এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য এডুকিউ তোমাদের জন্য ইতোমধ্যেই পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছে। আজ আমরা সকল পরীক্ষার্থীদের জন্য নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ : উন্নততর জীবনধারা অধ্যায় শেয়ার করতে চলেছি। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী (MCQ) প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ করলে দেখবে আমাদের প্রত্যেকটা বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে উত্তর মার্ক করা রয়েছে। অর্থাৎ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি উত্তর পেয়ে যাচ্ছ! এছাড়াও তোমাদের সুবিধার্থে আমরা এই আর্টিকেলের একটি PDF ফাইল ডাউনলোড করার অপশন রেখেছি। তোমরা এডুকিউ থেকে সবগুলো ফাইল একসাথে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে পারবে।
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
১. জীবদেহের পুষ্টি সাধন করে কোনটি?
● খাদ্য
খ. ব্যায়াম
গ. বিশ্রাম
ঘ. ঘুম
২. জীবের জীবনীশক্তি যোগানদানকারী জৈব ও অজৈব উপাদানকে কী বলে?
● পরিপোষক
খ. রাফেজ
গ. সেলুলোজ
ঘ. সংরক্ষক
৩. খাদ্যের কাজ প্রধানত কয়টি?
● ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
৪. খাদ্যের উপাদান কয়টি?
ক. চারটি
খ. পাঁচটি
● ছয়টি
ঘ. সাতটি
৫. প্রাণীরা পরিপোষক বা পুষ্টি গ্রহণ করে কোনটির মাধ্যমে?
● খাদ্য
খ. পানি
গ. অক্সিজেন
ঘ. কার্বন ডাইঅক্সাইড
৬. কোনটিকে দেহ গঠনের খাদ্য বলা হয়?
ক. শর্করা
খ. ভিটামিন
গ. চর্বি
● প্রোটিন
৭. কোনটি দেহ সংরক্ষক খাদ্য?
ক. আমিষ
● ভিটামিন
গ. কার্বোহাইড্রেট
ঘ. স্নেহ
৮. খাদ্যের সহায়ক উপাদান কয়টি?
ক. ১
খ. ২
● ৩
ঘ. ৪
৯. কোনটি খাদ্যের মুখ্য উপাদান?
ক. ভিটামিন
● শর্করা
গ. পানি
ঘ. খনিজ লবণ
১০. কোনটি খাদ্যের সহায়ক উপাদান?
ক. স্নেহ
খ. প্রোটিন
গ. শর্করা
● খনিজ লবণ
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
১১. মানুষের প্রধান খাদ্য উপাদান নিচের কোনটি?
ক. ভিটামিন
● শর্করা
গ. আমিষ
ঘ. পানি
১২. কোন খাদ্য উপাদানটি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে তৈরি?
ক. আমিষ
● শর্করা
গ. ভিটামিন
ঘ. স্নেহ
১৩. খাদ্যের কোন উপাদানটি দেহে কর্মক্ষমতা বৃদ্ধি করে?
ক. ফ্যাট
● কার্বোহাইড্রেট
গ. ভিটামিন
ঘ. পানি
১৪. কোনগুলো শ্বেতসার জাতীয় খাদ্য?
ক. চিনি, গুড়, মিসরি
● আলু, কচু, ধান
গ. আম, পেঁপে, কলা
ঘ. দুধ, ডিম, বাদাম
১৫. কোন ফলে গ্লুকোজ থাকে?
● আপেল, গাজর
খ. পেঁপে, কলা
গ. পেঁপে, আম
ঘ. কমলালেবু, খেজুর
১৬. কোনটি প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমে শক্তি সরবরাহ করে?
ক. সেলুলোজ
খ. স্টার্চ
● গ্লাইকোজেন
ঘ. লিপিড
১৭. রাঙা আলু কোন ধরনের খাদ্যের উপাদান?
ক. গ্লুকোজ
খ. ফ্ৰকটোজ
● স্টার্চ
ঘ. সেলুলোজ
১৮. কমলালেবু কোন খাদ্য উপাদানের উৎস?
ক. শ্বেতসার
খ. গ্লুকোজ
গ. সুক্রোজ
● ফ্রুকটোজ
১৯. পেঁপেতে পাওয়া যায় কোনটি?
