চ্যাটজিপিটি কি – বর্তমানের সবচেয়ে জনপ্রিয় টপিক এর মধ্যে চ্যাটজিপিটি এর নাম সবার শীর্ষে। কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে চ্যাটজিপিটি অন্যতম সফল একটি চ্যাটবট। চ্যাটজিপিটি মাত্র ০৫ দিনে বিশ্বে প্রায় ১০ লাখ গ্রাহক পেয়ে যায়। বর্তমানে বেশিরভাগ সার্চ ইঞ্জিন গুলোর চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে এই ওপেন এ আই প্রযুক্তি টি।
প্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই চ্যাটজিপিটি সম্পর্কে শুনেছেন ইতপূর্বেই। কিন্তু চ্যাটজিপিটি কিভাবে কাজ করে, চ্যাটজিপিটি এর সুবিধা ও অসুবিধা গুলো কি, চ্যাটজিপিটি কিভাবে আপনিও ব্যাবহার করবেন এ সম্পর্কে না জানেন তাহলে আজকেত আর্টিকেল টি আপনার জন্য।
চ্যাটজিপিটি কি – What is ChatGPT
চ্যাটজিপিটি হলো ওপেন এ আই প্রতিষ্ঠানের একটি কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট। যেখানে, কোনো ব্যবহার কারী চ্যাট এর মাধ্যমে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে এবং কয়েক সেকেন্ড এর মধ্যেই সেটা সনাক্ত করে সঠিক ভাবে তথ্য তুলে ধরে বট।
অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার মতো চ্যাট এর মতই এটা ব্যবহার করা যায়। মেসেজ এর মতো করে আপনি বট কে যেটা বলবেন সেটা অনুযায়ী বট আপনাকে একটি রিপ্লে মেসেজ প্রদান করবে।
ধরুন আপনি জিজ্ঞাসা করলে, ভারত এর প্রধানমন্ত্রী কে? চ্যাটজিপিটি কয়েক সেকেন্ড এর মধ্যেই আপনাকে সেটা জানিয়ে দিবে। অথবা আপনি বললেন, আমাকে একটি গেম বানিয়ে দেও। আপনার কমান্ড অনুযায়ী চ্যাটজিপিটি একটি গেম এর সম্পূর্ণ কোড আপনাকে লিখে দিতে পারবে।
চ্যাটজিপিটি কিভাবে কাজ করে
চ্যাটবট হলো এক ধরণের কম্পিউটার প্রোগ্রাম। বিভিন্ন প্রোগামিং এর মাধ্যমে তাতে প্রচুর পরিমান ডেটাবেস সংরক্ষণ করতে হয়। চ্যাটজিপিটি এর ক্ষেত্রে ২০২১ সাল পর্যন্ত ঘটে সকল ডেটা রয়েছে। যেখান থেকে ব্যবহার কাররীর কমান্ড অনুযায়ী ডেটা কে সুন্দর ভাবে উপস্থাপন করে থাকে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের মতো করেই যে কোনো তথ্য কে সুন্দর ভাবে উপস্থাপন করার ক্ষমতা রাখে। তবে, চ্যাটজিপিটি কে ট্রেইনিং করানো হয়েছে শুধু মাত্র ইংরেজি ভাষার উপর।
চ্যাটজিপিটি কে যদি আপনি ইংরেজি তে কমান্ড দিতে পারেন তবে খুব সহজেই মানুষের মতো করেই আপনার সকল তথ্য খুজে সুন্দর ভাবে উপস্থাপন করতে পারবে। কিন্তু যদি বাংলা অথবা কোনো ভাষা তে তথ্য পেতে চান তাহলে চ্যাটজিপিটি ইংরেজি থেকে ট্রান্সলেট করে আপনার সামনে প্রদর্শন করবে। তাহলে মোটেই সেটা ভালো ফলাফল দিবে না।
অন্য যে কোনো চ্যাটবট গুলোর মতো চ্যাটজিপিটি আপনাকে কয়েক মুহুর্তে মেসেজ এর মাধ্যমে তথ্য উপস্থাপন করে দিতে পারে। চ্যাটজিপিটি দিয়ে আপনি চাইলে – গল্প, কবিতা, কোড, গান ইত্যাদি সহজে অল্প সময়ের মধ্যে লিখে নিতে পারবেন।
