য ব্যক্তি যখন একই প্রশ্ন করে থাকে তখন তাকে আরো দ্রুত সময় প্রেজেন্ট করে থাকে। গুগল বার্ড এভাবে ডাটা গুলো সংগ্রহ করে।
প্রি-প্রসেসিং: মেশিন লার্নিং এলগরিদম গুগল বার্থ একবার যখন তথ্য সংগ্রহ করে থাকে তখন ওই তথ্যগুলো একই প্রশ্নের জন্য বারবার প্রোভাইড করে থাকে। আমার বিভিন্ন সময়ে Google ইউনিক তথ্য দেয়ার জন্য আপনাকে কিছুটা সময় অপেক্ষমান রাখতে পারে। বিভিন্ন সময় দেখবেন গুগলকে একটা ইউনিক প্রশ্ন করার পরে আপনাকে তথ্য শেয়ার করতে পারছে না তখন মূলত গুগল ওই প্রশ্নের উত্তর গুলো খুঁজে পায় না।
গুগল বার্ড কেন ব্যবহার করব?
গুগল বার্ড কি সেটা তো আশা করি ইতোমধ্যে আপনি পেয়েছেন এবং আপনি বুঝতে পেরেছেন যে গুগল বার্ড কি এবং কিভাবে কাজ করে। এবার চলুন জেনে নেয়া যাক আপনি কেন একজন ইউজার হিসেবে Google বার্ড ব্যবহার করবেন। মূলত এটি কোন ইউজারদের জন্য বাধ্যতামূলক নয়। এটি কেবলমাত্র আপনাকে আরো দ্রুত সময়ের মধ্যে তথ্য শেয়ার করার জন্য প্রোভাইড করা হয়েছে।
আপনি যদি গুগল বার্ড ব্যবহার না করেন এক্ষেত্রে আপনাকে কোন প্রকার সাবস্ক্রিপশন অথবা কোন প্রকার ঝামেলা পোহাতে হবে না। গুগলের সিস্টেম অথবা অ্যালগোরিদম উন্নতির লক্ষ্যে গুগল এমন আপডেট প্রতি নিয়ত এনেই থাকেন তার মধ্যে গুগল বার্ড ছিল অন্যতম একটি আপডেট। গুগল বার্ড ব্যবহার করে আপনিও খুব দ্রুত সময়ের মধ্যে যেকোনো তথ্য সংগ্রহ করতে পারেন।
আমরা যেমন (Chat GPT) ব্যবহার করে বিভিন্ন তথ্য সংগ্রহ করি তেমনি গুগল বার্ড ব্যবহার করেও আপনি আরো বেশি তথ্য সংগ্রহ করতে সক্ষম হবেন। (Google Bard) প্রযুক্তি আপনাকে আপনার কাজকে আরো দ্রুত করার লক্ষ্যে অনেক বেশি সহযোগিতা করবে। আপনি যাতে আরও দ্রুত গুগলের এই টুলস ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে পারেন সেই লক্ষ্যে গুগল আপনাকে সার্ভিস প্রোভাইড করে থাকবে।
এছাড়াও আপাতত গুগল বার্ড টুলস যে কেউ যেকোনো সময় ব্যবহার করতে পারবে। এখন পর্যন্ত গুগল এটাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন টেস্টিং পারপাসে। আর গুগল বার্ড সম্পর্কে জানতে অথবা Google Bard টুলস দিয়ে আপনিও ট্রাই করতে এখানে ক্লিক করুন।