ক. সুক্রোজ
খ. সেলুলোজ
গ. স্টার্চ
● ফ্রুকটোজ
২০. কোনটিতে সেলুলোজ থাকে?
● তরমুজ
খ. গুড়
গ. মিসরি
ঘ. ফুলের মধু
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
২১. শুকনো ফলে কোনটি থাকে?
ক. সুক্রোজ
খ. গ্লাইকোজেন
গ. শ্বেতসার
● সেলুলোজ
২২. নিচের কোনটিতে ফ্রুকটোজ ও সেলুলোজ থাকে?
ক. গাজর
খ. পেঁপে
গ. কচু
● কলা
২৩. বাদামে কোনটি পাওয়া যায়?
ক. গ্লুকোজ
খ. শ্বেতসার
● সেলুলোজ
ঘ. ফ্রুকটোজ
২৪. মিষ্টি ফলে কোনটি থাকে?
ক. স্টার্চ
খ. মুকোজ
● ফ্ৰকটোজ
ঘ. সুক্রোজ
২৫. ফুলের মধুতে পাওয়া যায় কোনটি?
ক. গ্লুকোজ
● ফ্ৰকটোজ
গ. সুক্রোজ
ঘ. ল্যাকটোজ
২৬. সুক্রোজ-এর উৎস কোনগুলো?
ক. ধান, গাম, ভুট্টা
খ. আঙুর, আপেল, গাজর
গ. আম, পেঁপে, কলা
● চিনি, গুড়, মিসরি
২৭. শাক-সবজিতে কোনটি পাওয়া যায়?
● সেলুলোজ
খ. স্টার্চ
গ. গ্লুকোজ
ঘ. ফ্রুকটোজ
২৮. প্রাণিজ শর্করা কোনটি?
ক. সেলুলোজ
● ল্যাকটোজ
গ. সুক্রোজ
ঘ. স্টার্চ
২৯. ল্যাকটোজ এর উৎস কোনটি?
ক. ডিম
● দুধ
গ. সবজি
ঘ. শস্য
৩০. গ্লাইকোজেন কী?
ক. উদ্ভিজ্জ শর্করা
খ. উদ্ভিজ্জ প্রোটিন
● প্রাণিজ শর্করা
ঘ. প্রাণিজ প্রোটিন
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৩১. মুরগির যকৃতে কোনটি পাওয়া যায়?
● গ্লাইকোজেন
খ. সেলুলোজ
গ. স্টার্চ
ঘ. গ্লুকোজ
৩২. পেশির মাংসে কোনটি থাকে?
ক. ফ্ৰকটোজ
খ. কার্বোহাইড্রেট
গ. অক্সিজেন
● গ্লাইকোজেন
৩৩. কোনটির জারণের ফলে জীবদেহে বিপাকীয় কাজের শক্তি আসে?
● কার্বোহাইড্রেট
খ. প্রোটিন
গ. লিপিড
ঘ. ভিটামিন
৩৪. অপাচ্য প্রকৃতির শর্করা কোনটি?
● সেলুলোজ
খ. সুক্রোজ
গ. স্টার্চ
ঘ. গ্লুকোজ
৩৫. অতিরিক্ত শর্করা গ্রহণে কোন রোগ হতে পারে?
ক. কোষ্ঠকাঠিন্য
● বহুমূত্র
গ. রাতকানা
ঘ. একজিমা
৩৬. এক গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে কী বলে?
ক. এক জুল
● এক ক্যালরি
গ. এক অ্যাম্পিয়ার
ঘ. এক ওয়াট
৩৭. শর্করা ও প্রোটিনের ক্যালরি কত?
● প্রায় ৪ kcal/gm
খ. প্রায় ৪.১ kcal / gm
গ. প্রায় ৪.১ gm
ঘ. প্রায় ৮.১ kcal / gm
৩৮. প্রতি গ্রাম ফ্যাট জারণে কত কিলোক্যালরি তাপ উৎপন্ন হয়?
ক. ৪
খ. ৭
গ. ৮
● ৯
৩৯. নিচের কোন সেটের পদার্থ দ্বারা আমিষ গঠিত হয়?
● কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন
খ. কার্বন, ক্যালসিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন
গ. অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস
ঘ. ক্যালসিয়াম, নাইট্রোজেন, সালফার, অক্সিজেন
৪০. আমিষ গঠনের একক কোনটি?