চ্যাটজিপিটি এর সুবিধা
চ্যাটজিপিটি এর অনেক গুলো সুবিধার দিক রয়েছে। চ্যাটজিপিটি ব্যবহার করে অনেক ধরণের কাজ এই কোনো পূর্ব জ্ঞান ছাড়া করা সম্ভব। নিচে চ্যাটজিপিটি এর কয়েকটি সুবিধার দিক দিলাম –
কন্টেন্ট তৈরি: যে কোনো ধরণের তথ্য সহজে জেনারেট করে বিভিন্ন ধরণের কনটেন্ট তৈরি করতে পারবেন। ধরুন, আপনি কোনো একটা বিষয়ে ভিডিও তৈরি করবেন। কিন্তু আপনি সে বিষয়ে তেমন কিছুই জানেন না। সার্চ ইঞ্জিন এর মাধ্যমে কোনো তথ্য ব্যবহার করা কপিরাইট এর আওতাভুক্ত হয়। কিন্তু অল্প সময়ে চ্যাটজিপিটি ব্যবহাত করে কপিরাইট সমস্যা ছাড়া তথ্য যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন।
পড়াশোনায়: বর্তমানে পড়াশোনার কাজে প্রচুর পরিমান ব্যবহার হচ্ছে ওপেন এ আই প্রযুক্তি চ্যাটজিপিটি। লেটার, সিভি তৈরি, দরখাস্ত, প্রেসরিলিজ, কবিদের তথ্য, অংক সমাধান ইত্যাদি কাজ কয়েক সেকেন্ড এর মধ্যে চ্যাটজিপিটি এর মাধ্যমে করা সম্ভব।
প্রোগ্রামিং: প্রোগ্রামিং এ ঘন্টার পর ঘন্টা চলে যায় কোনো একটি কোড লিখতে। কিন্তু চ্যাটজিপিটি দিয়ে আপনি সহজেই অনেক বড় কোড গুলো কয়েকটি কমান্ড এর মাধ্যমে লিখে নিতে পারবেন। যারা একেবারেই কোডিং জানেন না তারাও চ্যাটজিপিটি থেকে কোড কপি করে কাজে ব্যবহার করতে পারবেন। এ ছাড়াও অনেক ধরণের সুবিধা পাওয়া যায় চ্যাটজিপিটির মাধ্যমে। আপনি আপনার কাজ কে সহজে সমাধান করতে ব্যবহার করতে পারেন চ্যাটজিপিটি চ্যাটবট টি।
চ্যাটজিপিটি এর অসুবিধা
সুবিধা যেখানে রয়েছে অসুবিধা সেখানে থাকবেই এটা তো সবাই জানি কিন্তু চ্যাটজিপিটি এর ক্ষেত্রে অসুবিধা গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু এটা দিয়ে প্রচুর পরিমান তথ্য জেনারেট করা হয়। উল্লেখযোগ্য কয়েকটি অসুবিধার দিক হলো –
ভুল উত্তর: চ্যাটজিপিটি প্রথম দিকে ডেমো লিংক উন্মুক্ত করে। তবে এত কম দিনেই প্রচুর পরিমান গ্রাহক রেজিষ্ট্রেশন এর কারণে বিশ্বব্যাপি জনপ্রিয় হয়ে যায়। চ্যাটজিপিটি এর সবচেয়ে বিরক্তিকর দিক হলো এটা আপনাকে সবসময় সঠিক উত্তর প্রদান করতে সক্ষম নয়। প্রায় সময়ে আপনাকে ভুল উত্তর প্রদান করবে। এটা বোঝা কঠিন হয়ে দাঁড়ায় সঠিক উত্তর কোনটা। তাই আপনি যদি পড়াশোনার কাজে ব্যবহার করতে চান তবে সতর্ক থাকা আবশ্যক।
তথ্যের ঘাটতি: চ্যাটজিপিটি বর্তমান পৃথিবীর কোনো কিছুই জানে না। এখানে, আপনি ২০২১ সাল পর্যন্ত দেয়া তথ্য গুলো দেখতে পারবেন। বর্তমানে ২০২৩ সাল চলছে তাহলে চ্যাটজিপিটি আমাদের চেয়ে প্রায় ২ বছর পিছিয়ে। তাই আপনি যদি নতুন কোনো তথ্য খুজতে চান তবে সেটা কখনোই চ্যাটজিপিটি প্রদান করতে পারবে না।
ব্যয় বেশি: চ্যাটজিপিটি এর ফ্রি ভার্সন সবার জন্য উন্মুক্ত থাকলেও এটার প্রিমিয়াম প্যাকেজ এর মূল্য অনেক বেশি। যদি এটার ফ্রি ভার্সব বন্ধ করে দেয় তবে এটা ব্যবহার করা অনেক বেশি ব্যয়বহুল হবে।
চ্যাটজিপিটির কারণে কি চাকরি যাবে?