ক. হাইড্রোক্লোরিক এসিড
খ. কার্বোলিক এসিড
● অ্যামাইনো এসিড
ঘ. ফরমিক এসিড
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৪১. প্রোটিন দেহে পরিপাক হওয়ার পর কোনটিতে পরিণত হয়?
● অ্যামাইনো এসিডে
খ. গ্লুকোজে
গ. স্টার্চে
ঘ. ফ্রুকটোজে
৪২. মানুষের শরীরে কয় ধরনের অ্যামাইনো এসিড থাকে?
ক. ১০
● ২০
গ. ৩০
ঘ. ৪০
৪৩. উৎস অনুযায়ী আমিষ কত প্রকার?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
৪৪. কোনটি প্রাণিজ আমিষ?
ক. ডাল ও বাদাম
● দুধ ও ডিম
গ. ভাত ও আলু
ঘ. মধু ও চিনি
৪৫. শিমের বিচিতে কোনটির আধিক্য বেশি?
ক. কার্বোহাইড্রেট
খ. পানি
● প্রোটিন
ঘ. স্নেহ
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৪৬. মানব দেহের জন্য অপরিহার্য অ্যামাইনো এসিড কয়টি?
● আটটি
খ. দশটি
গ. বারটি
ঘ. বিশটি
৪৭. প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় কতভাগ প্রোটিন?
ক. ৪০
● ৫০
গ. ৬০
ঘ. ৬৫
৪৮. আমিষ কয়টি মৌলের সমন্বয়ে গঠিত?
ক. তিনটি
খ. পাঁচটি
● চারটি
ঘ. ছয়টি
৪৯. কোন অ্যামাইনো এসিড দেহ সংশ্লেষণে অক্ষম?
ক. আরজিনিন
● লাইসিন
গ. গ্লাইসিন
ঘ. গ্লুটামিন
৫০. কোনটি দেহ পরিপোষক খাদ্য?
● প্রোটিন
খ. খনিজ লবণ
গ. পানি
ঘ. ভিটামিন
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৫১. নিচের কোন প্রোটিনের পুষ্টিমূল্য বেশি?
● পনির
খ. বাদাম
গ. ছোলা
ঘ. ডাল
৫২. ফ্যাটি এসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত হয় কোনটি?
ক. আমিষ
খ. শর্করা
● স্নেহ পদার্থ
ঘ. রাফেজ
৫৩. খাদ্যে কয় ধরনের ফ্যাটি এসিড পাওয়া যায়?
ক. প্রায় ১৫ ধরনের
খ. প্রায় ১৮ ধরনের
● প্রায় ২০ ধরনের
ঘ. প্রায় ২১ ধরনের
৫৪. সাধারণ তাপমাত্রায় চর্বি কীরূপ অবস্থায় থাকে?
ক. বাষ্পীয়
● কঠিন
গ. তরল
ঘ. প্লাজমা
৫৫. নিচের কোনটি অসম্পৃক্ত ফ্যাটি এসিড?
ক. চর্বি
● তেল
গ. ডিমের কুসুম
ঘ. মাখন
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৫৬. উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় প্রকার?
● দুই
খ. পাঁচ
গ. তিন
ঘ. চার
৫৭. ডিমের কুসুম কোনটির উৎস?
ক. প্রাণিজ প্রোটিন
● প্রাণিজ লিপিড
গ. প্রাণিজ কার্বোহাইড্রেট
ঘ. উদ্ভিজ্জ লিপিড
৫৮. খাদ্যবস্তুর মধ্যে সর্বাধিক তাপ ও শক্তি উৎপন্ন করে কোনটি?
ক. শর্করা
খ. আমিষ
● স্নেহ পদার্থ
ঘ. ভিটামিন
৫৯. কোনটি ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে?
ক. ভাত
● মাখন
গ. মাছ
ঘ. ডাল
৬০. দেহ থেকে তাপের অপচয় রোধ করে কোনটি?
ক. খনিজ লবণ
● স্নেহ পদার্থ
গ. শর্করা
ঘ. প্রোটিন
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৬১. নিচের কোনটি চর্মরোগ প্রতিরোধ করে?
ক. আমিষ
খ. কার্বোহাইড্রেট
গ. ভিটামিন-এ
● লিপিড
৬২. দেহে স্নেহ পদার্থ অভাবজনিত রোগ কোনটি?