বর্তমানে চারদিকে একটি গুঞ্জন অনেক বেশি শোনা যায় যে, ভবিষ্যতে চ্যাটজিপিটির কারণে প্রচুর মানুষ চাকরি হারাবে। আসলেই কি চ্যাটজিপিটি চাকরি হারানোর কারণ হতে পারবে?
এর উত্তর যদি বলতে হয়, তবে হ্যা/না দুটোই বলতে হবে। চ্যাটজিপিটির কারণে তাদের চাকরি চলে যাবে যেখানে নতুন কিছু নেই, ক্রিয়েটিভ কিছু নেই। সাধারণ কিছু কাজের উপর ChatGPT মারাত্নক ভাবে প্রভাব ফেলবে।
যদি একটি উদাহরণ দেই – ধরুন, আপনার অফিসে সাধারণ কিছু গ্রাফিক্স/ওয়েব ডিজাইন এর কাজ প্রয়োজন পরে। যার ফলে আপনাকে একজন জুনিয়র ধরণের ডিজাইনার অফিসে যুক্ত নিয়োগ দিয়েছেন। কিন্তু এই সামান্য কাজটা আপনি চ্যাটজিপিটি দিয়ে সেকেন্ড এর মধ্যেই করতে পারছেন। তাহলে জুনিয়র ধরণের একজন কে আপনার চাকরিতে রাখার প্রয়োজন পরবে না।
যারা কাজের উপর ভালো পরিমান দক্ষতা অর্জন করেছে তাদের উপর চ্যাটজিপিটি এর কোনো প্রকার প্রভাব পরবে না। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক বেশি বৃদ্ধি পাবে তাই নিজেকেও আপডেট রাখুন নিজেকে টিকিয়ে রাখতে।
চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করবেন
চ্যাটজিপিটি ব্যবহার করা অনেক সহজ। আপনি মোবাইল ফোনের মাধ্যমেও চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। চ্যাটজিপিটি ব্যবহার করার জন্য অবশ্যই আপিনাকে ওপেন এ আই তে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।
আরো আর্টিকেল পড়ুন!
- গুগল বার্ড কি এবং গুগল বার্ড কিভাবে কাজ করে?
- মোবাইল স্লো হওয়ার কারণ এবং ফাস্ট করার উপায়
- কম্পিউটার স্লো হলে করণীয় কী? ফাস্ট করার ৮টিপস
- ফ্রি টপ ৫ উইন্ডোজ স্কিন রেকর্ড সফটওয়্যার
- আইফোন ১৫ ক্যামেরা নিয়ে নতুন চমক
চ্যাটজিপিটি যেভাবে ব্যবহার করবেন:
- প্রথমে আপনাকে এই লিংকে যেতে হবে – https://chat.openai.com/
- একাউন্ট না থাকলে “Sign up” করতে হবে।
- এবার গুগল অথবা অন্য একাউন্ট এত মাধ্যমে সাইন আপ করতে হবে।
- এবার যদি আপনার নাম্বার চায় সেটা দিন। নাম্বারে একটি কোড আসলে সেটা দিলেই সাইন আপ সম্পন্ন হয়ে যাবে।
- এবার আপনি আপনার ইচ্ছামত ব্যবহার করতে পারবেন ChatGPT
আমাদের শেষ কথা
চ্যাটজিপিটি কি – চ্যাটজিপিটি কিভাবে কাজ করে আর্টিকেলে আমরা চ্যাটজিপিটি সম্পর্কে সকল তথ্য গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি আপনি চ্যাটজিপিটি সম্পর্কে আপনার আরো কোনো প্রশ্ন/ জিজ্ঞাসা থাকে আমাদের মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ আর্টিকেল টি পড়ার জন্য।