ক. রিকেটস
খ. কোষ্ঠকাঠিন্য
● একজিমা
ঘ. বহুমূত্র
৬৩. নিচের কোনটির অতিরিক্ত পরিমাণ দেহে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায়?
● স্নেহ পদার্থ
খ. উদ্ভিজ্জ প্রোটিন
গ. শর্করা
ঘ. প্রাণিজ প্রোটিন
৬৪. জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানকে কী বলে?
● ভিটামিন
খ. ফ্রুকটোজ
গ. লিপিড
ঘ. বডিমাস ইনডেক্স
৬৫. ভিটামিন কী ধরনের পদার্থ?
ক. মৌলিক
● যৌগিক
গ. অজৈব
ঘ. তেজস্ক্রিয়
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৬৬. কোনটির অভাবে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনসহ বিভিন্ন কাজ ব্যাহত হয়?
ক. স্নেহ পদার্থ
খ. শর্করা
● ভিটামিন
ঘ. আমিষ
৬৭. কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন?
ক. ভিটামিন-D
খ. ভিটামিন-K
গ. ভিটামিন A
● ভিটামিন B কমপ্লেক্স
৬৮. কোনটি স্নেহ জাতীয় পদার্থে দ্রবীভূত হয়?
ক. ভিটামিন-C
● ভিটামিন A
গ. ভিটামিন-B5
ঘ. ভিটামিন B5
৬৯. নিচের কোনটিতে ভিটামিন A পাওয়া যায়?
● গরুর দুধে
খ. আটা
গ. বাদাম
ঘ. লেটুস পাতা
৭০. নিচের কোনটি ভিটামিন A সমৃদ্ধ প্রাণিজ উৎস?
ক. বৃক্ক
খ. ছত্রাক
গ. মাংস
● ছানা
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৭১. নিচের কোনটি থেকে ভিটামিন A পাওয়া যায়?
● ঢেঁড়স
খ. আটা
গ. করলা
ঘ. ধনে পাতা
৭২. কোনটি থেকে ভিটামিন A এবং ভিটামিন D পাওয়া যায়?
ক. লালশাক
খ. তুলা বীজের তেল
গ. ফুলকপি
● বাঁধাকপি
৭৩. পাকা পেঁপেতে উল্লেখযোগ্য হারে কোনটি আছে?
ক. ভিটামিন-D
● ভিটামিন- A
গ. ভিটামিন-C
ঘ. ভিটামিন-K
৭৪. কোনটির কারণে মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যায়?
ক. স্কার্ভি
খ. একজিমা
● জেরপথ্যালমিয়া
ঘ. কো-এনজাইম
৭৫. গলাব্যথা উপসর্গটি কোনটির অভাবে দেখা যায়?
ক. ভিটামিন-D
খ. ভিটামিন B কমপ্লেক্স
গ. ভিটামিন-E
● ভিটামিন A
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৭৬. কোন ক্যাপসুলটি খেয়ে রাতকানা রোগ নিরাময় করা যায়?
ক. ভিটামিন-B
● ভিটামিন A
গ. থায়ামিন
ঘ. ভিটামিন-C
৭৭. জেরপথ্যালমিয়া কীসের অভাবজনিত রোগ?
● ভিটামিন A
খ. ভিটামিন বি কমপ্লেক্স
গ. ভিটামিন সি
ঘ. ভিটামিন ডি
৭৮. ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়?
● রাতকানা
খ. রিকেটস
গ. বেরিবেরি
ঘ. স্কার্ভি
৭৯. ত্বকের লোমকুপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি হয় কোনটির অভাবে?
ক. ভিটামিন-সি
● ভিটামিন-এ
গ. ভিটামিন-ডি
ঘ. ভিটামিন-ই
৮০. ভিটামিন- D এর প্রধান উৎস কোনগুলো?
ক. কড মাছ ও শাক
খ. লালশাক ও পুঁইশাক
● দুধ ও ডিমের কুসুম
ঘ. বাঁধাকপি ও ফুলকপি
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৮১. কোনটি শরীরে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে?
ক. ভিটামিন A
খ. ভিটামিন-B
গ. ভিটামিন-C
● ভিটামিন-D
৮২. কোনটি ভিটামিন D এর প্রধান উৎস?
ক. যকৃৎ
খ. বাঁধাকপি
গ. আম
● মাখন
৮৩. কোন ভিটামিন শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে?
ক. ভিটামিন A
খ. ভিটামিন-B
● ভিটামিন-D
ঘ. ভিটামিন-K
৮৪. হাড় তৈরির প্রয়োজনীয় উপাদান কোনটি?
ক. লৌহ
খ. ক্যাডমিয়াম
গ. জিংক
● ক্যালসিয়াম
৮৫. ভিটামিন-D এর অভাবে শিশুদের কোন রোগটি হতে পারে?
● রিকেটস
খ. জেরপথ্যালমিয়া
গ. পেলেগ্রা
ঘ. স্কার্ভি
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৮৬. কোনটি দৈনিক চাহিদা অপেক্ষা অধিক পরিমাণে গ্রহণ করলে শরীরের ক্ষতি হয়?
● ভিটামিন-D
খ. ভিটামিন-C
গ. ভিটামিন A
ঘ. ভিটামিন B কমপ্লেক্স
৮৭. দুধ, মাখন, বাঁধাকপি, যকৃত ও তেলসমৃদ্ধ মাছে কোন ভিটামিন পাওয়া যায়?
ক. A
খ. B
গ. C
● D
৮৮. পাম তেল কোন ভিটামিন এর উত্তম উৎস?
ক. ভিটামিন-সি
খ. ভিটামিন-বি
● ভিটামিন-ই
ঘ. ভিটামিন-এ
৮৯. কোনটি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে?
● ভিটামিন-ই
খ. ভিটামিন-ডি
গ. ভিটামিন-সি
ঘ. ভিটামিন-কে
৯০. কোনটি ভিটামিন E এর উত্তম উৎস?
ক. যকৃৎ
খ. গাজর
● পাম তেল
ঘ. কাঁচামরিচ
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৯১. Corn Oil কোন ভিটামিনের উৎস?
ক. Vitamin A
খ. Vitamin B
গ. Vitamin D
● Vitamin E
৯২. কোনটি কোষ গঠনে সহায়তা করে এবং অন্যান্য প্রাণীর বন্ধ্যাত্ব দূর করে?
ক. ভিটামিন A
● ভিটামিন-E
গ. ভিটামিন-B
ঘ. ভিটামিন D
৯৩. ভিটামিন-E-এর অভাবে কোনটি হতে পারে?
● জরায়ুর মধ্যে ভ্রূণের মৃত্যু
খ. চোখের কর্ণিয়ার আলসার সৃষ্টি
গ. ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটির সৃষ্টি
ঘ. মাড়ি থেকে রক্ত ঝরা
৯৪. ভিটামিন-ই এর অভাবে কোনটি বেশি দেখা যায়?
ক. দৃষ্টি সমস্যা
● বন্ধ্যাত্ব
গ. চর্মরোগ
ঘ. মুখে ঘা
৯৫. দেহের স্বাভাবিক সুস্থতার জন্য কোনটি খুবই গুরুত্বপূর্ণ? ক. ভিটামিন A
খ. গ্লুকোজ
গ. মলটোজ
● ভিটামিন B কমপ্লেক্স
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
৯৬. থায়ামিন কোন ভিটামিনের নাম?
ক. B₂
● B1
গ. B6
ঘ. B12
৯৭. খাদ্য দেহের―
i. বৃদ্ধি সাধন করে
ii. শক্তি উৎপাদন করে
iii. রোগ প্রতিরোধ করে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৮. জীবের জীবনীশক্তির যোগান দেয়—
i. গ্লুকোজ
ii. খনিজ লবণ
iii. ভিটামিন
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
৯৯. পরিপাকের প্রয়োজন হয় না—
i. গ্লাইকোজেনের
ii. গ্লুকোজের
iii. ভিটামিনের
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০০. দেহ পরিপোষক খাদ্য হচ্ছে—
i. প্রোটিন
ii. শর্করা
iii. ফ্যাট
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
১০১. খাদ্যের সহায়ক উপাদানের অন্তর্ভুক্ত হলো—
i. ভিটামিন
ii. স্নেহ
iii. পানি
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০২. দেহ সংরক্ষক খাদ্য-
i. দেহের রোগ প্রতিরোধে সাহায্য করে
ii. ভিটামিন ও পানি
iii. আমিষ ও স্নেহ
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৩. শর্করা-
i. কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত
ii. বর্ণহীন, গন্ধহীন ও অল্প মিষ্টি স্বাদযুক্ত
iii. দেহের রোগ প্রতিরোধে সহায়ক
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৪. শর্করা জাতীয় খাদ্য—
i. দেহে কর্মক্ষমতা বৃদ্ধি করে
ii. দেহে তাপশক্তি উৎপাদন করে
iii. দেহের ওজন হ্রাস করে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৫. সেলুলোজ হলো-
i. অপাচ্য প্রকৃতির শর্করা
ii. আঁশযুক্ত খাদ্য
iii. কোষ্ঠকাঠিন্য রোধক
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
১০৬. গ্লুকোজ—
i. চিনির তুলনায় কম মিষ্টি
ii. আপেল ও গাজরে পাওয়া যায়
iii. আঙুর ও খেজুরে পাওয়া যায়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১০৭. ফ্রুকটোজ—
i. মিষ্টি ফলে থাকে
ii. ফল শর্করা নামে পরিচিত
iii. শাক-সবজিতে থাকে
● ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৮. কলায় থাকে –
i. স্টার্চ
ii. ফ্রুকটোজ
iii. সেলুলোজ
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
১০৯. গ্লাইকোজেন শর্করাটি থাকে –
i. মুরগির যকৃতে
ii. মাংসপেশিতে
iii. কবুতরের যকৃতে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
১১০. খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে মাপা হয়—
i. খাদ্য ক্যালরি হিসেবে
ii. জুল হিসেবে
iii. কিলোক্যালরি হিসেবে
ক. ⅰ ও ⅱ ● ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
উদ্দীপকটি পড়ে ১১২ ও ১১৩ নং প্রশ্নের উত্তর দাও :
রমিজ মিয়া সকালে আলু ভাজি ও পরোটা দিয়ে নাস্তা করে অফিসে গেলেন। তার ছেলে এক গ্লাস দুধ খেয়ে স্কুলে গেল।
১১২. রমিজ মিয়ার খাবারে কোন খাদ্য উপাদান বেশি ছিল?
● শর্করা
খ. আমিষ
গ. চবি
ঘ. ভিটামিন
১১৩. রজিম মিয়ার গ্রহণকৃত খাবারগুলো—
i. আমিষ ও স্নেহের উৎস
ii. অতিরিক্ত গ্রহণে দেহে মেদরূপে জমা হয়
iii. অতিরিক্ত গ্রহণে বহুমূত্র রোগ দেখা দিতে পারে
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ ● ⅱ ও ⅲ ঘ. ⅰ, ⅱ ও ⅲ
উদ্দীপকটি পড়ে ১১৪ ও ১১৫ নং প্রশ্নের উত্তর দাও :
মিরাজ বাজার থেকে চাল, ডাল, তেল এবং মাছ কিনে আনলো।
১১৪. মিরাজের কেনা খাবারগুলোর মধ্যে কোনগুলো আমিষ জাতীয়?
ক. চাল, ডাল
● ডাল, মাছ
গ. ডাল, তেল
ঘ. তেল, মাছ
১১৫. মিরাজের ক্রয়কৃত ২য় ও ৪র্থ খাবারগুলো—
i. কোষের গঠন নিয়ন্ত্রণ করে
ii. দেহের কার্যাবলি নিয়ন্ত্রণ করে
iii. দেহের অস্থি, পেশি ও নখ গঠনে অংশ নেয়
ক. ⅰ ও ⅱ খ. ⅰ ও ⅲ গ. ⅱ ও ⅲ ● ⅰ, ⅱ ও ⅲ
নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য নবম-দশম বিজ্ঞান ১ম অধ্যায় MCQ এবং সাথে উত্তর শেয়ার করেছি। তোমাদের পরীক্ষা যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। তোমাদের সুবিধার্থে উপরে প্রত্যেকটি বহুনির্বাচনী (MCQ) প্রশ্নের সঙ্গে মার্ক করে উত্তর দেয়া হয়েছে। এছাড়াও তোমরা এই অধ্যায়টি পিডিএফ (PDF) হিসেবে সংরক্ষণ করতে “PDF Download” বাটনে ক্লিক করো।
Tyo